নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু ভালো মানুষ এখনো দেখা যায়।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬

চট্টগ্রাম থেকে আসছিলাম ট্রেনে, এমনিতেই ট্রেন লেট, তার উপর সকল স্টেশনে থেমে থেমে আসছিলো। ছেলেটা অনেকক্ষণ ঘুমিয়েছিলো, পরে তার বিরক্তিভাব কমানোর জন্য মোবাইলে কিছু rhymes ছেড়ে দিলাম। বিকাল সাড়ে চারটার দিকে নরসিংদী পার হওয়ার পর ব্যাগ গোছানো শুরু করলাম। এর কোন এক ফাকে দেখলাম ছেলের হাতে মোবাইল নাই। যেহেতু কেবিনে আসছি, তাই বাইরের কেউ আসে নাই। অন্য একটা ফোন থেকে আমার মোবাইলে ফোন দিলাম, কিন্তু কোন শব্দ পাচ্ছিলাম না। যা বুঝলাম, আমার ছেলে Sony Xperia মোবাইল ফোনটা জানালা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছে।



ততক্ষণে চিন্তা করছিলাম, মোবাইলে কি কি দরকারী জিনিস ছিলো, নতুন সেট কিনলে কোন মডেলটা কিনবো, সনি কিনবো নাকি স্যামস্যাঙ কিনবো ব্ল্যা ব্ল্যা ব্ল্যা।



এর ফাঁকে ফাঁকে মোবাইলে কলও দিয়ে যাচ্ছিলাম, রিং হচ্ছিলো, হঠাৎ একজন ফোনটা রিসিভ করলো, তিনি জানালেন, মোবাইল ফোনটা তিনি ট্রেন লাইনের ধারে পেয়েছেন। আমাকে বললেন, আড়িয়াল খাঁ স্টেশনের কাছাকাছি কামারবাড়ি নামের একটা বাস স্টপেজে উনি আছেন, উনার থেকে মোবাইলটা আমি নিতে পারবো।





মোবাইলে চার্জ বেশি ছিলো না, যে ভ্দ্রলোক মোবাইলটা পেয়েছেন, উনার নিজের কোন নাম্বার নাই, তাই অগত্যা এয়ারপোর্ট স্টেশনে নেমে আড়িয়াল খাঁ স্টেশনের দিকে রওনা দিলাম। কিন্তু একটা ভয় কাজ করছিলো, যদি কোন বাটপারের পাল্লায় পড়ি, সন্ধ্যা নেমে গেছে, যদি ছুরি ধরে সব নিয়ে নেয়। শেষ পর্যন্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর অতিরিক্ত টাকা রেখে গেলাম। ঐ এলাকাতে যেতে প্রায় দেড় ঘন্টা লেগেছিলো, আর ঐ ভদ্রলোক মোবাইল নিয়ে গ্রামের একটা বাস স্টপেজে আমার জন্য অপেক্ষা করছিলো।



উনি স্থানীয় বাসিন্দা, প্রাণ গ্রুপে কাজ করেন। কোথায় উনাকে ধন্যবাদ দিবো, উনি আমাকে উল্টো আপ্যায়ন করালেন, ফিরতি পথের গাড়িতে তুলে দিলেন।



আমরা ঢাকায় এতো জটিলতার মাঝে সবসময় দিন পার করি, তাই কোন কিছুকেই সহজে বিশ্বাস করতে চাই না। হারানো মোবাইল ফেরত পাওয়ার মতো এইসব ঘটনা মাঝে মাঝে ঘটে, সব সময় নয়।



______________________________



আর একটা আপডেট

_________________________________

প্রায় ১০ মাস আগে গিন্নীর হাতে থাকা ব্যাগ এক মটরসাইকেল আরোহী টান দিয়ে নিয়ে যায়। সেখানে ছিলো আমার একটা ৪ জিবির পেনড্রাইভ, যেখানে হয়ত আমার সিভি ছিলো।



হঠাৎ গত পরশু একজন ফোন করে বললো, আপনার নাম কি অমুক? হ্যাঁ বলার পর বললো, আমার একটা পেনড্রাইভ উনি বাসে কুড়িয়ে পেয়েছেন। উনি উত্তরাতে থাকেন, আমি যদি কখনো ওদিকে যাই, তাহলে যেন নিয়ে আসি।



