নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

আমি দুর্গম, দুর্দান্ত (উৎসর্গঃ শাহবাগের তরুণ বীরদের)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

আমি দুর্গম, দুর্দান্ত

-আবু জাঈদ

উৎসর্গঃ শাহবাগের তরুণ বীরদের।



আমি দুর্গম, দুর্দান্ত,

চলি সীমাহিন, নই ক্লান্ত।



নেমেছি তিক্ত বুকে,

ন্যায়ের মশাল হাতে,

আমার বুকে মজুদ, ৩০ লক্ষ

শহীদ জেগেছে তাতে।



আমি বীর, চির দুর্বার,

খেপা নজরুল, আমি ভাষানী,

আমি যমদুত সব পিশাচের

আমি ন্যায়ের পক্ষে পাষাণী।



আমি দুর্গম, দুর্দান্ত

চলি সিমাহীন, নই ক্লান্ত।



আমি দুর্নীতের ভেতর বসে,

টেনে বের করি কলিজা,

ওরে আয় তোরা সব আমার মাঝে

মত্ত নরক দেখে যা।



বিনিময় নয় ঋণ শোধে আজ

নেমেছি পথেতে সবে,

পাক বাহিনীর দালালদের আজ

ডুকরে কাদতে হবে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ++

অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

পাগলা জাঈদ বলেছেন: চলবে নিশ্চই

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

খুব সাধারন একজন বলেছেন: আজকে আত্মামুক্তির দিন।
আজ থেকে পিশাচ তাড়ানোর দিন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

পাগলা জাঈদ বলেছেন: Thik

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

নীলকন্ঠ নিলু বলেছেন: তোমাকে অভিবাদন তরুন বন্ধু, দারুন কবিতা লিখেছ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

পাগলা জাঈদ বলেছেন: ধন্যবাদ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

পাগলা জাঈদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.