নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

নাপিতের অবসর

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

কানাডা এমন একটা দেশ, যেখানে নাপিতের দোকানে (সেলুন) ও এপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এত হিসাব করে চুল কাটাতে পারি না। মনেও থাকে না। কাছাকাছি শপিং মলে একটা সেলুন আছে, যেখানে এপয়েন্টমেন্ট ছাড়া চুল কাটানো যায়। ইচ্ছে ছিল বন্ধের দিনে সকাল সকাল চুল কেটে অন্য কাজ শুরু করবো। ওপেনিং টাইম দেখার জন্য ওয়েবসাইটে গিয়ে মজার জিনিস আবিষ্কার করলাম। ঐ দোকানের সবচেয়ে প্রবীণ নাপিত ৪৯ বছর কাজ শেষ করে রিটায়ার্ডমেন্টে যাচ্ছে। এই উপলক্ষ্যে তারা সবাইকে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

সেলুনে গিয়ে দেখি এলাহী কান্ড। কেক, কফি, চকলেট, কোক, বেলুন দিয়ে সাজানো সেলুন। আমার ও কপাল ভালো। যে নাপিত রিটায়ার্ডমেন্টে যাচ্ছে, তাকে দিয়ে চুল কাটাতে পারলাম। অনেক মানুষ সেলুনে এসেছে শুধু ঐ নাপিতকে রিটার্য়াডমেন্ট উপলক্ষ্যে শুভ কামনা জানাতে। ৩-৪ জন বয়স্ক মানুষকে দেখলাম, তারা আজীবন ঐ নাপিতের কাছে চুল কাটিয়েছে, তারা খুব আবেগ প্রবণ হয়ে গেল। আমিও চুল কাটানো শেষে নাপিতকে উইশ করলাম, করমর্দন করলাম অবসর উপলক্ষ্যে।

সবাই কাজ থেকে কোন না কোন সময় অবসর নিবে, এটা খুব সাধারণ ঘটনা। কিন্তু কেন জানি অন্য রকম লাগলো এই নাপিতের অবসর নেওয়টা সেলিব্রেট করতে দেখে। আমরা আজন্ম দেখে এসেছি, অফিসের বড় অফিসাররাই শুধু অবসর নেয়। অফিসে বসে কাজ করলেই আমরা একে কাজ হিসাবে যতটুকু গুরুত্ব দেই, অন্য কোন কাজ হয়ত অত গুরুত্ব পায় না। দেশে কখনো দেখিনি ঘটা করে কোন রাজমিস্ত্রি, বাস ড্রাইভার, নাপিত কিংবা অন্য কোন কর্মজীবি অবসর নিচ্ছে। ঘরের গৃহিনীরা তো ৯০ বছর বয়সেও অবসর পায় না।

মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

নীল মনি বলেছেন: ভীষণ ভালো লাগল আপনার পোস্টটি।মুগ্ধ হলাম নাপিতের অবসর গল্প।
অবসর একটি শব্দ যা সবার জন্য প্রযোজ্য নয় বিশেষ করে মায়েদের।

আপনার নাম দেখে অনেক হাসলাম।পাকাচুল কারো নিক হতে পারে

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

নামে কিছু আসে যায় না। মানুষটার চুল পাকা, তাই পাকাচুল।

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

নীল মনি বলেছেন: আপনার এখানে প্রথম এলাম,চা হবে কি আপু /ভাইয়া :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

পাকাচুল বলেছেন: আপু নয়, ভাইয়ার বয়সও পার হয়ে গেছে।

আংকেল কিংবা চাচা বলতে পারেন।

গুগলে cup of coffee লিখে একটু সার্চ দেন, আপনার জন্য কফি রাখা আছে, খেয়ে জানাবেন, কেমন হলো।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৫৭

সোহানী বলেছেন: হাহাহাহাহাহা.............. এ্যাপয়েন্টমেন্ট না নিতে চাইলে চাইনিজ দোকানে চলে যাবেন। বেশি ঝামেলা করবে না শুধু একটু উত্তর বল্লে দক্ষিনে চুল কাটবে :P

