নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদী কবিতাঃ নিষিদ্ধ সঙ্গম

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩



নিষিদ্ধ সঙ্গম

-আবু জাঈদ



নিষিদ্ধ সঙ্গম করি জীবনের সাথে,

একটা বীর মাথা তুলতে চায় প্রাণের মগজ থেকে,

হায়েনারা ছুটে আসে দলে দলে, মগজের গন্ধে,

বীর ভয় পায়না, সে নিষিদ্ধ সঙ্গমে লিপ্ত।



প্রেক্ষাপট আঁকা দেশদ্রোহীর হাতে,

সময় ধর্ষণ করে সময়ের করতাল,

বাধ্য করে দেশপ্রেম কে নিষিদ্ধ সঙ্গম আখ্যা দিতে।



প্রাণের বীর বোঝে না সে কথা,

যেন দশ মাস দশ দিন পার করা কোন গর্ভের ভ্রুণ সে,

ভূমিষ্ট আজ হতেই হবে তাকে।



হায়েনা রা উত্তাল এখন নতুন ভ্রুণের বিশুদ্ধ রক্তের ঘ্রাণে।



আমি ভয়ে কাবু, ভয় পায়না শুধু প্রাণের বীর,

আজ তাকে করতেই হবে সঙ্গম,

জন্ম দিতে হবে নতুন ইতিহাস,

সঙ্গম হবে প্রজন্মের সাথে অতীতের,

যে একটি নিষ্পাপ ভ্রুণ আনবে ইতিহাস থেকে।

যে ভ্রুণ মুছে দিবে লাখো শহিদের রক্তে রাঙানো

দুর্লভ বাংলার কলঙ্কিত ইতিহাস,

মুছে দেবে বাংলার বুক থেকে রাজাকারের নাম।



২২,০২,১৩ ইং

দুবাই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.