নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার সাইকেল

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৩



ছোটবেলাতে খুব সাইকেলের শখ ছিল।বাসার নিচে অনেক খোলা জায়গা ছিলো, অনেকে সাইকেল চালাতো, আর আমি শুধু দেখতাম। মাঝে মাঝে মা কে বলতাম, একটা সাইকেল কিনে দাও। শুধু শুনতাম, দিব, দিব, আগে সাইকেল চালানো শিখো, তারপর কিনে দিব। কিন্তু অন্য কারো থেকে ধার করে কিছু নেওয়া আমার পছন্দ ছিল না। তাই সাইকেল চালানো শিখা হয় নাই। ইচ্ছে ছিল, যদি নিজের একটা সাইকেল হয়, তবে সেটা দিয়েই সাইকেল চালানো শিখব। কিন্তু একটা ছাপোষা ফ্যামেলীতে সাইকেল অনেক বিলাসীতা। পরে একসময় বড় ভাই থেকে শর্ত আসলো, যদি স্কুলের পরীক্ষাতে বৃত্তি পাও, তবে কিনে দিব। তারা জানতো, এটা আমার জন্য একটা অসম্ভব শর্ত ছিল , এটা মনে করে আমার জন্য হয়ত এমন একটা শর্ত জারী করেছিল।

কিন্তু কোন এক অজানা কারণে অষ্টম শ্রেণীতে আমি এই শর্ত পূরণ করে ফেলি। কিন্তু আমি সাইকেল পাই নাই। আসলে ঐ সময়টাতে পারিবারিক/ অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল, কখনো আর সাইকেলের কথা বলতে পারি নাই। নুন আনতে পান্তা ফুরাতো অবস্থা। মুখ থেকে সাইকেল শব্দ আর বের হয় নাই।

সেই অজানা কষ্টটা অনেকদিন ধরে পুষে রেখেছি। সাইকেল চালানো আর শিখা হয় নাই।

কিছুদিন আগে বড়ভাবী বলছিলো, পাশের বাসার কিছু ছেলে সাইকেল চালায়, এটা দেখে আমার ৪ বছরের ভাতিজাটা সারাদিন সাইকলের দিকে তাকিয়ে থাকে। এটা শুনে আমার নিজের ছোট বেলার কথা মনে পড়ে গেল আবার। তাই গতবছর বাড়ীতে গিয়ে পরদিন ই একটা সাইকেল কিনে এনেছিলাম, লাল সাইকেলটার দাম নিল ৪৫০০ টাকা । বিকাল বেলা, সে ঘুমাচ্ছিল। ঘুম থেকে ডেকে তুলে বললাম, এই দেখো সাইকেল।

চোখে মুখে রাজ্যের বিস্ময় আর আনন্দ নিয়ে ভাতিজা বললো, "এটা আমার জন্য?"

তার এই আনন্দটুকু দেখে আমি আমার ছোট বেলার সব কষ্ট ভুলে গিয়েছি।

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭

বিজন রয় বলেছেন: এটা তো দুরন্ত সাইকেল।
আপনার টা কই?

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

পাকাচুল বলেছেন: এই রকম সাইকেল ই কিনেছি ভাতিজার জন্য। দুরন্ত সাইকেল।

আমি নিজের তো কোন সাইকেল ছিল না।

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫২

বিজন রয় বলেছেন: ও তাই বলুন।
আমিও একটি কিনেছি, ২০ সাইজ। গত ডিসেম্বরে।

ভাল থাকুন পাকা চুল, পুরানো ব্লগার।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ, আমি ও তো গত ডিসেম্বরে কিনলাম।

সাইজটা মনে নাই। ৪-৬ বছরের বাচ্ছাদের জন্য।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার ভাতিজার আনন্দ যেন আমার নিজের আনন্দ বলে অনুভব করলাম।
ধন্যবাদ পাকাচুল।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

পাকাচুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

শুভ কামনা।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

নীরব দর্শক বলেছেন: সাইকেলের প্রতি টান ছিলনা কখনোই, টিভি গেম খেলতে খেলতে দিন পার করে দিছি। আজো সাইকেল চালাতে পারি না। বন্ধুদের দেখতাম ১/২ টাকা দিয়ে সাইকেল ভাড়া করে চালাতে। ছুড বেলা থেকে আলস ছিলাম :P

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮

পাকাচুল বলেছেন: ১ টাকায় আধাঘন্টা, ২ টাকায় ১ ঘন্টা ছিল, সাইকেল গুলো ছিল পুরানো আর ভাঙা, কেন জানি একটা জিদ চেপে গিয়েছিল, ভাড়া করা সাইকেল চালাবো না।

আর টিভি গেমস আমারও ছিল, ৯৬ এর দিকে সুপার মারিও খেলতাম, টিভির সাথে লাগিয়ে। সারাদিন খেলতাম, শেষ পর্যন্ত ২১" রঙ্গিন টিভিটা নষ্ট করে ফেলেছিলাম।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

পুলহ বলেছেন: আমি নিজেও সাইকেল/ মটর সাইকেল টাইপ রাইডগুলা খুব উপভোগ করি, ছোটবেলাতেও করতাম ! ঠিক আপনার মতই...
'তার এই আনন্দটুকু দেখে আমি আমার ছোট বেলার সব কষ্ট ভুলে গিয়েছি।'-- আপনি সৌভাগ্যবান মানুষ। অন্যের আনন্দ দেখে যারা নিজের কষ্ট ভুলে যায়- এবং সে আনন্দের উপলক্ষ্য হতে পার, তারা সৌভাগ্যবান না তো কি !!
অনেক ভালো থাকবেন ভাই। শুভকামনা !

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে অনেক সময় নিজের অপূর্ণতা গুলো অন্যকে দিয়ে পূরণ করতে পারলেও মনে একটা আনন্দ আসে।

৬| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

ইয়েলো বলেছেন: পড়ে ভাল লাগল।স্মৃতি মনে আসছে

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৮

পাকাচুল বলেছেন: ধন্যবাদ ইয়েলো।

৭| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

উল্টা দূরবীন বলেছেন: গেলো বছর ভাগ্নি সাইকেলের আবদার করেছিলো। এমন একটা সাইকেল কিনে দিতেই সে মহাখুশি। চোখে মুখে অবিরাম উল্লাস আর খিলখিল করে হাসি। দুদিন না যেতেই সাইকেল থেকে পড়ে হাত মচকে গেলো।

আসলে আমাদের অপূর্ণ ইচ্ছাগুলি আমরা ভবিষ্যৎ প্রজন্মের ইচ্ছা পূরণের মাধ্যমে পূরণ করতে পারি।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

পাকাচুল বলেছেন: হাত পা মচকাবে, না হলে শৈশবের দুরন্তপনা বুঝবে কিভাবে?

ভাগ্নির জন্য শুভ কামনা।

৮| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
এই আনন্দের কোন কৃত্তিমতা নেই। এই আনন্দের কোন তুলনা হয় না।

ভাতিজার আপনার নিজের অপূর্ণতাটুকুও পূর্ণ হয়ে গেল। :)

ভাল থাকুন নিরন্তর।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

তাসলিমা আক্তার বলেছেন: কেন যানি মনটা খারাপ হয়ে গেলো। মানুষের ছোট একটা জীবন। ছোট ছোট চাওয়া, তাও পুরন হয়না। টাইম মেশিনে চড়ে সেই দিনগুলোতে গিয়ে যদি ইচ্ছেগুলো মিটিয়ে আসা যেতো!

