![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো বাংলার বসন্ত
-আবু জাঈদ
আমি ফাল্গুনের ঝরা পাতায় অমানবতার বিনাশ দেখি,
আমি বসন্তের আগমনে নতুন প্রজন্মের উদ্যাম বিদ্রোহ বুনি,
কৃষ্ণচূড়ার প্রতিটি রং এর মত আলাদা করে আমি স্বাধীনতার রূপ খুঁজি,
আমি আমার আমি'তে মজিনা, আমি বাংলার আমি'তে মজি।
এক আত্মার বসন্তে আমার মন ভরে না,
এক স্বত্বার আবির্ভাব আমাকে আপ্লুত করেনা,
আমি লক্ষ তরুণের কোটি প্রাণে বীজ রোপণে মত্ত থাকি,
আমি প্রজন্ম চত্বরে চোখ বুজে ঘ্রাণ নেই বসন্তের প্রতিটি অনু'র।
আমি আমার আমি'তে মজিনা, আমি বাংলার আমি'তে মজি।
এসো বসন্ত, আগুন ঝরা প্রাণে,
এসো তারুণ্যে, জাগরণে, এসো বিদ্রোহী গানে,
তোমায় বরণ করবো আজ যুদ্ধের বাণে।
আসবে নাকি এক শাশ্বত বাংলায় ?
আসবে নাকি ৪২ বছর পর এক কলুষতা মুক্ত নগরে ?
আমি জানি তুমি সত্যিকার স্বাধীনতার স্বাদ আস্বাদন করনি,
এসো বসন্ত, আমি তোমায় এবার সত্যিকার স্বাধীনতা দিব।
হে বসন্ত, আজ তোমাকে আমার আমি'তে স্বাগত জানাবো না,
আজ তোমাকে বাংলার আমি'তে স্বাগত জানাবো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
পাগলা জাঈদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
শিশেন সাগর বলেছেন: আমি ফাল্গুনের ঝরা পাতায় অমানবতার বিনাশ দেখি,
আমি বসন্তের আগমনে নতুন প্রজন্মের উদ্যাম বিদ্রোহ বুনি,
কৃষ্ণচূড়ার প্রতিটি রং এর মত আলাদা করে আমি স্বাধীনতার রূপ খুঁজি,
আমি আমার আমি'তে মজিনা, আমি বাংলার আমি'তে মজি।
nice expression