ভালো লাগলো শেয়ারিং... আমারো তাদের সহকর্মীর প্রতি আন্তরিকতা ভালোলাগে।

১৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৫

পাকাচুল বলেছেন: চাইনিজদের থেকে ১০০ হাত দুরে থাকি। একবার গেছিলাম, অর্ধেক চুল কেটে বের হয়ে গেছি, পরে আবার অন্য সেলুনে গিয়ে চুল কাটিয়েছি।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি শেষ পর্যন্ত কানাডায়! অনেক দিন আপনার লেখা পড়া হয়নি।

১৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫১

পাকাচুল বলেছেন: বেড়াতে এসেছি অনেকটা, চিরতরে নয়। সবাই এত ভালো লিখে, সেই জন্য নিজের কেন জানি লজ্জা লাগে, তাই ব্লগে লিখা কমে গেছে। গল্প, কবিতা কিছুই তো লিখতে পারি না।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৩

নীল মনি বলেছেন: হিহি বয়স কম হলেও কাঁচা চুল ও পাকে।আর দেহের বয়স পার হতেই পারে মনের বয়স পার না হোক,তার না চুল পাকুক,সে থাকুক চির সবুজ।

আরো লেখা আশা করছি।
স্যার ডাকব কি? :)

১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১১

পাকাচুল বলেছেন: কোন বিশেষণ দরকার নাই! পাকাচুলকে পাকাচুল নামে ডাকলেই হবে। আপনি প্রথম না, এই পর্যন্ত কমপক্ষে ২০ জন জানতে চেয়েছে, কেন আমি পাকাচুল?

ধন্যবাদ

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪

নীল মনি বলেছেন: আচ্ছা :) পাকা চুল হিহিহি

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

পাকাচুল বলেছেন: ঠিকাছে :) :)

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২০

পদ্মপুকুর বলেছেন: আপনার উপসংহারটা বেশি ভালো লাগলো।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ ।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: দেশে বসে প্রবাসীদের লেখা পড়তে বেশ ভালো লাগে।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫১

টারজান০০০০৭ বলেছেন: আপনি গৃহিণীদের কথা বলিলেন, বস্তুত অবসর গৃহকর্তারাও পায় না , কর্মের ক্ষেত্র পরিবর্তিত হয় বলিয়া আমরা অবসর বলিয়া থাকি ! চাকুরী হইতে অবসরের পর বাজার ঘাট করা , দেশের বাড়ির জায়গা জমি রক্ষনাবেক্ষন, নাতি নাতনিদের স্কুলে নিয়ে যাওয়া এগুলোও কাজ বটে, তবে যেহেতু চাকুরী থেকে অবসর তাই অবসর বলা হইতেছে ! বস্তুত অবসর কাহারো নাই ! যতক্ষণ শ্বাস ততক্ষন বাঁশ !

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৭

পাকাচুল বলেছেন: এবসলিউট অবসর বলে আসলে কিছু নাই। আমার মায়ের বয়স ৮০ এর কাছাকাছি। উনাকে কখনো দেখলাম না অবসর কাটাতে। কোন কাজ না থাকলে সুই সুতা নিয়ে বসেন।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬

মোস্তফা সোহেল বলেছেন: অন্যদেশে তো সব কাজকেই যথাযথো সম্মান করা হয়।তাই হয়তো একজন নাপিতের অবসরে এমন আয়োজন।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

পাকাচুল বলেছেন: আসলে কোন কাজকেই ছোট করে দেখা উচিত নয়।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার একটি ঘটনা পড়লাম ।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো আপনার পোস্ট। অনেক দিন পর ব্লগে এলেন।

১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০

পাকাচুল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আসলেই, অনেকদিন পর ব্লগে আসলাম। সবাই এত ভালো ভালো লিখে, এদের ভীড়ে লিখতে লজ্জ্বা লাগে। তাই লিখা কমে গেছে।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাকা চুল দীর্ঘজীবী হোক।
একটা শব্দে তিন কিন টা ীকার
দীর্ঘজীবী হতেই হবে।

