![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★প্রগতির নামে কিছু ব্লগার ব্লগে ইসলাম ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেছেন, অামার প্রশ্ন প্রগতিশীলতা অর্থ কি ইসলাম ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করা?
★ধর্ম নিরপেক্ষতা অর্থ সকল ধর্মের ব্যপারে সমান স্বাধীনতা নিশ্চিত করা। তবে প্রগতিশীলতা ও ধর্মনিরপেক্ষতার পরিচয় দিয়ে কিছু প্রগতিশীল কেন ইসলাম ধর্মকে ছোট করেন? ইসলামকে ছোট করাই কি প্রগতিশীলতা ও ধর্মনিরপেক্ষতার উদ্দেশ্য?
★অাজকের নায়ক ব্লগার কোরবানি নিয়ে অশালীনভাবে কমেন্টস করেছেনঃ অামার প্রশ্ন নিচের ছবিতে কোনটিকে বেশি হিংস্র মনে হচ্ছে। পশু হত্যা না মানুষ হত্যা?
অামার প্রস্তাব হচ্ছে অাসুন অামরা ধর্ম নিয়ে কটাক্ষ্য করা বন্ধ করি।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬
গিরি গোহা বলেছেন: তবে কেন শুধু ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করা হচ্ছে।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
"লেখক বলেছেন: তবে কেন শুধু ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করা হচ্ছে। "
-সামুর বেশীর ভাগ ব্লগার অন্য ধর্ম সম্পর্কে খুব েকটা জানেন না; মানুষ যা জানেন, সেটা নিয়ে আলাপ করেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮
গিরি গোহা বলেছেন: না, বরং যারা ভালো মুসলমান অর্থ্যাৎ ইসলামের বিধান যথাযথ পালন করেন তারা অন্য ধর্মকে কটাক্ষ করেন না।
কিছু ভালোলাগা নালাগা একজনের ব্যক্তিগত ব্যাপার। তার অর্থ এই নয় যে ব্লগে কুরুচি পূর্ণ ভাষায় মন্তব্য করতে হবে। অাপনি বিষয়টা ভালোভাবে বুঝার চেষ্টা করে।। না বুঝতে পারলে ভদ্র ভাষায় কথা বলুন। অশালিন কথা বলাতো ঠিক নয়। অাজকের নায়কের মন্তব্য গুলো একবার দেখে অাসুন, বুঝবেন।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
লেখক লিখেছেন, "অামার প্রশ্ন নিচের ছবিতে কোনটিকে বেশি হিংস্র মনে হচ্ছে। পশু হত্যা না মানুষ হত্যা? "
-খুবই বেকুবী কথা বলেছেন আপনি, আজ একা বাংলাদেশে ৯০ লাখ পশু কোবরাণী দেয়া হয়েছে; আর দুর্গার ব্যাপারটা, পুরোটাই রূপকথা; কিন্তু ৯০ লাখ পশু কোরবাণী রুপকথা নয়।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০২
গিরি গোহা বলেছেন: ধর্ম দেবতা কখনো রুপকথা হয়না।
কুরবানি ২মিনিটের কাজ।
অার দুর্গা ঐ পুজা বাচ্চাদের কি শিক্ষা দিবে।
প্লিজ, ধর্ম নিয়ে খারাপ মন্তব্য বাদদিন।
অপরের প্রতি শ্রদ্ধা দেখান।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৬
হাকিম৩ বলেছেন: লেখক লিখেছেন, "অামার প্রশ্ন নিচের ছবিতে কোনটিকে বেশি হিংস্র মনে হচ্ছে। পশু হত্যা না মানুষ হত্যা? "
-খুবই বেকুবী কথা বলেছেন আপনি, আজ একা বাংলাদেশে ৯০ লাখ পশু কোবরাণী দেয়া হয়েছে; আর দুর্গার ব্যাপারটা, পুরোটাই রূপকথা; কিন্তু ৯০ লাখ পশু কোরবাণী রুপকথা নয়।
@চাঁদগাজী রূপ কথার কোন ধর্ম হতে পারে না ।ইসলাম ধর্মের অনুসারীদের প্রধান দলিল কোরআন আর হিন্দু ধর্ম অনুসারীদের দলিল কি ? এবং তাদের ধর্মের কোন কিতাব আছে ? আর যদি থাকেও সেই কিতাবে কি মূর্তিপূজার কথা লেখা আছে ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
গিরি গোহা বলেছেন: সহমত
ধর্ম ও রুপ কথা কখনোই একনয়
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩১
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: তবে খুব দ্রুত সামুর ব্লগাররা অনান্য ধর্ম সম্বন্ধে জানতে পারবে,কারন এখন তারাও শুরু করেছে ফেবু তে,
"খাটি ____ লাইক দিন/কমেন্ট করুন"
"_____ ভালবাসলে আজই শেয়ার করুন"
"_______ লাইক,কমেন্ট,শেয়ার করে সগ্গে জায়গা করে নিন"
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
গিরি গোহা বলেছেন: অামরাও কিছু লিখতে পারি কিন্তু খারাপের জবাব খারাপ ভাবে দিতে চাইনা।
কারন অামি মুসলিম। অন্যকে শ্রদ্ধা করতে জানি।
ব্যবহারে বংসের পরিচয়।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০