আমি আর কি বলবো? উনাকে ধন্যবাদ জানিয়ে বললাম, পেনড্রাইভটা ফরম্যাট করে আপনি নিজে ব্যবহার করতে পারেন, ওটাতে আমার তেমন দরকারী কিছু ছিলো না। উনি বার বার জিজ্ঞাসা করছিলেন, আমার কোনো দাবী দাওয়া আছে কিনা? আমি বললাম,না, কোন দাবী দাওয়া নাই, আপনি নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন।

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭

ভাবী জিওলজিস্ট বলেছেন: পাকা চুল কে সবাই ভালোবাসে তো তাই
অনেক দিন পর পাকা চুলের পোষ্ট দেখলাম

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে এখন আর আগের মত ব্লগে আসা হয় না।

২| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অভিনন্দন.... ভালো মানুষ আছে।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮

কলমের কালি শেষ বলেছেন: ভাল মানুষই বেশী । খারাপদের কথা প্রকাশ পায় বলেই আমাদের মনে হয় ভাল মানুষ নেই ।

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮

পাকাচুল বলেছেন: হয়তো বা, কিন্তু আপনার এই কথাটা ঢাকা শহরের জন্য প্রযোজ্য নয়।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩০

আমিনুর রহমান বলেছেন:



কলমের কালি শেষ বলেছেন: ভাল মানুষই বেশী । খারাপদের কথা প্রকাশ পায় বলেই আমাদের মনে হয় ভাল মানুষ নেই


সহমত

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১৩

রঙিনমানুষ বলেছেন: আসলেই কিছু ভাল মানুষ এখনো আছে। আছে বলেই এ দুনিয়ায় এখনো কিছু শান্তি অবশিষ্ট আছে। :) :)

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৯

পাকাচুল বলেছেন: সেটাই। এখনো কিছু ভালো মানুষ আছেন।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: এই মানুষগুলোর জন্যই আজও আমরা নিজেদের মানুষ বলে ভাবতে পারি ।

২য় ভালোলাগা + ভালো থাকবেন ভ্রাতা :)

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যি সত্যিই এখন কিছু মানুষ আছে যারা নির্লোভ। আর এরা আছে বলেই পৃথিবীতে এখনো শান্তি আছে।




সেলুটা ঐ ভদ্রলোককে। ওনাকে দেখার খুব ইচ্ছা করছে।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫

পাকাচুল বলেছেন: উনি খুবই সাধারণ সাধাসিধে একজন মানুষ, উনি নিজেও কোন মোবাইল ব্যবহার করেন না।

৮| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ, অবশ্যই ভালো মানুষ আছে ।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৫

পাকাচুল বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ

৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:২০

ফারজুল আরেফিন বলেছেন: ভাল মানুষের ভাত নাই। :P

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫২

পাকাচুল বলেছেন: খারাপ মানুষে দেশটা ভর্তি, তাই হয়তোবা।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০০

নীরব দর্শক বলেছেন: কিছু কিছু ভালো মানুষ এখনো দেখা যায় এবং তাঁরা মোবাইল ব্যবহারের অবস্থায়েও নাই :(

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫২

পাকাচুল বলেছেন: হ্যাঁ, এটাই সত্যি, ঐ লোক কোন মোবাইল ব্যবহার করে না।

১১| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪১

সুমন কর বলেছেন: চমৎকার ঘটনা। ভালো লোক এখনো পৃথিবীতে আছে এবং থাকবে।

নীরবে।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৩

পাকাচুল বলেছেন: এই বছরের সবচেয়ে চমক লাগানো ঘটনা ছিলো এটা আমার জন্য।

১২| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

অদৃশ্য বলেছেন:




আসলে ভালো মানুষের সংখ্যাই বেশি... কিন্তু খারাপ মানুষদের কাজকর্মগুলোই হাইলাইটেড...

যাক একজন ভালো মানুষের জন্য আপনি হারানো কিছু একটা ফিরে পেলেন... শুভকামনা রইলো সেই মানুষটির জন্য আর আপনার জন্যও...

