![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগরীর এক প্রান্তে খাদ্য কিন্তু ক্ষুধা নেই,
অন্য প্রান্তে ক্ষুধার মহাসমাবেশ, খাদ্য নেই,
তোমাদের আছে যুক্তি, যার বাস্তবতা নেই,
আমাদের আছে বাস্তবতা, যার যুক্তি ই নেই।
তাই বলি কি-
উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দাও রাজ্য পরিষদ
বুক থেকে এক চিমটি চামড়া নিয়ে কর অনিরুদ্ধ বশীকরণ
পালটে দাও নির্লজ্জ সংবিধানের বেহায়া গতিপথ।
২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪
আরজু পনি বলেছেন:
দারুণ!
একেই বলে অসির চেয়ে মসি শক্তিশালী।।
৩| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩১
অন্য জীবন বলেছেন: +++++
৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
পাগলা জাঈদ বলেছেন: ধন্যবাদ সবাই কে
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++++++