গিরি গোহা বলেছেন: ব্লগে সকলের স্বাধিনতা অাছে তার অর্থ এই নয় যে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে হবে।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৪
মো:সাব্বির হোসাইন বলেছেন: আজকের নায়ক ব্লগে যে ধরনের মন্তব্য করছে সেটা সরাসরি ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করা হচ্ছে।আজকের নায়ক ব্লগার কে যদি ভ্যান না করা হয় তাহলে ব্লগে নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব পড়বে। এতে ব্লগেরই পরিবেশ নষ্ট হবে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩
গিরি গোহা বলেছেন: স্বাধিনতার নামে যা ইচ্ছে তাই করাটা অধিকার নয়। বরং স্বাধিনতা নষ্ট করা।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫
ঢাকাবাসী বলেছেন: কটাক্ষ বলতে কি বোঝাতে চেয়েছেন বোঝান। উপরের ছবিগুলো ভাল মানসিকতার প্রতিফলন নয়। দুএকজন লোক বাজে কথা বললে ধর্মের কিছু আসে যায় না।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৯
গিরি গোহা বলেছেন:
জনাব ঢাকাবাসী, অাজকের নায়ক নামে একটা ব্লগ থেকে ঈদের দিন বিভিন্ন পোষ্টের অশালিন ভাসাই গালি দিয়েছেন। অনেকের মতো অামিও দেখেছি।
অার কটাক্ষ বলতে অামি যা বুঝিঃ কোন মন্তব্যের ক্ষেত্রে অশালিন ব্যাঙ্গাত্বক ভাষা ব্যবহার করাকে।
অনেকে কমেন্ট করেছেন গরু কুরবানি একটা বর্বর কাজ।
দেখুন কুরবনি একটা ইবাদাত। অার অামি মুসলিম। তাই এটা অামার কাছে কষ্ট দায়ক।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
বুনিয়াদি ভ্রমঘাতিকা বলেছেন: খারাপ কে খারাপ বলা খারাপ কিছু না। এখন ইনকারা মানুষ কোরবানি করে স্রষ্টার সন্তুষ্টি এসে এমন বিশ্বাস করতো, তাদের খারাপ বললে তাদের কাছেও কষ্টদায়ক লাগার কথা । বর্বর বলা, চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়া না হলে অমানবিক কাজগুলো চলতেই থাকবে। এখন প্রান যাচ্ছে এইসব বোবাজাত প্রানিদের, তাই অধিকাংশ মানুষের মাথা ব্যথা নেই। এমনকি এমন মানুষের সাথেও কথা হয়েছে যারা মনে করে ধর্ম যারা ত্যাগ করে, বিপক্ষে কিছু বলে বা কাফির তাদের হত্যা করা উচিত। তারা কুরআন, সহিহ হাদিসের আলোকেই বলে। এটা বিবেগের সাথে না গেলেও ধর্মীয় মূল্যবোধের সাথে যায়। কেউ কিছু বললেই সমস্যা। তবে ইনকা হোক বা আজকের ধার্মিক হোক সবারই মুলমন্ত্র ঐ একই, আস্থাভরে মেনে চলা। যুক্তিকে অন্য কান দিয়ে বের করা।
শুধু ইসলামকে ছোট করা কোন প্রগতিশীলের কাজ না। আসল প্রগতিশীল সমস্যাকেন্দ্রিক কথা বলে, ধর্মের কোন জিনিসে সেই সমস্যা দেখলে পিছপা হয় না। কাল থেকে দেখছি অনেক মুসলিমরা গরুকেন্দ্রিক Fallacyময় পাল্টা জবাব দেয়ার চেষ্টা করছে। অন্যদেরটা জানি না, তবে আমি একজন ভিগান। যেকোন প্রকার প্রাণীর হত্যা ও ব্যবহারকে আমি সমর্থন দেই না। এটা অপ্রয়োজনীয়, অমানবিক। হোক সেটা মাছ, মুরগি বা গরু। হোক ব্যবহার্য চামড়ার জুতা, ব্যাগ বা অন্যকিছু। (বিস্তারিত)
আজকের নায়ক দেখেছি অনেক ইমেজ শেয়ার করেছেন। উনি প্রগতিশীল নয়। বরং উনি পরিবেশকে নষ্ট করছেন। প্রতিটা ধর্মে যেমন অনেক কুলাঙ্গার থাকে যারা ধর্মের শান্তির বার্তা থেকে মানুষকে বিশ্বাসের নামে- মাঝাবের নামে পৃথক করায় মত্ত, অধর্মের কুলাঙ্গারও থাকে যারা যুক্তিপ্রমান না বরং ব্যঙ্গ করায় মত্ত। ফলে ধার্মিকরা অবিশ্বাসীদের সম্পর্কে সামগ্রিকভাবে একটা ভুল ধারনা পাচ্ছে। ধর্ম যতই অমানবিক, অযৌক্তিক, হাস্যকর হোক না কেন সেটা আমি যুক্তি-প্রমান নিয়ে বলতে পছন্দ করি; ব্যঙ্গ করে না। তবে অনেকের কাছে যুক্তিপ্রমানকে ব্যঙ্গ মনে হয়; তাদের জন্য কিছু বলার নাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫১
গিরি গোহা বলেছেন: ধন্যবাদ অাপনার মূল্যবান মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
সময় ছিলো, ধর্ম ছিলো না, মানুষ ছিলো; সময় ছিলো শিক্ষা ছিলো না, এখন শিক্ষা বাড়ছে; শিক্ষা ও ধর্ম পাশাপাশি থাকবে না; যে কোন একটা থাকবে।