নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু জাঈদ

প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা।

পাগলা জাঈদ

জীবন যেখানে যেমোন আমি সেখানে তেমন

পাগলা জাঈদ › বিস্তারিত পোস্টঃ

অনির্বাণ (ছন্দের খেলা-১)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

অনির্বাণ

-পাগলা জাঈদ

উৎসর্গঃ প্রিয়তা কে



একদিন ঠিক লিখবো প্রেমের গান ।



বুকের গহিনে, স্মৃতির কোণে,

তপ্ত বাসনা, দগ্ধ কামনা,

অধীর ক্ষণে, নীল আয়োজনে,

অবাক অনির্বাণ ।



একদিন ঠিক বলবই ভালবাসি ।



চোখে চোখ রাখি, ব্যাকুল ও পাখি,

দোলে দোলে ছলে, আঁচলের তলে,

চুপিসারে ডাকি, ছল ছল আঁখি,

ঠোঁটে এঁকে হাঁসি রাশি।



একদিন হবে প্রণয় পূর্ণ রাত ।



শত ঝঞ্ঝাট, হৃদয় কপাট,

থাকুক বন্ধ, নয়ন অন্ধ,

করবো লোপাট, ক্লান্ত দু'পাট,

আসবেই দেখ, তৃপ্ত এক প্রভাত।



একদিন ঠিক সব ভুলে প্রেম হবে ।



হবে উল্লাস, খণ্ড হতাশ,

ছোঁয়াব অধর, শীৎকারে তোর,

তীব্র প্রয়াস, দু'জনের ই আশ,

তৃপ্ত দু' দেহ রবে ।



হয়তো হবে না, এমন কিছুই আর।



হবে না প্রিয়তা ? নিবিড় বারতা ?

প্রেমের সোপান, জ্যোতস্নার গান,

ঝুম আকুলতা, তোমাতেই তা,

আক্ষেপে আমি, হৃদয় বিষেদাগার।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ ভোর ৬:১৫

বাংলার হাসান বলেছেন: হবে উল্লাস, খণ্ড হতাশ,
ছোঁয়াব অধর, শীৎকারে তোর,
তীব্র প্রয়াস, দু'জনের ই আশ,
তৃপ্ত দু' দেহ রবে ।

২| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৬

এরিস বলেছেন: একদিন ঠিক সব ভুলে প্রেম হবে । বাহ, চমৎকার লেখা। পাগলা ভাই তো দারুণ ডিটারমাইন্ড মানুষ!!! আপনার নিকটা চমৎকার। অনুসরণ করলাম। ভালো থাকুন। নতুন নতুন লেখার অপেক্ষায় রইলাম। :)

৩| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

এরিস বলেছেন: ওহ, ভালোলাগা জানিয়ে গেলাম। :) প্লাস রেখে দেবেন।

৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শত ঝঞ্ঝাট, হৃদয় কপাট,
থাকুক বন্ধ, নয়ন অন্ধ,
করবো লোপাট, ক্লান্ত দু'পাট,
আসবেই দেখ, তৃপ্ত এক প্রভাত।'',,,,,,,,,,,,,ভীষণ ভাল লাগলো,,,,,,,,শুভকামানা রইল

৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:০৯

রাইসুল নয়ন বলেছেন: ভালোলাগা রইলো !!!

৬| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: শত ঝঞ্ঝাট, হৃদয় কপাট,
থাকুক বন্ধ, নয়ন অন্ধ,
করবো লোপাট, ক্লান্ত দু'পাট,
আসবেই দেখ, তৃপ্ত এক প্রভাত।

একদিন ঠিক সব ভুলে প্রেম হবে ।


খুবি মচৎকার...:):)

৩য় ভালোলাগা...নজরুলীয় ফ্লেভার আছে.....

৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

পাগলা জাঈদ বলেছেন: সবাই কে আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.