নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাহাড়ীয়া

পাহাড়ীয়া › বিস্তারিত পোস্টঃ

পাতা ফাঁদে পাহাড়ি তরুণীরা

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৯



আজ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার একটি খবর পড়ে মনটা খারাপ হয়ে গেছে। খবরটিতে প্রেমের নামে পাহাড়ী মেয়েদের প্রতারিত হওয়ার বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। যা যে কোন বিবেকবান মানুষের কাছেই খারাপ লাগার মত বিষয়।

আসলে পাহাড়ীদের সামাজিক ব্যবস্থায় সমতলের মানুষদের মত এতটা রক্ষণশীলতা নেই। সেখানে নারী-পুরুষ কে পরস্পরের সহযোগী হিসেবেই বিবেচনা করা হয়। তাই তাদের মধ্যে চলাফেরায় কোন বাধা দেয়া হয় না। আর অবাধ চলাফেরার সুযোগ নিয়েই একশ্রেণীর মানুষ পাহাড়ী তরুণীদের সাথে প্রতারণা করছে। অবিলম্বে এধরণের প্রতারণা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।







কালের কণ্ঠ পত্রিকার সংবাদটি তুলে দিলাম---



মোবাইল ফোনসেট আর গোপন ক্যামেরায় বিপন্ন প্রেম!

পাতা ফাঁদে পাহাড়ি তরুণীরা



একের পর এক প্রতারণার ঘটনা ফাঁস হচ্ছে আর আতঙ্ক ছড়িয়ে পড়ছে রাঙামাটিতে। ভালোবাসার অভিনয় করেই মূলত অপরাধ ঘটাচ্ছে অপরাধীরা। সম্প্রতি রাঙামাটি শহরে কয়েকজন তরুণীর সঙ্গে গোপন মেলামেশার স্থির ছবি এবং ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাঙামাটি শহরের অভিভাবকদের মধ্যে। অপকর্মের হোতারা ঘটনা ঘটিয়েই ক্ষান্ত হয়নি, একই সঙ্গে তা মোবাইল ফোনসেটের ব্লুট্রুথের মাধ্যমে অন্য মোবাইল ফোনসেটসহ ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। ফলে বিপাকে পড়ছে সংশ্লিষ্ট তরণীরা ও তাদের পরিবার।

প্রায় এক বছর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের হয়ে রাঙামাটিতে চাকরি করতে আসা এক শ্রীলঙ্কান কর্মকর্তা রাঙামাটি ছেড়ে যাওয়ার পর শ্রীলঙ্কা থেকেই তার পরিচিতদের ই-মেইলে একটি ভিডিও ফুটেজ এবং কিছু স্থির ছবি পাঠায়। সেখানে রাঙামাটি শহরের কলেজগেট এলাকার এক চাকমা গৃহবধূর সঙ্গে তার শারীরিক সম্পর্কের খোলামেলা দৃশ্য আছে। এই ছবি ও ফুটেজ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এক মোবাইল ফোনসেট থেকে আরেক মোবাইল ফোনসেটে। ফলে গৃহবধূটিকে আত্মগোপনে চলে যেতে হয়।

এরপর শহরের চম্পকনগর এলাকার একটি অভিজাত পরিবারের এক মেয়ের ওয়েব ক্যামেরায় নিজের পরিচিত কারো সামনে নগ্ন হওয়াসংবলিত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সর্বত্র। অভিজাত পরিবারের মেয়ে হওয়ায় ঘটনাটি বেশ সাড়া ফেলে শহরে। ইন্টারনেটের মাধ্যমে ফুটেজ ছড়িয়ে পড়লে মেয়েটির পরিবারের পক্ষ থেকে ইউটিউব ও ফেইসবুকসহ বিভিন্ন সাইটে যোগাযোগ করে ফুটেজটির প্রচার কিছুটা বন্ধ করতে সক্ষম হয়।

এরপর কয়েকটি ভিডিও ফুটেজ বের হয় পাহাড়ি তরুণীদের। এর মধ্যে শহরের তিনটি অভিজাত পরিবারের তিন মেয়ের ফুটেজ নিয়েই আলোচনা ছিল বেশি। এসব ফুটেজের বেশির ভাগই পাহাড়ি তরুণ-তরুণীদের। তবে সম্প্রতি আলোচনায় আসে গত সপ্তাহে পাওয়া দুইটি ফুটেজ। এ দুইটি ফুটেজের তরুণীরা পাহাড়ি হলেও অপরাধীরা বাঙালি। এর একটি ঘটনায় অভিযুক্ত তরুণ রাঙামাটি শহরের হাসপাতাল এলাকার বাসিন্দা। ফুটেজ প্রকাশের পর ঘটনার শিকার মেয়েটি বাদী হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ এনে কোতোয়ালি থানায় মামলা করে ওই ছেলেটির বিরুদ্ধে। ছেলেটি পলাতক। পুলিশ নিশ্চিত করেছে, এ ঘটনার পুরো ভিডিওটি ধারণ করা হয় কলেজগেট এলাকার মোটেল জর্জের একটি কক্ষে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা নাসিরউদ্দিন শরীফ বলেন, 'আমরা ঘটনার প্রকৃত চিত্র বের করার জন্য তদন্ত কার্যক্রম চালাচ্ছি এবং একই সঙ্গে অপরাধীকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।'

