নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

5-G দিয়ে কি করবেন যদি আপনার অবকাঠামো ঠিক না হয়?

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬



5-G দিয়ে কি করবেন যদি আপনার অবকাঠামো ঠিক না হয়? গত ৪ দিন ধরে অনলাইনে ট্রেনের টিকেট কাটার চেষ্টা করেও লগইন টিকেট কাটতে পারলাম না। একবার টিকেট পর্যন্ত গেল, পেমেন্ট অপশনে গিয়ে ব্রাউজার হ্যাং। ঠিক এক ঘন্টা পর ওয়েবসাইটে ঢুকা যায়, কিন্ত ততক্ষণে আর কোন টিকেট অবশিষ্ট থাকে না। ম্যাসেজ আসে mobile quota seats not available।

আজকে সারাদিন তো ওয়েবসাইট এর হদিস নাই। ওয়েবপেইজ ই ওপেন হচ্ছে না। একটা রাষ্ট্রীয় সংস্থার অধীনে পরিচালিত ওয়েবসাইটের এমন অবস্থা হবে কেন?

ঈদের সময় অনলাইনে যারা ট্রেনের টিকেট কাটেন, তারা মোটামোটি এই সমস্যার সাথে পরিচিত। এটা থেকে পরিত্রাণের কোন উপায় কি কেউ খোঁজার চেষ্টা করেছে? একই অবস্থা হয় যখন কোন পাবলিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০১

শাহারিয়ার ইমন বলেছেন: সরকারি ওয়েবসাইট গুলো মান্দাতার আমলের প্রোগ্রামিং-এ চলে ।তাই এই অবস্থা

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

পাকাচুল বলেছেন: ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা কয়জন প্রোগ্রামার সরকারী চাকুরীতে ঢুকে?

২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: national university পরীক্ষায় ফরম ফিলাপ করতে গিয়ে আপনার মতো একই অবস্থা হয়েছে আমার। 23 দিন ঘুরেও ফর্ম তুলতে পারিনি

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

পাকাচুল বলেছেন: মানুষের চাহিদা অনুযায়ী ক্যাপাসিটি বাড়াতে হবে।

৩| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: দুঃখিত তিন দিন হবে

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

পাকাচুল বলেছেন: ধন্যবাদ।

৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১০

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল ইউনিভার্সিটির থেকে পাস করা কয়জন ঢুকে সে ব্যাপারে আমার জানা নেই

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

পাকাচুল বলেছেন: ভালো প্রোগামার সরকারী চাকুরীতে না ঢুকলে ভালো ওয়েবসাইট পাবেন কেমনে?

৫| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

চাঙ্কু বলেছেন: 5-G দিয়ে মোবাইল ডেটা খামু :|

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

পাকাচুল বলেছেন: 5-G মানে ইউটউব আর ফেসবুক, ইন্স্ট্রাগ্রাম। আর কিছু কি আছে?

বাংলাদেশীরা বেশি ব্যবহার করে ইমো, সেটা জন্য 3-G যথেষ্ট।

সবাই যেন অন্তত ঝামেলা বিহীন 3-G ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত করা উচিত। শহর অঞ্চলে 4-G কি নিশ্চিত হয়েছে সবখানে?

৬| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

ঈশ্বরকণা বলেছেন: ঈদের সময় অনলাইনে যারা ট্রেনের টিকেট কাটেন, তারা মোটামোটি এই সমস্যার সাথে পরিচিত। এটা থেকে পরিত্রাণের কোন উপায় কি কেউ খোঁজার চেষ্টা করেছে? একই অবস্থা হয় যখন কোন পাবলিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
ঐশ্বরিক ইন্টারভেনশন ছাড়া কি আমাদের সরকার বাহাদুরের পক্ষে আর কোনো পথ আদৌ আছে এই অসীম অসীম সমস্যাগুলো সমাধান করে সসীম সংখ্যায় কমিয়ে আনার?তারা যে হরে হেলমেট বাহিনী নামিয়ে সমস্যা সমাধানেই ব্যস্ত ! হেলমেট বাহিনীর ডান্ডা দিয়ে ওই প্রোগ্রামিংয়ের মেশিনে বাড়ি দিলে ওগুলো কার্যক্ষম হবে ? তাহলে সরকারকে বলে দেখতে পারেন ত্বরিৎ একশন আশাকরি দেখতে পাবেন I

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৬

পাকাচুল বলেছেন: ছোটখাটো কিছু পরিবর্তন। এর জন্য সরকার প্রধান কিংবা মন্ত্রী মনযোগ এর দরকার নাই। রেলওয়ে মন্ত্রনালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তারাই এর সমাধান করতে পারে।

৭| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৫

তৌকির আহমেড বলেছেন: এইসব সরকারি ওয়েবসাইট নরমাল ওয়েবহোষ্ট ব্যাবহার করে বেশি ট্রাফিক হইলে সার্ভার ডাউন. বেশি না যেকোন অল্প কিসু টাকা খরস করলে ভালো হোস্ট পাওয়া যায় . ৫জি কেন ১০০জি হইলেও কাজ হবে না .

