![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের সময় জঘন্য নিয়ম
____________________________
১. বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী
মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেয়না।
২. বিয়ে করলেন আপনি, আর বিয়ের
অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দিবে আপনার
শালি। বউকে কোলে করে ঘরে নিয়ে যাবে
আপনার ছোটভাই, মানে দেবর। অবাক নয়
কি??!!!!
৩. বিয়ের সম্পর্ক যৌবনের সাথে,
ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে
আজীবন।
অথচ আমাদের দেশে বলা হয় আগে
ক্যারিয়ার গড়ো তারপর বিয়ে কর।
পরিণতিতে পার্কে পার্কে অবাধ
প্রেমলীলা, ধর্ষণের সেঞ্চুরি আর ডাস্টবিন
গুলোতে বেওয়ারিশ শিশু লাশের ছড়াছড়ি
যা কুকুর, কাক আর শকুন মিলে ভাগাবাটি
করে খায়।
৪. বিয়ে করে বউকে খাওয়াবি কী?????
কথাবার্তা শুনে মনে হয় বউ পৃথিবীর
শ্রেষ্ঠ খাদক যার ক্ষুধা নিবারণ করা
দু:সাধ্য।
৫. ওয়াজ মাহফিল শুনলে মনে হয় পর্দা শুধু
নারীদের জন্য। অথচ আল কুরআনে সর্বপ্রথম
পুরুষের পর্দার কথা বলা হয়েছে।
৬. বিয়ে মানেই মেয়ের বাবার উপর খরচের
পাহাড় চাপিয়ে দেয়া। অথচ ইসলামে
দাওয়াত খাওয়ানোর দায়িত্ব বর পক্ষের,
কন্যা পক্ষের নয়।
৭. আমাদের দেশে বরপক্ষ যৌতুক নেয়,
মোহরানা না দিয়ে বাসর রাত্রে স্ত্রীর
নিকট ক্ষমা চায়। অথচ ইসলামি বিধান মতে
স্ত্রীরা মোহরানার হক্বদার, যৌতুক তো
সম্পুর্ণ হারাম।
৮. কতিপয় হুজুরের কথাবার্তা শুনে মনে হয়
সেবা পাওয়ার হক্বদার শুধুই স্বামী। অথচ
রাসুলুল্লাহ (সা) বলেছেন তোমাদের মধ্যে
সেই ব্যক্তিই আল্লাহর কাছে উত্তম যে তার
স্ত্রীর নিকট (দ্বীনের ক্ষেত্রে) উত্তম।
৯. বিয়ের অনুষ্ঠানে বরের হাতে স্বর্ণের
আংটি না পরালে মান সম্মান থাকেনা,
অথচ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম।
১০. পুরুষদের কাপড় থাকবে টাখনুর উপরে, আর
মেয়েদের কাপড় থাকবে টাখনুর নিচে। অথচ
বাস্তবতা???????
১১. আলেম-ওলামারা শুধু পিতা-মাতার
খেদমতের হাদিস বয়ান করে থাকে, অথচ
সন্তান লালন-পালনের অনেক হাদিস
রয়েছে যে ব্যপারে এক অজানা নিরবতা। দুই
একজন হুজুর এ ব্যপারে কথা বললেও সর্বোচ্চ
সন্তানকে দ্বীনি শিক্ষাদানের গুরুত্ব
পর্যন্তই সীমাবদ্ধ।
১২. বিয়ের ব্যপারে হাজারো বাধা
বিপত্তি থাকলেও ব্যভিচার একেবারেই
সহজলভ্য।
১৩. কতিপয় লোকের কাণ্ড কারখানা
দেখলে মনে হয় যে, কন্যাকে- বোনকে
সম্পত্তি ফাঁকি দিতে পারা সবচেয়ে বড়
ক্রেডিট। ভাবখানা এমন যে, পুত্র
সন্তানদের জন্ম দিয়েছে নিজ ঘরে, আর
কন্যাদের কচু বাগানে।
১৪. রাসুলুল্লাহ (সা) তাক্বওয়া ভিক্তিক
পাত্র-পাত্রী নির্বাচন করতে
বললেছেন,আর আমরা করছি চেহারা আর
সম্পত্তি ভিক্তিক।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক। আল্লাহ আমাদের হেদায়েত দিন
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক পয়েন্ট এর সাথে আরেক পয়েন্ট এর মিল নেই। কিছু নিয়ম আপনার মন গড়া। কোথায় আপনি দেখেছেন দেবর ভাবিকে কোলে করে নিয়ে যায়? অপ্রয়োজনীয় লেখা...
