নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূরা পাগলা

নুরা পাগলা

ঠিকানা : হাইকোর্টের মাজার বয়স: ঠিক মনে নাই

নুরা পাগলা › বিস্তারিত পোস্টঃ

নুরা পাগলের জবানবন্দি...রাজাকারগো লগে কোন দুস্তি নাই

১২ ই জুন, ২০০৭ রাত ২:২৭

নুরা হালায় পাগল অয়া পারে তয় মানুছ খারাপ না। পাহাড় মিয়া কইল আমারে দাওয়াত দিবো। কইল দিনের দাওয়াত - আমি কই হালায় এক পেড খাওন পাইলে পাগল খুছি। দিন রাইত কোন বিছয় না।

এই অইল কতা।

এহন বদ্রলোক ছাদিক কয় আমি বুলে মাইছেরে গাইল পারি।

ভাইজানরা - কমজাতেরা ৭১ ছালে আমাগো মা বইনের পাকিগো ক্যাম্পে পাঠায় নাই - ছাদিক মিয়া কসম কইরা কন কতাডা মিছা। হেই হালাগো ফটো দেকলে কইলজাডা জলেকিনা কন। পাগল অইবার পারি - কিন্তু কমিন না। নিজের মা বইনের ইজ্জত আমাগো কাছে অনেক দামী।

এই হালার বুরা রাজাকাগো ফটু দেওনেই তো আইজ এহানে এই ঝামেলা।



যদি আপনে রাজাকারগ দলের না অন - যদি ৭১ ছালের ঘটনা আপনে অপছন্দ করেন তাইলে আহেন একলগে একটা শ্যাছ ঠেলা দেই।

একটা সুন্দ দেশের স্বপ্ন দেখলে যদি দেকি সেইহানে একটা মা-বইনের ইজ্জত হরনকারী খাড়ায়া আচে - স্বপন ভাইঙগা যায়।



আমি দেহি আমার বাবা শুইয়অ আছে রাজাকারে বুটের তলে - আমাগো উঠানে। হেই দৃশ্যডা যতদিন আমার মগজে আচে - সাদিক মিয়া - আমি আপনের সুন্দর কতায় খুছি অইবার পারমুনা।

মাফ করইরা দিয়েন।



আর যেই কতা কইলাম - যদি পরমান না দিবার পারেন যে আমি কাউরে গাইলপরছি - মাফ চাইবেন - নাইরে ব্লগের ব্যাবাকতে জানবো আপনে একজন শিককিত মিছাখুর।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-১

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০০৭ রাত ২:২৯

আমিমানুষ বলেছেন: নূরা পাগলার মুরীদ হইলাম

২| ১২ ই জুন, ২০০৭ রাত ২:২৯

হাসিব বলেছেন: সাদিক মোহাম্মদ আলম বলেছেন :
২০০৭-০৬-১২ ০২:১৫:৫১
নুরা পাগলা তাইলে সুমন চৌধুরীর আরেক নিক!
দেইখা লিস্টি কারেক্টেড হইবেক। মাপ চাওন ততক্ষন পর্যন্ত মুলতবি।

৩| ১২ ই জুন, ২০০৭ রাত ২:৩৩

রক্ষা নাই বলেছেন: অয় কোন বাল ফালাইবো!
অয় প্রমান না দিলে অর খবর আচে কইয়া রাখলাম

৪| ১২ ই জুন, ২০০৭ রাত ২:৩৬

আমিমানুষ বলেছেন: সুমন চৌধুরীর আরেক নিক যদি নূরা পাগলা হ্য় তাইলে আমি আস্তমেয়ে

৫| ১২ ই জুন, ২০০৭ রাত ২:৩৭

রক্ষা নাই বলেছেন: বদ্দারে লইয়া ফাইজলামি করার কোন মানেই নাই!

৬| ১২ ই জুন, ২০০৭ রাত ২:৩৯

নুরা পাগলা বলেছেন: ছুমন চদুরি কেঠায়?
ছাদিক মিয়অ মাপ চাইছ চাইছে নি কন?
নাইলে কতা হেইডাই রইল- শিককিত মিছাখুর

৭| ১২ ই জুন, ২০০৭ রাত ২:৪৪

নুরা পাগলা বলেছেন: মাইষে এতো প‌্যাচাল পারে কেলা?
কতা অইল আপনে ৭১ এর কতা কত, পরিশকার কইরা আওয়াজ দেন আপনে কোন পারে।
ইমানে কমতি অইলে দুইদিকের মাইরের চানচ। গলা উচাইয়া কন - আপনে কোন দিকের --- মদ্যে কোন দল নাই।
অয় আমি মুক্তিগো পক্ষে না অইলে আমি পাকিগো পক্ষে।

৮| ১২ ই জুন, ২০০৭ রাত ২:৪৭

রক্ষা নাই বলেছেন: নুরা বুইজ্জা লন কোন পক্কের লোক আমি

৯| ১২ ই জুন, ২০০৭ রাত ২:৫৬

আসল ট্র্যাপ বলেছেন: সুমন চৌধুরীর আরেক নিক যদি নূরা পাগলা হ্য় তাইলে আমি উটু ফজল

১০| ১২ ই জুন, ২০০৭ রাত ২:৫৯

শমশের আলম বলেছেন: আমি আস্তমেয়ের বড় ভাই, অসুবিধা আছে?

১১| ১২ ই জুন, ২০০৭ রাত ৩:০০

শমশের আলম বলেছেন: আমি মুক্তি পাট্টি। একচুয়ালি এত জিগানোর কিছু নাই, পুরা এ-টিম মুক্তি পাট্টি।

১২| ১২ ই জুন, ২০০৭ রাত ৩:০১

শমশের আলম বলেছেন: বাই দা ওয়ে, সাদেকের মামা একাত্তরে ঘাতকগো দলে ছিল এরম একটা গুজব শুনছি

১৩| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:১৫

সুমন চৌধুরী বলেছেন: সাদিক এইটা কোন পোস্টে বলছে?@হাসিব?

১৪| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:১৭

এস্কিমো বলেছেন: এখনতো হলো দু্ইটা -
এক নুরার চ্যালেঞ্জ আর দুই সুমন চৌধুরীর সম্পর্কে মিথ্যাচার।
এবার দেখা যাক সাদিক সাহেব কি বলেন।

১৫| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:২৩

এস্কিমো বলেছেন: @সুমন চৌধুরী - এখানে টোকা দেন...
সাদিক মোহাম্মদ আলম বলেছেন :
২০০৭-০৬-১২ ০২:১৫:৫১
নুরা পাগলা তাইলে সুমন চৌধুরীর আরেক নিক!
দেইখা লিস্টি কারেক্টেড হইবেক। মাপ চাওন ততক্ষন পর্যন্ত মুলতবি।

১৬| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:২৪

আমিমানুষ বলেছেন: আমি কিন্তু ওয়ালী

১৭| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:২৬

কেমিকেল আলী বলেছেন: আমি তাইলে কে?

১৮| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:৩১

কেমিকেল আলী বলেছেন: আমি স্ক্রীন শট লইয়া রাখছি

১৯| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:৩৫

নুরা পাগলা বলেছেন: "অয় আমি মুক্তিগো পক্ষে না অইলে আমি পাকিগো পক্ষে। "
এই কতা লইয়া মনে লয় কেই কেই বুল বুজবার পারেন। নুরা হালায় পাগল অইলে কি অইবো - মানুছ চিনে। কেনা মুক্তি আর কেডা রেজাকার বালাই বুঝে।

কতাডা কইছি বলগের হক্কলেরে। যেরা নিজেগো মনে করে নিরপেক্ষ - যারা কতা পরিষ্কার কইরা কয় না হেগো কইচি।

২০| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:৩৬

নুরা পাগলা বলেছেন: ও আমি কেডা - মিয়া আল্লার দুনিয়ার কুটি কুটি মাইছের একজন। সোজা কতা। কতা অইল উচিত কতা কইনি?

২১| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:৪৯

পাহাড় বলেছেন: দুস্তির দরকারও নাই্ ্আমরা আছি, আমরা থাকুম। আমাদের বিজয়ের পতাকা চারদিক থেকেই দেখা যাবে। আসেন মাঠে।

২২| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:৫১

শমশের আলম বলেছেন: হ মাঠে ত আছিই। অখন ছুফিরে লয়া আইছস?

২৩| ১২ ই জুন, ২০০৭ ভোর ৪:৫৪

পাহাড় বলেছেন: ছুফি আর ত্রিভুজরে আমি পুছি না। ত্রিভুজ আমারে ব্যানড করছে কারণ আমি সোজাসাপটা কথা কই। আমি চালাকি বুজি না। আন্দোলনের জন্য হক কতা কইতে আইছি। আর কিছু না। আল্লাহ আপনাগোরে হেদায়াত করুক।

২৪| ১২ ই জুন, ২০০৭ ভোর ৫:২৯

নুরা পাগলা বলেছেন: "পাহাড় বলেছেন :
২০০৭-০৬-১২ ০৪:৪৯:২৩
দুস্তির দরকারও নাই্ ্আমরা আছি, আমরা থাকুম। আমাদের বিজয়ের পতাকা চারদিক থেকেই দেখা যাবে। আসেন মাঠে। "
কোন মাঠে কন পাহাড় মিয়া। প্রশ্ন করলেই দৌড়ান মিয়া। এইডা মনে লয় মরুভুমি - এই দেকি এই নাই। শক্ত কইরা থাকেন, প্রশ্ন জবাব দিবেন বাপের বেটার লাহান। বিলাইর লাহান দৌড়ান কেলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.