১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: যে দেশে যে কালচার। এখানে অবাক হওয়ার কিছুই নেই।
সংবাদটি পড়ে ভাল লেগেছে।

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

আমি তুমি আমরা বলেছেন: আমরা আসলে কাজকে সম্মান করতে জানি না। তাই অফিসের বড় বসরা ছাড়া অন্য কারো অবসরে যাওয়াটা আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়।

১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৯

পাকাচুল বলেছেন: সমাজে বেচে থাকতে গেলে সব ধরণের কাজেরই দরকার আছে। মেথর, মুচি, নাপিত থেকে শুরু করে সবার কাজের ই গুরুত্ব আছে। যে কোন একজা কাজ বন্ধ করে দিলে কি হতে পারে ভেবে দেখেছেন?

১৬| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫০

নীল মনি বলেছেন: নতুন লেখা কই? পাকা চুল কেমন আছেন? ☺

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

পাকাচুল বলেছেন: আমি তো মেশিন না, কবিও না, গল্প কবিতাও লিখতে পারি না। একসময় যা ইচ্ছে লিখতাম, এখন সেটাও হয় না। চারপাশে সবাই এত ভালো লিখে, নিজের লজ্জা লাগে।

আমি যা লিখি, সেটা অনেকটা ডায়েরি লিখার মত, ছোট বেলায় ডায়েরি লিখতাম, মজার কোন ঘটনা লিখে রাখতাম, সেই অভ্যাস থেকে মাঝে মাঝে ব্লগে লিখি, আর কিছু না। ব্লগ আমার কাছে ডিজিটাল ডায়েরির মত এখন।

১৭| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮

নীল মনি বলেছেন: লজ্জা করতে হবে না।আমিও ভাবি সবাই কত ভালো লেখে।ফেসবুকেই অ্যাকটিভ ছিলাম,ডিজিটাল ডায়েরির মত ওখানেই সব লিখে দিতাম।লিখুন। ওত ভালো লেখা হয়ে কাজ নেই।

কেমন আছেন বলেন নি।আপনার নামটা বলি আর আমি হাসি।মজা লাগে।পাকাচুল :)

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫

পাকাচুল বলেছেন: ও হ্যা, আমি ভালো আছি এটা একটা পীড়াদায়ক প্রশ্ন আমার জন্য।

কেউ জানতে চাইলে ভালো না থাকলেও জোর করে বলা লাগে, ভালো আছি।

এক সময় ব্লগে অনেক সময় দিতাম, এখন সেটা চলে গেছে ফেসবুকে।

১৮| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৬

নীল মনি বলেছেন: এই পীড়াদায়ক প্রশ্নটা আর করব না।আমার কাছেও বেশ কষ্টদায়ক প্রশ্নটি।এই প্রশ্নে আমি বেশ পাজল্ড হয়ে যেতাম।এরপর আমি ঠিক করলাম যে মিথ্যে করে হলেও ভালো আছি এইটাই বলব।কারণ মানুষ ভালো থাকাটাই জানতে চায়।


আমার ক্ষেত্রে উল্টো এখন ফেসবুকে কম সময় কাটায়।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। আপনি তো ফেসবুকেও ভালো জনপ্রিয়। হাজারের উপর ফলোয়ার। তাই আপনাকে ফেসবুকে "ফলো" দিয়ে রাখলাম।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮

খায়রুল আহসান বলেছেন: আমাদের দেশের তুলনায় একটু ব্যতিক্রমী ঘটনাই বটে। তাই লেখাটা পড়ে বেশ ভাল লাগলো। জীবনকে কতভাবে সুন্দর রাখা যায়,
আনন্দ উৎসবমুখর রাখা যায়!
ঘটনাটিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো।

২০| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অনেকদিন পর পেলাম, যদিও আমিও অনিয়মিত

২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৭

পাকাচুল বলেছেন: আসলে এখন আর আগে মত আসা হয় না। ভালো আছেন তো?

