নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূরা পাগলা

নুরা পাগলা

ঠিকানা : হাইকোর্টের মাজার বয়স: ঠিক মনে নাই

নুরা পাগলা › বিস্তারিত পোস্টঃ

আসিতেছে !!! জনছার্থে পুষ্ট...

১৮ ই জুন, ২০০৭ রাত ১২:৫১

ভাবছাবে মনে লইতাছে আমাগো ব্লগের তিনকোনা সাব একটা পোস্ট দিবো - এহনই।



যারা যারা মজা লইবার চান ... এক কাপ চা / কফি লইয়া বইয়া পড়েন।



যারা মনে করে কাউলকা কামে যাইবেন -- ঝুমলে অছুবিদা...হবিরে হবিরে হুইয়া পড়েন।



সকালে ফজল মিয়া আইবো ওয়াজ লইয়া... ইসলাম ধর্ম শ্রেষ্ট ধর্ম আর রাইতে আছরাফ হাজাম আইবার পারে পলিটিক্স ও ইসলাম লইয়া...



অহন যার যার বুজ ...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০০৭ রাত ১:০২

শমশের আলম বলেছেন: হাজাম পোস্টাইয়া দিছে

২| ১৮ ই জুন, ২০০৭ রাত ১:০৪

কেমিকেল আলী বলেছেন: মিস করবার লইছি মনে লয়,

৩| ১৮ ই জুন, ২০০৭ রাত ১:০৪

হাইগ্যানী হাবা ব্যবিলন জন বলেছেন: আছরাফ হাজাম আসিয়া পড়িয়াছে।

৪| ১৮ ই জুন, ২০০৭ রাত ১:০৫

নুরা পাগলা বলেছেন: হ দেখছি, ... দেহি কি কয়

৫| ১৮ ই জুন, ২০০৭ রাত ১:০৫

হাসিব বলেছেন: ছাগু উটু ব্যাকতেরি ডায়রিয়া হইছে । যেইহারে ল্যাদাইতেছে ...

৬| ১৮ ই জুন, ২০০৭ রাত ১:০৫

নুরা পাগলা বলেছেন: হাজামের পর আইব তিনকোনা - ফজরের পর ফজু

৭| ১৮ ই জুন, ২০০৭ রাত ১:০৯

শরৎ চৌধুরী বলেছেন: আসেন রুকুতে যাই.....কিন্তু পবিত্র কাজে অন্যের পাছা না দেখি...

৮| ১৮ ই জুন, ২০০৭ রাত ১:১৩

ধূসর ছায়া বলেছেন: কাগু কিন্তু আজ আসেনি । কেন ? বলতে পারেন ? আমার মনে হয় ভয় পাইছে ? আমাকে গতকাল রবিবার(বাংলাদেশ সময়) সুপ্রীমকোর্টে চা খাওয়ার দাওয়াত দিয়েছিল । আমিও বলেছিলাম, আমি না আসলেও আমার ছায়া কিংবা প্রতিনিধি আসবে । রবিবার চলে গেল সোমবার হলো কাগু তো আর এলো না । কাগু চলে আসেন । আমার কেউ সুপ্রীম কোর্টের আশেপাশে যায়নি । ভয় পাইয়েন না । আরেকদিন যাবো । আপনার ছবিগুলো 3R সাইজে ছাপিয়ে রেখেছি আপনাকে উপহার দেয়ার জন্য এবং আপনাকে না পেলে এই ছবিগুলো দিয়ে আপনাকে খুঁজে বের করবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.