![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরী-
-পাগলা জাঈদ
ঝিলমিলিয়ে হাসছি আমি
ঝিলমিলানো গান,
ঝিলমিলিয়ে লাজুক নাচে
আমার রঙিন প্রান,
ও সাহেব দেখনা চেয়ে,
আমার মত সুখি কি আর
তোর ও তোদের মেয়ে।
আমি সাহেব ফুল বেঁচে খাই
তোর বেঁচা কি বল ?
লক্ষ কোটি স্বপ্ন বেঁচিস
লক্ষ কোটি ছল !
এই যদি জীবন রে তোর
চাই না হতে ধনী,
আমি আমার ছোট্ট ভাইয়ের
কোমল স্বপন বুনি।
ও সাহেব দেখনা চেয়ে,
আমার মত সুখি কি আর
তোর ও তোদের মেয়ে।
©somewhere in net ltd.