নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

দাদীর কবর

০১ লা জুন, ২০১৬ সকাল ৯:২৭

আমার তখন সাত কি আট বছর বয়স। গ্রাম থেকে অনেক দূরে বড় বোনের শ্বশুরবাড়ী গিয়েছিলাম। মা বাবা আর আমি। খুব বেশি কিছু মনে নাই। মনে আছে রাতের বেলা ওখানেই ছিলাম। খুব সকালে বাবা আমাকে নিয়ে হাটতে বের হল। প্রায় ঘন্টা দেড়েক গ্রামের রাস্তায় হাঁটার পর আমরা একটা বড় দীঘির পাড়ে এসে পৌঁছালাম। দীঘির পাড়টা অনেক উচু, রাস্তা থেকে উপরের দিকে উঠতে হয়। সেখানে কোন একটা কর্ণারে নিয়ে আব্বা দেখালো, এইদিকে তার মায়ের কবর, মানে আমার দাদীর কবর, কোন সীমানা নাই, আনুমানিকভাবে বলা।

আমার দাদী মারা গিয়েছিল অল্প বয়সে, যখন আমার আব্বার ৭ বছর বয়স। জিজ্ঞাসা করলাম আমাদের গ্রাম থাকতে এত দূরে এনে কবর দেওয়া হল কেন? পরে যা শুনলাম, সেটা ভয়াবহ। ঐ সময় ১৯৪০ সালের দিকে গ্রামে অনেক বড় বন্যা হয়েছিল। অনেকদিন ধরে পানিবন্দি সবাই। দাদী মারা যাওয়ার পর কবর দেওয়ার কোন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তাই নৌকায় করে ডেডবডি এত দূরে এনে কবর দেওয়া হয়েছিল। আমার ইচ্ছে আছে, পরে যদি কোনদিন সুযোগ হয়, দাদীর কবরটা আারেকবার দেখে আসবো।

আব্বাও মারা গিয়েছেন প্রায় ১০ বছর হতে চলল। আব্বাকে কবর দেওয়া হয়েছে আমাদের পারিবারিক কবরস্থানেই। কিন্তু ঈদে একদিন ছাড়া হয়ত আর গ্রামে যাওয়া হয় না। শেষবার গত বছর ডিসেম্বরের দিকে গ্রামে গেলাম, শুধু বাবার কবর দেখার জন্য। সাথে নিয়ে গেলাম তিন বছরের ছেলেকে। সে হয়ত কবর কি জিনিস কিছুই বুঝতে পারে নাই। তারপরও আমার পাশে তাকে দাড়িয়ে রাখলাম ৩-৪ মিনিট। ছেলেকে তার দাদার কবর দেখালাম। একদিন তো সবাইকেই এখানে যেতে হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে;
স্থির কবে নীর হায়রে জীবন নদে ।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৫৯

অদৃশ্য বলেছেন:



ঘটনাটা আসলেই ব্যতিক্রম... বন্যার কারনে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় কবর দেওয়া... সাধারণত এমনটা হয়না... দূর্ঘটনাতেই এমন হয়ে থাকে...

শুভকামনা...

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

পাকাচুল বলেছেন: যখন আসলে খুব বড় আকারের দীর্ঘস্থায়ী বন্যা হয়, তখন খুব কষ্টকর একটা শুকনো জায়গা খুজে পাওয়া, যেখানে লাশ দাফন করা যায়।

ধন্যবাদ আপনাকে।

৩| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:১১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুমম, আসলে মানুষের জন্মটা অস্বাভাবিক । মৃত্যুটাই স্বাভাবিক।

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

পাকাচুল বলেছেন: জন্ম অস্বাভাবিক হবে কেন? জন্ম মৃত্যু দুইটাই স্বাভাবিক ঘটনা।

৪| ০১ লা জুন, ২০১৬ রাত ৯:০৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: নাহ, আপনার পৃথিবীতে জন্ম হতে ও পারত, না হতে ও পারত! কিন্তু জন্মগ্রহণ করছেন মানেই মৃত্যু নিশ্চিত।

এই জন্যেই জন্ম অস্বাভাবিক।

০২ রা জুন, ২০১৬ ভোর ৫:২৫

পাকাচুল বলেছেন: এই পৃথিবীতে তাহলে সবার আগমন একটা অস্বাভাবিক ঘটনা?

৫| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

শামছুল ইসলাম বলেছেন: কথাটা খুবই সত্য, কিন্তু দুনিয়ার নানা ঝামেলায় মনে থাকেনাঃ
//একদিন তো সবাইকেই এখানে যেতে হবে। //

তাই মাঝে মাঝে কবরস্থানে যাওয়া দরকার।

ভাল থাকুন। সবসময়।

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। পরকালের কথাও মাঝে মাঝে মাথায় রাখা দরকার।

৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:০৯

কালনী নদী বলেছেন: আমারও দাদা-দাদী, নানা-নানী নাই যে ভাই :(

০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৪৬

পাকাচুল বলেছেন: আমিও কাউকে পাই নাই

৭| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৫

উল্টা দূরবীন বলেছেন: চল্লিশ দিনের ব্যবধানে দাদা দাদী মারা গেছিলেন। এক বছর হল।

০৬ ই জুন, ২০১৬ রাত ৮:২০

পাকাচুল বলেছেন: আল্লাহ উনাদের বেহেশত নসীব করুক।

৮| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২

আমি তুমি আমরা বলেছেন: :(

০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

পাকাচুল বলেছেন: :(

৯| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:




মানুষের সম্পর্ক বাঁধা থাকে হৃদয়ের মাঝে

১১ ই জুন, ২০১৬ রাত ৮:১১

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.