![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওড়ে বিহঙ্গ, রক্তাক্ত, নির্জীব
মুক্ত কশেরুকায় তীব্র আর্তনাদ,
ঝুলন্ত উইং এ ঝড়ে পরা অগ্নি,
ধার করা সূর্য্যের উপহার দেয়া উচ্ছ্বিষ্ট
বুক ভরা এলোমেলো কবিতার স্ট্যাঞ্জা,
একের পিঠে এক-- এগারো ।
তৃষ্ণায় কাতর অরফানের দৃষ্টি,
সমুদ্র সারফেসে চকচকে লোভ,
সামনে কি দিগন্ত ?
হতেও পারে,লোভী চোখেরা আকাশে মরিচীকা দেখে।
হৃদয়ের মাইটোকন্ড্রিয়ায় অমিমাংসিত পচন
ডি এন এ এর পরিবর্তিত আচরণ,
লোহিত কনিকা রা মরে না,
বোটকা পচা দুর্গন্ধে সেখানে অনিয়মিত স্মৃতির নিয়মিত চর্চা
তবু বলি-
বিহঙ্গরা বেঁচে থাক ।
©somewhere in net ltd.