নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

আপনারা কি এমন কোন প্রমান দিতে পারবেন যে নবী (সঃ) কোন পাদরী কে হত্যা করেছেন যারা ঐ সময় খৃষ্টান ধর্ম প্রচার করতো ? তাহলে নাস্তিক মতবাদ প্রকাশ করায় রাজীব কে কেন হত্যা করা হলো ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

ইসলামের প্রকাশ্য শত্রু বলতে বোঝানো হয় যারা ইসলাম প্রচারে বাধা দেয় ও মুসলমানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ করে, মুসলমানদের বিনা কারনে হত্যা করে, রাজীব নাস্তিক ছিল, সে তার মতবাদ প্রতিষ্টা করতে চেয়েছে মাত্র, কিন্তু সে কোন মুসলিম কে হত্যা করেনি বা ইসলাম প্রচারেও বাধা দেয়নি, সে তার নাস্তিক মতবাদ প্রতিষ্ঠা করতে তার মতের সপক্ষে যুক্তি দিয়েছে, সে নাস্তিক হিসেবে তার শাস্তি তাকে আল্লাহ দিবেন, আপনি আমি তাকে ঘৃণা করতে পারি কিন্তু শাস্তি দিতে পারিনা, কারন সে ইসলামের প্রকাশ্য শত্রু নয়।



দেখুন মহানবী (সঃ) যুদ্ধ করেছেন, অনেক বিধর্মী মেরেছেন, কিন্তু কাদের ? যারা ইসলামের প্রকাশ্য শত্রু ছিল তাদের, এমন কোন প্রমান নেই যে তিনি কোন বিধর্মী কে এমন কারনে মেরেছেন যে তিনি তার নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করতে চায় , আপনারা কি এমন কোন প্রমান দিতে পারবেন যে নবী (সঃ) কোন পাদরী কে হত্যা করেছেন যারা ঐ সময় খৃষ্টান ধর্ম প্রচার করতো ? পারবেন না, কারন তিনি (সঃ) এমন গর্হিত কাজ করেননি। নাস্তিকের মতবাদ প্রতিষ্ঠা করা অবশ্যই পাপ, কিন্তু তাই বলে আমরা কি করে তাকে হত্য করি ? যদি তাই হয় তবে অবশ্যই বাংলাদেশের প্রতিটি গীর্জার পাদরী ও মন্দিরের পুরোহিত ও রাজীবের মত অপরাধী নয় কি ?



হত্যা শুধু তাদের ই করা যাবে যারা ইসলামের প্রকাশ্য শত্রু, অন্যদের নয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আর ইসলামের প্রকাশ্য শত্রু হওয়া এক নয়।



যারা তোমাদের ধর্মের কারনে তোমাদের সাথে যুদ্ধ করেনি ও তোমাদের বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেয়নি তাদের প্রতি ন্যায় পরায়ন হও, নিশ্চই আল্লাহ তায়ালা ন্যায়পরায়ন কারীকে ভালবাসেন।

------------------------------------------------------------------------- আল কোরআন

