নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

সব ই মনা পলেটিক্স

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

সব ই মনা পলেটিক্স

-পাগলা জাঈদ



সব ই মনা পলেটিক্স,

বিচার বা রায় আগেই ফিক্স,

আমজনতা বোকা না,

আলবদর আর ধোঁকা না,

ধোঁকা এখন নেতারা,

বিচারপতি ক্রেতা রা।



আলবদরে স্বপ্ন পোড়ে,

পাকি চামচার হুমকি তোড়ে,

৭১ এর রাজাকার,

'১৩ তেও মুলুক তার,

এই হল ভাই আমার দেশ

রাজনীতিতে কমিক বেশ,

ডরে ডরে সরকার,

ক্ষমতা তার দরকার।



তোরা যখন পারবি না,

ক্ষমতা কেন ছাড়বি না ?

কাদের মোল্লা, নিজামি,

কেমনে বাঁচে কি জানি।



লাগ ভেলকি চোখে লাগ,

তলে তলে দিবো ডাক,

এই নিয়মেই বাঙ্গালী,

বিড়াল কিংবা কাঙ্গালী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: রাজাকার কাদের মোল্লার রায়টা পূর্ব পরিকল্পিত ছাড়া আর কিছু না। বিএনপিকে একঘরে রেখে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে পিসলামীকে বিরোধী দল হিসেবে দাঁড় করিয়ে এবং তাদেরকে যুদ্ধাপরাধ মুক্ত দল হিসেবে সার্টিফিকেট দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সাজানো নির্বাচন করার উদ্দেশ্যে যে এই প্রহসনের রায়, তা বুঝতে বাকী নেই। সাপও মরবে না, লাঠিও ভাঙবে না।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

পাগলা জাঈদ বলেছেন: বাহ ডারুন বোলেচেন

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪

htusar বলেছেন: ভাল লেখা

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

পাগলা জাঈদ বলেছেন: তবেই স্বার্থক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.