নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাখির মতো উড়তে চাই, মুক্ত বাধাহীন।বন বনানীর মাথার উপর অাকাশ সীমাহীন।

গিরি গোহা

ইচ্ছে হলেই চলো ব্লগে

গিরি গোহা › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বন্ধ হবে...ভারতীয় চ্যানেল???

১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৩





ফেসবুক বন্ধ হবে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতো তেমন সংবাদ নয়। রাত ১২ টা থেকে সকাল ৬টা। অাসলে এটা ফেসবুকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা উপায় মাত্র। প্রথমে ৬ ঘন্টা, তার পর অাস্তে অাস্তে...

শেয়ালের কাছে কুমিরের বাচ্চা পড়াতে দেওয়ার গল্পো পড়েছেনতো? মনে অাছে...
একে একে কি ভাবে সব পেটের ভীতর দেয়।


অাসলে গণতন্ত্রের সফলতার অন্যতম প্রধান শর্ত। বিরোধীদলের সমালোচনা করার অধিকার। জনমত ও রাজনৈতিক দল গঠনের অধিকার। কিন্তু যখন দেশে গণতন্ত্র থাকেনা।তখন সমালোচনা, ও মত প্রকাশের স্বাধীনতা থাকে সংবিধানে তবে বাস্তবে নয়। বাস্তবে ওটা বইয়ের পাতায়ই শুধু লিখিত থাকে, বাস্তবে নয়। ইদানিং ফেসবুকে একটু বেশি মাতামাতি চলছে। বিষয়টি নজরে ধরছে। অাগেকার যুগে সমাজের যারা মন্ডল মাতুব্বর টাইপের থাকতো তারা গ্রামে কোন ভালো মেয়ে দেখলে বিয়া করেলাইতো। বলতো ওরে, অামার নজরে ধরছে, ওর বাপরে রাজি করা... যা টাকা লাগে দিমু...

তাই যেই সমালোচনা করবে তাকেই বন্ধ করে বা বিনা পাসপোর্টে সিমান্তের ওপারে পাঠাইয়া দেওয়া হইবো। অাথবা বিনা টিকিটে চাঁদে... হা হা হা

ফেসবুক বন্ধের জন্য যুক্তি দেওয়া হচ্ছে এতে তরুণ প্রজন্ম সময় নষ্ট করছে পড়াশুনোর ক্ষতি হচ্ছে। তাই ৬ ঘন্টার ডোজ। বন্ধ থাকবে। এটা যদি বাংলাদেশি টিভি চ্যানেল হতো তবে সাময়িক বন্ধ করে দেওয়া হতো। অার চালু হবের ন ... =p~ =p~ =p~
অান্তর্জাতিক ও জনপ্রিয় সামাজিক সাইটতো তাই ৬ ঘন্টা।এটা কিন্ত... শাসনের প্রতিবিম্বো।

স্টার জলসা, জি বাংলা এগুলা যে সন্ধা থেকে রাত ১১টা পর্যন্ত জ্বালাচ্ছে, সারাদিন উল্টায়ে পাল্টায়ে দেখাচ্ছে। ওটা চোখে পড়েনা বুঝি!!! কি বলতে কি বলি। এখন কি অার দেশ অাগের বাংলাদেশ অাছে।

অাপনারা স্টার জলসা, জি বাংলার বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন না

অার বেশি বলছিনা। হক্ক কথা, ফক করে বেরিয়ে যায়তো।

ফেসবুক বন্ধ করার থেকে স্টার জলসা জি বাংলা দেশকে ও অামাদের ছাত্র ছাত্রী ও মা বোনদের বেশি ক্ষতি করছে। অাপনারা যদি এটা না বুঝেন। জেগে থেকে ঘুমদেন, তবে মনে রাখবেন বাংলাদেশের মানুষও ঘুমের ভান করে অাছে। বাংলাদেশের রিক্সা চালক শ্রমিক দিনমজুর কেওই অতোটা বোকা নয়। সিমান্তে হত্যা হলে সবাই ঘৃণা ভোরে কথা বলে। পানির বদলে বিদ্যুৎ অানলে তারাও সেটা অালোচনা করে।

বাংলা সিনেমার কিছু ছিন মানুষের মুখস্ত, নায়কা ভিলেনের হাতে ধরা পড়লে নায়ক এসে হাজির, ভিলেন সিনেমার শেষে মারা যায়- নায়ক নায়কার অবশেষে মিলন হয়। ঠিক তেমনই অাপনাদের নাটক এবং সিনেমার ছিন, মানুষের মুখস্ত হয়েগেছে। দেশের সবাই কোনটা নাটক কোনটি সিনেম, তা বোঝে...