সুরাঃ আল মুমতাহহানহ

আয়াতঃ ০৮

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১

তিতুন বলেছেন: প্রথমেই একটি ভ্রান্ত ধারনার উপর আলোকপাত করতে চাই। নাস্তিক অর্থ সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করা। সে অর্থে যারা ইসলাম বা অন্যান্য ধর্ম পালন করে তারা সবাই আস্তিক। কিংবা কোন ধর্মই পালন করে না কিন্তু সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস রাখে তারা সবাই আস্তিক। এক্ষেত্রে কেউ ইসলাম ধর্মাবলম্বী না হলেই তাকে নাস্তিক বলা যাবে না। হিন্দু, খৃস্টান, বৌদ্ধরা নাস্তিক নয়
আর নাস্তিকতা আর ইসলামবিদ্বেষও এক কথা নয়। কেউ নাস্তিক হতেই পারে এবং নাস্তিকতা প্রচারও করতে পারে কিন্তু অন্য ধর্মকে কটাক্ষ করে নয়। ইসলাম ধর্মে বলা হয়েছে অন্য ধর্ম এবং ধর্মের লোককে সম্মান করতে। প্রতিবেশী অমুসলিম হলেও কোন বৈষম্য না করতে। কিন্তু রাজীব যেটা করেছে সেটা মুসলিম হিসেবে কারো সমর্থন করার কথা নয়। ইসলাম এবং মহানবীর বিষোদগার কোন ধর্মপ্রাণ মুসলিম মেনে নেবে না। রাজীবের জন্য দুঃখ করুন, তার দেশপ্রেম থেকে অনুপ্রানিত হউন ঠিক আছে কিন্তু তার ইসলাম বিদ্বেষ ভুলভাবে নাস্তিকতা প্রচারকে বৈধতা দেওয়ার চেষ্টা করবেন না। দোষে গুনেই মানুষ - এই সহজ সত্যটা মেনে নিন।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮

পাগলা জাঈদ বলেছেন: একজন প্রকৃত মুসলিম কখনোই এসবে ভুলে না, রাজীব যা করেছে তার জন্যে অবশ্যই সে আখিরাতে হিসাব দিবে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৫

ধূসর সময় বলেছেন: ভাই সময় নষ্ট কইরেন না। যারা রাজীব হত্যাকে বৈধতা দিতে চাচ্ছে তাদের মাথায় মুগুর মারলেও বুঝবোনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

পাগলা জাঈদ বলেছেন: কিন্তু যারা তাতে বিভ্রান্ত হচ্ছে তারা তো বুঝবে

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

মহসিন১২৩ বলেছেন: বাংলাদেশ কোন ইসলামি রাষ্ট্র নয়। এর সংবিধান ধর্মনিরপেক্ষ, এদেশের আইন অনুযায়ী এক জন নগরিক অন্য একজন নাগরিকে হত্যা করতে পারে না, সে আস্তিক, নাস্তিক কিংবা ধর্ম বিদ্বেশী হইক না কেন।স্বাধীন মত প্রকাশের আড়ালে কেউ যদি বিদ্বেশ ছড়ায় তার বিচার করার অধিকার কোন নাগরিকের নয়, রাষ্ট্রের। সত্যিকারের মুসলমানের উচিত ছিল তাকে ঘৃণা করা, লেখার জবাব লেখায় দেওয়া, হত্যা করা নয়।হত্যার মাধ্যমে তাকে হিরো বানানো হলো, যার প্রাপ্য সে নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

পাগলা জাঈদ বলেছেন: নাহ তাকে হত্যা করে শাহবাগ এ বিভ্রান্তি আনা হয়েছে শুধু।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

স্যার শাহরিয়ার বলেছেন: আপনার মাথায় আছে অনেক গু ....
দেশে আরও অনেক নাস্তিক আছে কিন্তু তারা তো কোনদিন ইসলাম নিয়ে বা অন্য যে কোন ধর্ম নিয়ে কটাক্ষ করে না । তবে রাজীব কেন কটাক্ষ করল ??

আসলেই আপনার মাথা গুয়ে পরিপূর্ন
আপনি নাস্তিকতাকে ধর্ম বলছেন ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

পাগলা জাঈদ বলেছেন: হা হা হা আমিও জানি আমার মাথায় গু আছে, লাগবে নাকি আপনার ? খিদে পেলে জানাবেন, মাথা থেকে বের করে আপনার কাছে পাঠিয়ে দিবো, শাহরিয়ার সাহেব।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

স্যার শাহরিয়ার বলেছেন: ভাই আপনি গুখোরও নাকি :) :) :)
যাক সামুতে এমন একজন পেলাম যিনি নিজে গুও খান ও অন্যকে গু খাওয়াতে চান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.