![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেতা ও ছাড়পোকা
-পাগলা জাঈদ
একটারে মারো যদি শ'তে শ'তে আসবে
রক্তটা চুষে নিয়ে মুখ টিপে হাসবে।
যত খোঁজ আলো জ্বেলে, তারে তুমি পাবেনা
তাই বলে রক্তিম জ্বালা শেষ হবে না।
একে বলে ছাড়পোকা, বিভীষিকা ক্ষুদ্র
পারবে না ভুলতে যে তার প্রেম রুদ্র।
রক্তটা চুষে নেবে দিন কিবা রাত্রে
বেঁচে রবে সারাদিন তারে নিয়ে গাত্রে।
আমাদের সমাজেতে ছাড়পোকা নেতারা
আমাদের টাকা চুষে দামি তার কেদারা।
ছাড়পোকা সম তারা থাকে সদা আড়ালে
টাকা হলে পাবে তারে হাতখানা বাড়ালে।
ছাড়পোকা করে দিল বিদ্রোহ কোলাজে
নেতা নাকি যা তা গালি ছাড়পোকা সমাজে।
বলে পোকা কানে কানে গালি দিবে দাও না
তাই বলে নেতা ছারা আর কিছু পাও না ?
তোমাদের নেতারা তো স্রষ্টার অভিসাপ
চাও যদি পশু বল তাও নেতা নয় বাপ।
রক্ত টা খাই মোরা বাঁচিবার তরে রে
ওইসব অভিসাপ নেই মোর ঘরে রে।
©somewhere in net ltd.