ভাগ্নের জন্য শুভেচ্ছা রইল আর চাচ্চুর জন্যও।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। টাইম মেশিন থাকলে ভালোই হতো। একটা সাইকেল কিনে চলে যেতাম ২০ বছর আগে। মনের সুখে সাইকেল চালাতাম।

১০| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:
সাইকেল পাননি ক্ষতি কী?
জীবন তো থেমে থাকেনি।

অনেক উপরে উঠেছেন...যেখানে অনেকেই স্পর্শও করতে পারেনা, উঠাতো দূরে থাক।

বরং সাইকেল পেরেই হয়তো পড়াশুনায় মন কম দিতেন...আর পরের কথা কী হতো তা সময়ই বলতো।

আমি ছোটবেলায় একবার সাইকেল চালানোর চেষ্টা করে ক্ষ্যান্ত দিয়েছি।
কিন্তু মুশকিল হচ্ছে নিজের ছানাপোনার সাইকেল চালানো দেখে আমার ইদানিং সাইকেল চালাতে ইচ্ছে করে খুব...বলা যায় না চেষ্টা বাস্তবে রূপ দিয়ে ফেলতে পারি।

ভাতিজীর আনন্দ দেখতে পাচ্ছি যেনো।

০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৩

পাকাচুল বলেছেন: না, জীবন কখনো থেমে থাকে নাই।

পড়াশুনার সাথে সাইকেলের সম্পর্ক, আপনার এই কথার সাথে একমত হতে পারলাম না।

কেউ তো পড়াশুনা বাদ দিয়ে তো সাইকেল চালাতো না।

আর সাইকেল পাওয়ার আশায় আমি পড়িও নাই কখনো। কেমনে কেমনে স্কুলে বৃত্তিটা পেয়েছিলাম।

আমার এখনো সাইকেল চালাতে ইচ্ছে করে। আমার ছেলেকে একটা কিনে দিব চিন্তা করেছি আরো ৬ মাস আগে, কিন্তু সে সাইকেলে বসতে চায় না। তাই ছেলের জন্য এখনো কিনি নাই।

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:০১

গেম চেঞ্জার বলেছেন: আর আমি বাবার দেয়া সাইকেলটা চোরের কাছে দিয়ে এসেছিলাম। :(

০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৫

পাকাচুল বলেছেন: সাইকেল চুরি করা খুব সহজ। পরে কি আর সাইকেল পেয়েছিলেন?

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৯

গেম চেঞ্জার বলেছেন: অনেক কেঁদেকুটে..... এরপর .... /:) !:#P

০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৪

পাকাচুল বলেছেন: এটা কতজনের কপালে জুটে? আপনি লাকি মানুষ।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪০

উদাসী স্বপ্ন বলেছেন: অদ্ভুত আবেগ


ছোটবেলা নিয়ে এরকম অনেক দুঃখ আছে। তারপরও আপনে লাকি আপনার দুঃখটা ভাতিজার সুখ দিয়ে কাটাকাটি করছেন। আমি শিওর আপনার ভাতিজার চাইল্ডহুড হিরো আপনেই

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৫

পাকাচুল বলেছেন: এটা শিউর না, তবে আমার ভাতিজা ভাগ্নের গুষ্টি অনেক লম্বা, তাদের অনেকেই আমাকে দারুণ পছন্দ করে, এটা আমি জানি।

১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

আরজু পনি বলেছেন:

ভাতিজা লিখতে গিয়ে ভাতিজী লিখলাম কেন...তাই ভাবছি (গালে হাত দিয়া চিন্তার ইমো)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

পাকাচুল বলেছেন: সমস্যা নাই, ভাতিজীও আছে একটা ৬ বছরের, সেও ঐ সাইকেল চালায় মাঝে মাঝে।

১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

কালনী নদী বলেছেন: আপনার ঘটনার সাথে আমার জীবনের একটা মিল আছে, তাই যতটা সম্ভব ভাল লাগা রেখে গেলাম!
একাত্নতা জানবেন আর ভাতিজাকে এভাবেই সারা জীবন ভালবেসে যাবেন।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

পাকাচুল বলেছেন: ধন্যবাদ ।

মিলটা কি, সেটা জানতে পারলে আরো ভাল লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.