নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক হয়েছে, আর না

পাকাচুল

অনেক হয়েছে, আর না

পাকাচুল › বিস্তারিত পোস্টঃ

লাল পানি, নীল পানি

১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

সে প্রায় এক যুগ আগের কথা। অফিস ট্যুর শেষে ব্যাংকক থেকে দেশে ফিরছিলাম থাই এয়ারওয়েজ এর বিমানে। সাথে ছিল এক কলিগ, যে উইন্ডো সাইডে বসেছিল। তো, কিছু কিছু বাঙ্গালীদের একটু স্বভাবের দোষ আছে। ফ্রী পেলে আলকতরাও খেতে চায়। সেখানে যখন থাই এয়ারওয়েজে লাল পানি দিচ্ছিলো, তখন নিজের কোন হিতাহিত জ্ঞান থাকলো না। ২-৩ গ্লাস খেয়ে ফেললো, মনে হচ্ছে এইবারই প্রথম খেলো। তারপর সে মিয়ানমারের আকাশে বসে ৩৫,০০০ ফিট উপর থেকে রাস্তায় চলা বাস, গাড়ি সব পরিষ্কার খালি চোখে দেখা শুরু করলো। আর ২০ মিনিট পর হড় হড় করে বমি করে দিলো। কাপড়-চোপড় বিমানের সিট সব একাকার হয়ে গেল। আমার অবস্থা চিন্তা করেন একবার।

আরেক কলিগের কথা বলি। সেও মারাত্মক খোর। বিমানে প্রথমবারের মত দেশের বাইরে যাচ্ছে। ইমিগ্রেশন পার হয়ে যখন ডিউটি ফ্রি জোনে ঢুকলো, তখন বিভিন্ন দোকানে সারি সারি লাল নীল বোতল দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। কিনে ফেললো ২ বোতল। বোতল নিয়েই বিমানে উঠলো, বিমানে গিয়ে দেখলো আরো এলাহী অবস্থা। চাইলেই পাওয়া যাচ্ছে, তাহলে খামাকা নিজের বোতল খুলবে কেন? থাইল্যান্ডে গিয়ে আরো চমকিত! এত সস্তায় শত শত রকমের বোতল!! খামাকা দেশের বোতল খরচ করে লাভ কি? সপ্তাহ খানেক থাইল্যান্ডের বোতল দিয়ে চললো তার। এবার দেশে ফেরার পালা। দেশের ঐ বোতল জোড়া নিয়েই ঢাকা বিমানবন্দর নামলো। মাথায় ছিল, দেশের কিনা বোতল দেশে গিয়েই খাবে।

কিন্তু বিধিবাম, কাস্টম কর্তৃপক্ষ তাকে ঐ বোতল জোড়া নিয়ে এয়ারপোর্ট থেকে বের হতে দেয় নাই। সে চেয়েছিলো, এয়ারপোর্টে খেয়েই বোতল খালি করে দিবে, কিন্তু সেটাও দেয় নাই। বেচারার ঐ বোতলের দুঃখ অনেকদিন ছিল।

আজকে ফেসবুকে বাংলাদেশ বিমানের একটা ভিডিও দেখলাম, এক মাতাল প্যাসেন্জার এর। ৮-১০ ঘন্টা ভ্রমনের সময় যদি পাশের সহযাত্রী মাতাল হয়, তবে খুব কষ্টকর, যদি আপনার পানের অভ্যাস না থাকে। ঐ যাত্রীকে দেখলাম দড়ি মোটা দিয়ে বাঁধা হয়েছে। এই যাত্রীকে দেখে মনে হলো, মাতাল প্যাসেন্জারদের সামলানোর জন্য বিমানে ছোটখাটো গারদ রাখা দরকার মনে হয়।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: আমার বোধ হয় ভাগ্যটা ভালই, বহুবার বিমান ভ্রমণে একবারও এমন বিরক্তিকর অভিজ্ঞতা হয়নি, তবে আমেরিকায় একবার দূরপাল্লার গ্রে হাউন্ড বাসে ভ্রমণের সময় খারাপ কিছু দেখেছিলাম।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১

পাকাচুল বলেছেন: এটা একটু দেখতে পারেন।

https://www.facebook.com/jalal.uddin.77377/videos/10161243136750058/

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: মদ খেয়ে যখন কেউ বমি তখন খুব বাজে অবস্থার সৃষ্টি। বমি আর মদের গন্ধে... উফ!

