নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

রণকাব্য (শাহবাগের তরুণদের উৎসর্গ কৃত)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

আয় রে পথিক

(শাহবাগের তরুণদের উৎসর্গ কৃত)

-আবু জাঈদ



আয় রে পথিক, যায় রে বেলা,

উর্ধ্ব গগনে আয়,

রক্তের ঋণ শোধিবার বেলা

যায় যে বয়ে রে যায়।



ভুলিসনে প্রাণ, এই আহ্বান,

ভুলিসনা তুই আজ,

সেদিন ছিলিনা, আজ থেকে কর

মুক্ত বীর আওয়াজ।



সুযোগ পেলি শোধ করবার,

অল্প কিছুটা ঋণ,

লাখো শহীদ আর মায়ের শরীর,

চাইছে বাঁজাতে বীণ।



থাকবি কি ঘরে, কাপুরুষ তুই

ডাকে না কি তোর মন ?

কার জন্যে চলছে তবে রে

আমরণ আয়োজন ?



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লাগা! আমিও পথিক :)

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪

রোজেল০০৭ বলেছেন: লাশের নেশায় মেতেছিলো তারা একদিন
তাদের চোখে ছিল জয়োল্লাস
তারা ভাবে নি অনাগত এই দিনের,অনাগত এই প্রজন্মের কথা
যেখানে ক্ষোভে-বিক্ষোভে হাজার মানুষ,
বুকে নিয়ে স্বজন হারানোর বেদনা বেথা,
তোমাদের মৃত্যু মঞ্চে আজ শেষ হয় না তবু তাদের অপেক্ষার পালা,
চারিদিকে আজ জ্বলছে মশাল,ব্যানার, ফেস্টুন,কবিতা আর গান মালা,
এ আরেক যুদ্ধ,যার জন্ম ৭১ থেকে,
এ যুদ্ধ দেখছে সকল শহীদ ভাই-বোনেরা,
কেড়ে নিওনা তোমরা তাদের হাসি,

একটাই দাবি, ফাঁসি চাই, ফাঁসি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

পাগলা জাঈদ বলেছেন: ফাসি চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.