অামাদের কথা অগ্রামের গল্পের মতো হয়েগেছেঃ একজন অন্যের সাথে যুক্তি তর্ক করছে। একপর্যায়ে একজন অাপর জনকে বলছেঃ তুই যদি অামার বোঝাইতে পারিস তবে, অামার বৌটা তোকে দিয়ে দেবো।
পার্শ্ব থেকে এই কথা শুনে বৌ কান্না শুরু করেছে। সেই ব্যক্তি (বৌয়ের স্বামী) প্রশ্ন করছেঃ "কান্না কর কেন?
বৌ বলছেঃ তুমি যদি বুঝে যাও তবে তো অামাকে দিয়ে দেওয়া লাগবেনে।
বর বলছেঃ অারে কান্নার কি অাছে। ওরা যতোই বুঝাক অামিতো বুঝবোনা। অার অামারে বুঝাইতে নাপারলেওতো ওরা তোমাকে পাবেনা।
:-B =p~ =p~

এখন অামরা যত ভালো কথায় বলিনা কেন। যার বোঝার, সে হয়তো বুঝবেনা...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:

" শেয়ালের কাছে কুমিরের বাচ্চা পড়াতে দেওয়ার গল্পো পড়েছেনতো? মনে অাছে... "

-পড়িনি, এটা কি কোন ধরণের রূপকথা, নাকি রূপক গল্প? আপনি লিখবেন গল্পটি?

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪২

আবিদা সিদ্দিকী বলেছেন: এরকম অসংখ্য পরিবার আছে যেখানে পূর্ণ শৃঙ্খলায় ২৪ ঘণ্টা পার হয়। পরিবারের শিক্ষাটা যথাযথ হলে রাতভর ফেসবুক চলে না, টিভি সিরিয়ালে দিনও কাটে না। খেয়াল করেছেন কিনা কে জানে নগরের প্রযুক্তিবান্ধব নারীরা পাকিস্তানি টিভি সিরিজের দিকে ঝুঁকেছে। পাকিস্তানে দুর্যোগে মানুষ মরলে তাদের জন্য সমবেদনা জানানো কিংবা ওইদেশের ক্রিকেটকে সমর্থন দিলে দেশ গেল দেশ গেল রব ওঠে, এখন যে সিরিয়ালে বুঁদ হচ্ছে তার কি হবে? ভাবুন তো!

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৫

কলাবাগান১ বলেছেন: আপনাদের মত লোকেরা ভুয়া ফেসবুক একাউন্টে গুজব ছড়াতে পারবেন না বলে এত হাহাকার....রাজাকারের দলগুলির কাজ তো হল রাস্তায় না থেকে ডিজিটাল সন্ত্রাস চালানো......।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

মোস্তফা সোহেল বলেছেন: ফেসবুক ছয় ঘন্টা বন্ধ হলে ভালই হবে।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

ইবাদ্ত বলেছেন: ভাই থামলে ভাল লাগে..কি কারনে নিজরে জীবন টা নিয়ে খেলছেন ভাই.....সত্য কথার ভাত নাই জানে ন না..........অফ যান,,,, ভাল হবে..

৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২

শেখ জামাল ১২ বলেছেন: ফেসবুক বন্ধ হোক এতে সমস্যা নেই। যে স্টার জলসা জি বাংলার কারণে বেশ ক'টি প্রাণ গেলো সেই চ্যানেল নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই।

স্টার জলসা ও জি বাংলার অনুষ্ঠানের কারণে অনেক পরি বারে তৈরী হয়েছে পারিবারিক ও সামাজিক সমস্যা।

বারবার পত্রিকাই নিউজ হওয়ার পরও উপর মহল চুপ। মনে হয়, এসবে তাদের কোন মাথা ব্যাথা নেই। বিষয়টা এমন যে মরছে মরুক।

ভারতের চ্যানেলে কোন সমস্যা নয়। সমস্যা ঐ চ্যানেলের অনুষ্ঠান অামাদের সমাজ সাংস্কৃতির জন্যে কতটা উপকারি ও কতটা অপকারি এটা বিবেচনা করতে হবে।

স্বামী স্ত্রীর বেশির ভাগ (টিভি দেখার ক্ষেত্রে) দন্দ লাগে এই সব টিভি সিরিয়াল দেখা নিয়ে।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

টারজান০০০০৭ বলেছেন: ফেসবুক, ব্লগ , সংবাদপত্র , টিভি চ্যানেল বন্ধ কইরা দিলে খারাপ হইবো না। এমনকি পাঁঠারাও নাকে সরিষার তৈল দিয়া ঘুমাইবো !

৮| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯

ধ্রুবক আলো বলেছেন: হিন্দি চ্যানেল বন্ধ হলে দাদারা বেজার মানে মন খারাপ করবেন!

৯| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: ঘরে ঘরে আজ অশান্তি- এর মুল কারন টিভি সিরিয়াল গুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.