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ঢাকার বাইরের মানুষজন এখনো অনেক সাধাসিধে। ঢাকাতেই যতসব জটিল মানুষজন।

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

যেড ফ্রম এ বলেছেন: আমি কিছুদিন ফিনল্যান্ড ছিলাম, হেলসিংকিতে। ওখানে ইউনিভার্সিটিতে আমার একটা গেস্ট লেকচার ছিল। আমার ব্ল্যাকবেরিটা কিভাবে হারিয়ে ফেলেছিলাম জানিনা। হেলসিংকি পুলিশ এসে ওটা আমাকে দিয়ে গেল আর ওদের কাছে এক তরুন নাকি ফোনটা দিয়ে গেছে!

বাংলাদেশেও এমন আছে আবার বাংলাদেশি অনেকে দেশের বাইরে গিয়ে এমন আচরন করেছে। আসলে আমরা কোথায় থাকি, কাদের সাথে উঠি বসি তা আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলে।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

পাকাচুল বলেছেন: বিদেশের সব অভিজ্ঞতা একই রকম না। একটা এমথ্রি প্লেয়ার ছিলো, সেটা ক্যাম্পাসের একটা কম্পুটারের সাথে লাগিয়ে চার্জ দিচ্ছিলাম, সন্ধ্যা হয়ে যাওয়াতে বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর মনে হলো, ওটা তো ক্যাম্পাসে রয়ে গেছে।

ঠান্ডার জন্য আর বাইরে যেতে ইচ্ছে করে নাই, মনে করলাম, এটাও আর বাংলাদেশ না, আমার জিনিসটা নিশ্চয় থাকবে, পরের দিন সকাল ৮টার সময় গিয়ে ওটা পাই নাই।

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯

লেখোয়াড় বলেছেন:
গত এক বছরে বিভিন্ন সময়ে আমি তিনটি মোবাইল পেয়েছি এবং সবগুলিই তাদের সাথে যোগাযোগ করে ফেরত দিয়েছি। কিন্তু দুঃখজনক আমার নিজের মোবাইলটি একদিন রাতে আমার রুম থেকে চোরে চুরি করে নিয়ে গেল।

তাই আমি বলি, আমি খুব খারাপ, আর পাকাচুল খুব ভাল।

ভাল মানুষদের জয় হোক।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫

পাকাচুল বলেছেন: স্যালুট আপনাকে। এই খবরটা পড়েন, এই বছরের শুরুতে আমার গিন্নির থেকেও এইভাবে মোবাইল কেড়ে নিয়েছিলো। আমি রিক্সার পাশে বসা ছিলাম, মটর সাইকেলে এসে টান দিলো, আর গিন্নী ব্যাগটা ছেড়ে দিলো
-----------------------------------------------------------------
ছিনতাইকারীর কবলে পড়ে গৃহবধূ নিহত
অনলাইন ডেস্ক | আপডেট: ১২:৪৯, অক্টোবর ২৮, ২০১৪


রাজধানীর সোবহানবাগ মসজিদের সামনে আজ মঙ্গলবার সকালে ছিনতাইকারীর কবলে পড়ে আয়েশা ওরফে রিপা নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

আয়েশার স্বামীর নাম মোহাম্মদ শিমুল। তাঁদের বাসা লালমাটিয়ায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইব্রাহিম খানের ভাষ্য, ভোর সাড়ে ছয়টার দিকে ওই নারী রিকশায় করে সোবহানবাগ মসজিদের সামনে দিয়ে লালমাটিয়ার দিকে যাচ্ছিলেন। চার থেকে পাঁচজন ছিনতাইকারী একটি মাইক্রোবাসে করে এসে ওই নারীর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে যান। ব্যাগটি ওই নারীর হাতে প্যাঁচানো থাকায় ছিনতাইকারীরা তা নিতে না পেরে ওই অবস্থায় তাঁকে হিঁচড়ে কিছু দূর নিয়ে যায়। একপর্যায়ে ব্যাগটি পেয়ে ছিনতাইকারীরা চলে যায়। তখন তিনি ওই নারীকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পরে আয়েশার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ভগ্নিপতি নজরুল ইসলাম মুকুল জানান, গতকাল রাত ১০টার দিকে আয়েশা তাঁর মেয়ে রাইশাকে (৮) তাজমহল রোডে এক বোনের বাসায় রেখে ধানমন্ডিতে আরেক বোনের বাসায় যান। সেখান থেকে সকালে লালমাটিয়ায় নিজের বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম দাবি করেন, পান্থপথ থেকে লালমাটিয়ার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে আয়েশা মারা যান।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫

