![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিশাচের ভূমি
(রাজাকার কাদের মোল্লার রায় উপলক্ষে লেখা)
-পাগলা জাঈদ
নিয়মের ডামাডোলে, সব শালা চোর রে
নেশা খোর নয় সব, রক্তের খোর রে,
ঘুষে ঢাকা বাংলার, পাপী এই শহরে
সব যেন পচে গেছে, পিশাচের কহরে।
শিবিরের ডামাডোলে, ভীতু সব বেঞ্চ ভাই,
আজো সব পরাধীন, কাদেরের রায়ে পাই,
মন্ত্রী রা বড় চোর, একশনে না গিয়ে
প্রধাণমন্ত্রী চোর, তালে তালে তা দিয়ে।
নেতা বল, ক্রেতা বল, ব্যবসায়ী, আমলা
সব আজ পাপে ভরা, নিজে আজ সামলা,
মন্ত্রীরা চোর, সাথে চোর আমি, তুমি যে
দেশ আজ নিশাচর পিশাচের ভূমি যে।
এই যদি সিস্টেম, স্বাধিনতা কি কাজে ?
স্বাধিনতা হরিলুট, খেসারতি কে সাঁজে ?
পিশাচের রাজনীতি, মসজিদ কাবা তে,
আম লোকে মরে ভূত, শকুনের থাবা তে।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
পাগলা জাঈদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩
খুব সাধারন একজন বলেছেন: ।