২১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



পশ্চিম আমাদের থেকে অনেক সামনে।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৮

পাকাচুল বলেছেন: তা ঠিক।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩১

বিদেশে কামলা খাটি বলেছেন: মানুষকে মূল্যায়ন করা উচিত তার কাজ আর সততা দিয়ে। আমাদের সততা থাকা দরকার।

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

পাকাচুল বলেছেন: সহমত। ধন্যবাদ আপনাকে।

২৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি অনেক দিন থেকে নেই; কিন্তু কেন?

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬

পাকাচুল বলেছেন: কেন যে নাই, সেটা নিজেও জানি না। হয়ত নিজের গল্প ফুরিয়ে যাচ্ছে।

২৪| ০১ লা মে, ২০১৮ সকাল ১১:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন পোস্ট দিচ্ছেন না কেন?

০১ লা মে, ২০১৮ রাত ৮:০৩

পাকাচুল বলেছেন: হা হা হা, কি লিখবো বুঝতে পারছি না। গল্প কবিতা তো লিখতে পারি না।

ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। দেখি লিখবো কিছু সামনে।

২৫| ০৫ ই মে, ২০১৮ রাত ৩:১৯

কাওসার চৌধুরী বলেছেন: নাপিতে এ্যপোয়েন্টমেন্ট নেওয়া আর রিটায়ার্ডমমেন্টের মত কিছু পৃথিবীতে আছে তা জানতাম না। পড়ে ভাল লাগলো। আপনার লেখার শেষ লাইনটা বেশ মনে ধরেছে। মহিলারা ৯০ বছর বয়সেও রিটায়ার্ড হোন না। সংসারটা দেখে শুনে রাখেন।

প্রবাস জীবনটা ভাল কাটুক, এই প্রত্যাশায়।

০৫ ই মে, ২০১৮ ভোর ৫:২০

পাকাচুল বলেছেন: দুনিয়াতে আসলে দেখার কোন শেষ নাই। ধন্যবাদ আপনাকে।

২৬| ০৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আবারো অনেক দিন পর আসলেন। আমার ব্লগে দাওয়াত থাকলো পাকাচুল ।

০৭ ই মে, ২০১৮ ভোর ৫:৫৭

পাকাচুল বলেছেন: ভালো থাকবেন।

আপনার বোনের বিয়ে কেমন হলো? শুভ কামনা রইলো তার জন্য।

সাদমান ভালো আছে?

২৭| ১৮ ই মে, ২০১৮ সকাল ১১:৪৩

সমুদ্রচারী বলেছেন: ভালো লাগলো লেখাটা। কাউকে এপ্রিশিয়েট করার মনমানসিকতা আমাদের এখনো গড়ে উঠেনি।ব্যক্তিগত ভাবে আমি সবসময় চেষ্ঠা করি বিক্রয়কর্মী ,ড্রাইভার এনাদের অন্তত ধন্যবাদ টুকু দেবার। ভালো থাকবেন ।

১৯ শে মে, ২০১৮ রাত ৩:০৪

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। সবাই যার যার কাজ করে, কোন কাজকেই ছোট করে দেখা উচিত নয়।

২৮| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কাইকর বলেছেন: খুব ভাল লিখেছেন।বাংলাদেশে থেকেও আপনার মাধ্যমে কানাডার কালচার সম্পর্কে জানলাম।আমার ব্লগে ঘুরে আসবেন। দাওয়াত রইলো।

২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৭

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার ব্লগাযাত্র শুভ হোক।

২৯| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে ব্লগে আছেন নাকি? আমার তো ফেসবুক আইডি খেয়ে দিলো পোলাপান

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬

পাকাচুল বলেছেন: খেয়ে দিলো কেন?

https://www.facebook.com/profile.php?id=100011234927619 রিকো দেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.