একই সপ্তাহে রাঙামাটির বনরূপা এলাকার এক মোবাইল ফোনসেট বিক্রেতার সঙ্গে শহরের এক চাকমা তরুণীর কিছু স্থির ছবি প্রকাশ পায়। রিজার্ভবাজার এলাকার এ মেয়েটির সঙ্গে অপরাধ করা ছেলেটির বাসা ফরেস্ট কলোনি এলাকায়।

আবার ট্রাইবেল আদাম এলাকার দুই তরুণ-তরুণীর মোটরসাইকেল সেক্সের ফুটেজটি সাড়া ফেলে সর্বত্র। স্থানীয় দুই পাহাড়ি তরুণ-তরুণীর মোটরসাইকেলের ওপর খোলামেলা সেক্সের ফুটেজ এটি। আবার জাতিসংঘের একটি সহযোগী সংস্থায় চাকরিরত দুই পাহাড়ি সহকর্মীর ভিডিও ফুটেজ, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শীর্ষ ব্যক্তির ব্যক্তিগত জীবনের কিছু ছবি, ঢাকার একটি বাসায় পাঁচ পাহাড়ি তরুণীর ব্যক্তিগত কিছু মুহূর্তের ছবি, ঢাকায় প্রতিষ্ঠিত রাঙামাটির এক মারমা তরুণী মডেলের ব্যক্তিগত জীবনের ছবি এখন সহজলভ্য।

১৫ থেকে ২০টি ঘটনার স্থির ছবি ও ভিডিও ফুটেজ এখন এক শ্রেণীর যুবকের হাতে। এসব ফুটেজ ও ছবির একটি বড় অংশই গোপনে ধারণ করা। কোনো কোনো ক্ষেত্রে সম্মতির ভিত্তিতেও।

মূলত প্রতারণা, ভালোবাসা এবং বিশ্বাসভঙ্গজনিত ঘটনার পরই শুরু হয় ব্লুট্রুথ, ফেইসবুক, ব্লগের মাধ্যমে ছবি বা ফুটেজ ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া।

এ ব্যাপারে বিশিষ্ট শিক্ষাবিদ নিরুপা দেওয়ান বলেন, 'মোবাইল ফোন ব্যবহারের একটি নীতিমালা থাকা জরুরি। আর এসব সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনিক উদ্যোগের প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন অভিভাবকদের সচেতনতা।'

রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান বলেন, 'সারা দেশে মোবাইল এবং ভিডিও ক্যামেরায় যে পর্নোগ্রাফির গোপন ব্যবসা, এর থেকে পার্বত্য এই শহরও ব্যতিক্রম নয়। আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছে, আমি রাঙামাটির সব থানার ওসিদের নিয়ে এ বিষয়ে বৈঠক করছি। ইতিমধ্যে আমরা ভিডিও ফুটেজ ও স্থির ছবি দেখে অভিযুক্তদের শনাক্ত করেছি, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৬

স্বপ্নকথক বলেছেন: ভয়ংকর এ নেশা, ভয়ংকর এ পেশা।

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

পাহাড়ীয়া বলেছেন: ভয়ংকর তো অবশ্যই।

২| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩২

বাংলাপ্রতিদিন বলেছেন: প্রধান অপরাধী কে?প্রচারকারি পুরুষ,নাকা গোপন সম্পর্ক স্হাপনকারি নারী?নাকি উভয়েই?