লেখোয়াড় বলেছেন:
খবরটা আমি পড়েছি আপনার এখানে আগের মন্তব্যটি করার কিছুক্ষণ আগে।

অনেক ধন্যবাদ আপনাকেও।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৭

সুমন জেবা বলেছেন: যত দিন এই মানুষগুলোর হাতে এই দেশ ..
ততদিন পথ হারাবেনা আমার "বাংলাদেশ"

০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো জেনে এমন ভাল মানুষের কথা

০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

আরজু পনি বলেছেন:

আমিও একবার আমার মোবাইল ফেরত আনতে গিয়ে আপনার মতোই সন্দেহ করছিলাম ।

আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো ।

শুভকামনা রইল ।।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

পাকাচুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

ভালো থাকবেন।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সেলুটা ঐ ভদ্রলোককে। ধন্যবাদ

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

পাকাচুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৪

শুকনা মরিচ বলেছেন: ওহ !! আপনি আবার লিখছেন - খুবই ভালো কথা :)

০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২০

পাকাচুল বলেছেন: অনেকদিন ধরে নিজের ব্লগে ঢুকিনা বলে আপনার মন্তব্যের জবাব দেওয়া হয় নাই।

ধন্যবাদ আপনাকে।

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

এম.এ.জি তালুকদার বলেছেন: আমার চেনা একজন ভালো মানুষ আছেন। যার পরিচয় তুলে ধরলে আপনারা হতবাক হয়ে যাবেন এবং আমার জীবন বিপন্ন হয়ে যাবে।এই সাধারণ মানুষটার মহত্ত্বের আলোকচ্ছটা গ্রাস করার জন্য তার চারপাশে অনেক বড় বড় রাহু আছে।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

পাকাচুল বলেছেন: অপেক্ষায় রইলাম।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

এম.এ.জি তালুকদার বলেছেন: বৈষ্ণবদের নাকি সষ্ণয় করতে নাই। আপনি বাস্তবে এবং এযুগে এই রকম কয়জন (মুসলিম) সচেতন মানুষ খুজে পাবেন-- যারা মানুষকে ইচ্ছাকৃতভাবে তার সকল কিছু বিলিয়ে দিয়ে নি:স্ব রিক্ত হয়ে গেছেন।আমি পরে অবশ্যই্ আপনাকে এই লোকটির মোবাইল নম্বর দিব।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

পাকাচুল বলেছেন: আপনি বলুন কি কি জানেন, মোবাইল নাম্বার দিয়ে কি হবে?

২৩| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৮

উদাসী স্বপ্ন বলেছেন: মোবাইল ফোন আমারও একবার হারাইছিলো তবে তখন স্মার্টফোন বাজারে আসে নাই। নোকিয়ার একটা মডেল যেখানে পকেট টেমস ইনস্টল করা যেতো টাওয়ারের ফ্রিকেয়েন্সি মাপার জন্য।

বাসায় এসে কল দিলে একজন ধরে বলে আশুলিয়া আসতে। গেলাম একাই, ভয়তো ছিলোই। কিন্তু ট্যাম্পু চালক আমারে হাসিমুখে দিয়ে দিলো। ১০০ টাকা দিতে চাইলাম লেগে গেলো ধস্তাধস্তি। আমি এমনভাবে ধরছিলাম যে সে লড়তে পারতেছিলো না। সমস্যা হলো তার শার্টের পকেট ছিড়া আর লুঙ্গি

পরে লোকটা হাপায়া গেলে নেয় ।

ভালোমানুষ পাওয়া যায় না কিন্তু যখন পাই তখন আর কাউকে বিশ্বাস করতে মন চায় না

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

পাকাচুল বলেছেন: মানুষকে এখন বিশ্বাস করতে কষ্ট হয়। এরজন্য অবশ্য মানুষই দায়ী।

ভালো মানুষ পাওয়া আসলেই কষ্টকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.