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৮| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ট্রিপল ই বুয়েটের ফার্স্ট, সে দেখলাম বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে।
টেকনিক্যাল ভুলে প্রশাসনিক ক্যারানি।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৭

পাকাচুল বলেছেন: যেখানে কদর বেশি সেখানে সবাই যাবে, এটা কি স্বাভাবিক না?

৯| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো দক্ষ প্রোগ্রামার নিয়োগ দেয়া উচিত এসব সাইটে। আর কালোবাজারি ঠেকাতে আরো বেশী টিকেট (পারলে ৭৫%) অনলাইন ও মোবাইলের জন্য রাখা উচিত...

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৯

পাকাচুল বলেছেন: ১০০ % অনলাইনে করা যেতে পারে। যারা অনলাইনে কিনতে পারে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে।

১০| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

জাহিদ অনিক বলেছেন:
সেবার নামে প্রহসন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

পাকাচুল বলেছেন: সক্ষমতার অভাব।

১১| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:১৭

মিখু হোসাইন তিতু বলেছেন: ঘুস ও ভাল প্রোগামার দুটোই চাইলে কিভাবে সম্ভব।
ভাল প্রোগামাররা তো ঝুকছে দক্ষ ফিল্যন্সার হওয়ার দিকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

পাকাচুল বলেছেন: ঠিক বলেছেন। সবকিছুতে কম্প্রোমাইজ করা যায় না।

১২| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭

মাকার মাহিতা বলেছেন: জনসংখ্যার তুলনায় ট্রেন অপ্রতুল।
জনসংখ্যার তুলনায় গাড়ী অপ্রতুল।
গাড়ীর তুলনায় রাস্তা অপ্রতুল।
রাস্তার তুলনায় ট্রাফিক সাইন অপ্রতুল।
ট্রাফিক সাইনের তুলনায় বিবেকের লজ্জা অপ্রতুল।

কোন দিকে যাবেন, সেই দিকে গ্যাপ আর গ্যাপ।

কি আর করা, এভাবেই চলতে হবে...
কিচ্ছু করার নাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

পাকাচুল বলেছেন: কিছু করার নাই বলে চুপ করে থাকা ভালো না। চেষ্টার চালিয়ে যাওয়া উচিত।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: সহমত।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: সরকারী ব্যাবস্থা কোনোদিনো ঠিক হবে না যতদিন না ইন্জিনিয়ারিং কোটায় বিনা বিসিএসে স্পেশাল কোটার সৃষ্টি করবে। তাহলে সেই চাকুরীর জন্য মেধাবী প্রোগ্রামার কাজ করতে আগ্রহী হবে। শুধু প্রোগ্রামার না, দেশে যাতে অপটিকয়াল ফাইবার স হ টেলিকম ইকুইপম্যান্টের দেশী ব্রান্ড তৈরী হয় সেজন্য সরকার মেধাবী ছাত্রদেরকে প্রজেক্ট করিয়ে তাদের মধ্যে থেকে এন্টারপ্রেনার তৈরী করতে হবে। আপনি কোটি কোটি টাকা আকামে খরচা করেন কিন্তু ভার্সিটিতে লাখ টাকা খরচা করে লিথাগ্রাফী বা একটা ক্লিন রুম করতে গবেষকদের সচিবালয় পর্যন্ত দৌড়াইয়া নিয়া যান, ফান্ডিং তো দেনই না। এরকম হইলে কিছুই হবে না

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

পাকাচুল বলেছেন: ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করা ভাল ভাল ছাত্রদের ধরে রাখার জন্য সরকারের কোন আলাদা পদক্ষেপ নাই। সবখানে আমলাদের খবরদারী। কিছু কিছু ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট যারা সরকারী করতে চায়, তারাও এখন আর নিজের ট্র‌াকে থাকতে চায় না। একই সাথে চাকুরীতে ঢুকে অন্যের খবরদারী শুনতে রাজী না, তাই তাদের পছন্দ এডমিন, পুলিশ এইসব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.