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

পাকাচুল বলেছেন: এবং সেটা যদি আপনার পাশেরজন হয়?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: ভিডিও লিঙ্কটা পুরোটা দেখতে পারলাম না, দুঃখিত। সো ডিসগাস্টিং!

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

পাকাচুল বলেছেন: বিমানে এমনটা কাম্য নয়।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার পাশের জন হলে ত ভ্রমণের আনন্দ, আজাবে পরিণত হবে।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

পাকাচুল বলেছেন: হা, আজাব ই , যদি সেটা ১০-১২ ঘন্টার লম্বা ভ্রমণ হয়।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: শেষে ঠিক বলেছেন। কেমন আছেন?

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

পাকাচুল বলেছেন: ধন্যবাদ। এই তো মোটামোটি আছি। আপনি?

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

ইসিয়াক বলেছেন: শুভসন্ধ্যা

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

পাকাচুল বলেছেন: শুভকামনা।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: একই অবস্থা, মোটামুটি.........

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

পাকাচুল বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

আখেনাটেন বলেছেন: হা হা হা। গজব অভিজ্ঞতা।

কয়দিন আগে আমার পাশের এক ফিচকে ছেলে মাঝের ছিটে বসে এটা দ্যান, ওটা দ্যান, হ্যান-ত্যান, গরম পানি খামু, চা খামু, মামু বাড়ি যামু ইত্যাদি ইত্যাদি। আইলে হাঁটার জন্য উঠছে। বার বার পানি খেয়ে ঘন ঘন বাথরুমে...। মানে বিরক্তের শেষ নেই।

এরা একটিবারও ভাবে না পাশের যাত্রির এতে সমস্যা হতে পারে।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

পাকাচুল বলেছেন: লম্বাভ্রমনে আমি আইলের পাশে বসার চেষ্টা করি। যাতে কখনো উঠার দরকার হলে যেন পাশের জনের সমস্যা না হয়। যাদের ঘন ঘন এটাসেটা খাওয়া, ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, তাদের আইলের পাশেই বসা দরকার।

আপনি যদি নিশ্চিন্তে ঘুমাতে চান, তবে আইলের সিট আপনার জন্য সুবিধাজনক না।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: মদ খেয়ে যারা বমি করে তাদের উপর আমার অনেক রাগ হয়।
বমিই যদি করবি তাহলে মদ না খেলেই পারিস।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

পাকাচুল বলেছেন: সবার হজম শক্তি তো আর একরকম না। কারো কারো বদ হজম হবেই।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু মানুষ মদ ছাড়াই বিমান কেন, যে কোন যানবাহনে উঠলেই বমি করে, বিশেষ করে লঞ্চে।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

পাকাচুল বলেছেন: মোশন সিকনেস।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

কালীদাস বলেছেন: দেখছি কিছু বাংলাদেশি এরকম। সবসময় খায় কিনা জানিনা, প্লেনে মাগনা পেলে যতটুকু সম্ভব উশুল করার চেষ্টা করে। খুব ফেমাস এক প্রাক্তন ব্লগার (এবং ভাল রম্য লেখক) একবার এরকম মাগনা মদ খাওয়ার এক্সপেরিয়েন্স শেয়ারও করেছিল।

ভিডিওয়ের লিংক দিলে ভাল হত। ফেসবুক ইউজ করিনা।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

পাকাচুল বলেছেন: ইউটিউবে দেখুন।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকা-কুয়ালালামপুর রুটে এই সব ঘটনা ডালভাত।
প্লেন যদি নোংরাই না করতে পারলাম তাহলে আর টাকা দিয়ে টিকেট কিনে কি লাভ?

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২১

পাকাচুল বলেছেন: হা হা হা, তাই নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.