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

পাহাড়ীয়া বলেছেন: অপরাধী যেই হোক তার বিচার হওয়া প্রয়োজন।

৩| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

ফুয়াদ০দিনহীন বলেছেন: সবার সতর্ক থাকা দরকার, সরকার এবং সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা নিবে আশা করি। সকল ধরনের প্রতারনা রোধ করা হোক।

স্বপ্নকথক বলেছেন: ভয়ংকর এ নেশা, ভয়ংকর এ পেশা।

পাহাড়ী সহ সকল মানুষের উচিত সতর্ক হওয়া। না হলে দেশের অবস্থা বারোটা বেজে যেতে পারে।

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৯

পাহাড়ীয়া বলেছেন: আশাকরি আপনার বক্তব্য কর্তৃপক্ষের টনক নাড়াবে।

৪| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

অসময়ের আমি বলেছেন: স্বপ্নকথক বলেছেন: ভয়ংকর এ নেশা, ভয়ংকর এ পেশা।

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪০

পাহাড়ীয়া বলেছেন: অবশ্যই ভয়ংকর।

৫| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

ছোট সরকার বলেছেন: বড়ই দুঃখজনক। +২

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪১

পাহাড়ীয়া বলেছেন: বড়ই দুঃখজনক।

৬| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

চন্দন বলেছেন: এসব নিন্দনীয় গর্হিত কাজ বন্ধের উদ্যোগ নেওয়া হোক

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

পাহাড়ীয়া বলেছেন: সহমত।

৭| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৯

বদপুলা বলেছেন: এদের কি প্রতিরোধ করা যাবে না?

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৪

পাহাড়ীয়া বলেছেন: সবাই সচেতন হলে সম্ভব।

৮| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪২

অলস ছেলে বলেছেন: আফসুস। আফসুস।
চাকমা ছাড়া অন্য পাহাড়ীদেরকে আমার কাছে খুব বেশি সহজ সরল মনে হয়েছে। কিছু তো আছে একদম শিশুর মতো মন। কিন্তু পার্থিব নোংরামি কাউকেই ছাড়ছে না।

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৮

পাহাড়ীয়া বলেছেন: চাকমা মানেই খারাপ এটা ভাবা ঠিক না। কিছু রাজনৈতিক নেতা-কর্মীদের নিয়ে বিতর্ক আছে ঠিকই। বাকিরা কিন্তু সহজ-সরলই।

৯| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫০

চন্দন বলেছেন: অফ-টপিক : আপনার বগালেক নিয়ে পোস্টে মন্তব্য করে এলাম একটু দেখবেন। :)

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৭

পাহাড়ীয়া বলেছেন: আচ্ছা।

১০| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৬

ইউনুস খান বলেছেন: খুব তারাতারি এসবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। চরম শাস্তি দিতে হবে অপরাধীদের।

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৮

পাহাড়ীয়া বলেছেন: আপনার বক্তব্য আশাকরি কর্তৃপক্ষ অনুধাবন করবে।

১১| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০০

নুরুন নেসা বেগম বলেছেন: খুব খারাপ এবং দুঃখের কথা। দুষ্টের দমন হোক। সরলতা ফাঁদে পড়ুক, চাইনা।

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:১৮

পাহাড়ীয়া বলেছেন: এটা কোন বিবেকবান মানুষই চাইতে পারে না।

১২| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২০

ফকির আবদুল মালেক বলেছেন: খুবই দু:খজনক

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:২৯

পাহাড়ীয়া বলেছেন: হ্যাঁ, এমন দুঃখজনক ঘটনা আরো আছে। সব তো আর প্রকাশ পায় না।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

nkDKA বলেছেন: এত জঘন্য আমরা? কল্পনার অতীত

২৬ শে মে, ২০১০ দুপুর ১:৫৫

পাহাড়ীয়া বলেছেন: হ্যাঁ, এটা অবশ্যই জঘন্য।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৮:০২

সরল মানুষ বলেছেন: হায় ! কোন জগতে আছি আমরা :( :(

২৬ শে মে, ২০১০ দুপুর ১:৫৩

পাহাড়ীয়া বলেছেন: বাস্তবতাটা হয়ত আরো নির্মম।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩৯

শামীম শরীফ সুষম বলেছেন: মনটা খারাপ করে দিলেন

২৬ শে মে, ২০১০ দুপুর ১:৫২

পাহাড়ীয়া বলেছেন: মন খারাপ করার মতই ঘটনা।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩১

মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: খারাপ লাগলো।
তথ্য দেয়ার জন্য ধন্যবাদ।

Click This Link

২৬ শে মে, ২০১০ দুপুর ১:৫২

পাহাড়ীয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭| ২৪ শে মে, ২০১০ রাত ১:৫৩

মোহাম্মদ লোমান বলেছেন:
দূঃখ জনক।

আমাদের ঘরে ভাড়ায় থাকে এক মার্মা মেয়ে এক বাঙ্গালী মুসলিমকে বিয়ে করে বেশ ভালেই আছে। মেয়েটি বেশ ভদ্র।

২৬ শে মে, ২০১০ দুপুর ১:৫১

পাহাড়ীয়া বলেছেন: হ্যাঁ, এমন ঘটনাও অনেক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.