![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি মানসিক ব্যাধিতে আক্রান্ত??
আছে ইহার মহাঔষধ!!
----------------------------------------------------
এক ব্যক্তি এসে সুফয়ান আস-সাওরীকে জিজ্ঞেস করলোঃ “আমি হৃদয়ের ব্যাধিতে ভুগছি, আমাকে কোনো প্রতিষেধক দিন।”
সুফয়ান বললেনঃ তুমি ইখলাসের শেকড়, সবরের পাতা ও বিনম্রতার রস জোগাড় কর, এরপর এগুলোকে তাকওয়ার পাত্রে রাখো। এখন এতে আল্লাহ-ভীতির জল ঢালো এবং পাপের অনুশোচনার যে আগুন তাতে গরম কর।
এবার একে আল্লাহর সদা উপস্থিতির ব্যাপারে যে সচেতনতা সেটার ছাঁকনি দিয়ে ছেঁকে নাও।
অতঃপর একে সত্যবাদিতার মুঠি দিয়ে
তোলো এবং ক্ষমা ভিক্ষার পেয়ালা দিয়ে পান করো।ধর্মপরায়ণতা দিয়ে এবার অজু করে নাও এবং হিংসে ও লোভ থেকে দূরে থাকো। আল্লাহ্ চান তো তুমি অন্তরের ব্যাধি থেকে মুক্তি পাবে( ইনশাআল্লাহ)।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৭
প্রবাসী দেশী বলেছেন: "পাখির মতো উড়তে চাই। মুক্ত বাধাহীন। থাকবেনা কোন কাটা তারের বেড়া"
শুভ ব্লগিং
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২
বাবুলবাদশাগ বলেছেন: শুভ ব্লগিং