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২
গিরি গোহা বলেছেন: দেবর/ দোলাভাই কোলে করে নামানোর নিয়ম অনেক অঞ্চলে আছে। আপনার এলাকা ভাল হতে পারে
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮
রানার ব্লগ বলেছেন: " দেবর ভাবিকে কোলে করে নিয়ে যায় " এটা নিয়ম এই কথা আপনাকে কে বলেছে ?
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮
মিখু হোসাইন তিতু বলেছেন: ভালই লাগল....
আপনাকে দিয়ে শুরু হোক নিয়ম ভাঙার কাজ টা...
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম। ভালো লিখেছেন।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
২ নং পয়েন্ট টা কোথায় পেলেন জানাবেন ।
বাকি গুলোর সাথে একমত । তবে এটাই আমাদের সমাজ ব্যবস্থা হয়ে দাড়িয়েছে । ছেলে কি করে সবাই জানতে চায় । ভাল খারাপ এটা জানতে চায় না । কত কামায় এটা জানতে চায় ।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
ঢাকার লোক বলেছেন: ভালোই লিখেছেন, তবে দুই একটা পয়েন্টে অতিরঞ্জন রয়েছে . আমাদের বিয়েতে অনেক ইসলাম বিরোধী প্রচলন চালু আছে সন্দেহ নেই, শালী বা দেবর বা নন মাহরাম আত্মীয় দিয়ে গায়ে হলুদ মাখানো , সকল পুরুষ মেহমানদের সামনে বৌ প্রদর্শন, মেয়ে পুরুষ একত্রে খানা দানা ও ইসলামে সম্পূর্ণ অগ্রণযোগ্য !
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১
শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ, ৩ ও ১১ নং যথেষ্ট গুরুত্ত্ব দেয়া এবং দ্রুত সমাধান করা উচিত বলে মনে করি।
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৫
প্রামানিক বলেছেন: খুব সুন্দর পয়ন্ট উল্যেখ করেছেন।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো পয়েন্ট ধরেছেন।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
ঢাকার লোক বলেছেন: আরো একটা গুরুতর ভুল, বাবা আছেন তবু কনের চাচা খালু বা অন্য কাউকে কনের উকিল (বাপ) বানানো! বাবার সম্মতি, বাবা না থাকলে বড় ভাইএর সম্মতিকে ইসলামি মতে অগ্রাধিকার দিতে হবে।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১
হাবিব বলেছেন:
২ নাম্বারের সাথে একমত নই........
এমনটা দেখেনি।
বাকিগুলো অহরহ ঘটে আমাদের সমাজে........
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
রাজীব নুর বলেছেন: জানলাম।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ভাই বিয়ে কি করেছেন?
করে থাকলে যা হবার তা হয়ে গেছে
ও নিযে দুঃখ করে লাভ নাই।
গতস্য শোচনা নাস্তি
আর যদি বিয়ে না করেন আর বউকে
অন্যের স্পর্শ থেকে মুক্ত রাখতে চান
তা হলে কোর্ট ম্যারেজ করে সপ্তাহখানেক
পালিয়ে থাকুন, বউকে কেউ স্পর্শ করার
সুেযোগ পাবেনা
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম