নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উড়াধুড়া

লক্ষ্য দু'টা- শান্তি বিনষ্ট না করা, আর পৃথিবীটা ঘুরে দেখা

পাখিরা৮৬

শততম এভারেস্ট জয়ী বাংলাদেশি হতে চাই........

পাখিরা৮৬ › বিস্তারিত পোস্টঃ

আদ দ্বীন হাসপাতালের সার্বিক অবস্থা জানতে চাই

১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

নরমাল ডেলিভারিতে আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাই। আপাতত এক বেসরকারি হাসপাতালের নামকরা চিকিৎসকের পর্যবেক্ষণে আছে আমার স্ত্রী। চিকিৎসকের চিকিৎসা বেশ পছন্দনীয়, রোগীর অবস্থা বুঝে সিজার বা নরমাল করানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন। কিন্তু হাসপাতালের অবস্থা অতটা সন্তোষজনক নয়। অপারেশন পরবর্তী সময়ের সেবা নিয়ে প্রশ্ন থাকছে, আর টাকা পয়সা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। এমন সময়ে শুনলাম আদ দ্বীন হাসপাতালের নাম। বেশ কয়েকটি সংবাদপত্রের খবরে জানলাম বেশ ভালো। যেভাবে চাই সেভাবেই তারা অপারেশনের জন্য প্রস্তুত থাকে। খরচপাতিও কম। তবে খারাপ অবস্থাও দেখলাম কয়েকটি রিপোর্টেু। আসলে কী অবস্থা। কারও সাম্প্রতিক অভিজ্ঞতা থাকলে একটু জানাবেন দয়া করে। কিংবা কোথায় সুস্থ সেবা পাওয়া যাবে জানা থাকলে সেটাও.........

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০২

দিশেহারা আমি বলেছেন: আদ দ্বীন একসময় নামকরা ছিল হয়ত এখনো। কিন্তু আমার বেলায় উল্টো হয়েছে।আমার বউ, বাচ্চা অনেক ভুগেছে। কোন হাসপাতালই নরমাল ডেলিভারি করতে চায় না। আদ দ্বীনও তাই। আমার বউ সারা বছরই ভাল ডাক্তারের তত্ত্বাবধানে ছিল কিন্তু আদ দ্বীন এর নাম ডাক শুনে ওইখানেই ভর্তি করাই ।ওরা সিজারের পরামর্শ দেয় ,আমরা সিজার করাই। কিন্তু সিজারে ইনফেকশন হয়।পুর ২২ দিন সেলাইয়ে কাটা ছেরা করে ড্রেসিং হয়।আর বাচ্চার নাকি জণ্ডিস তাই তাকেও ৭ দিন থেরাপি দেওয়া হয়।লাখ টাকার মত খরচ হয়েছে।আমি আমার তিক্ত অভিজ্ঞতা সেয়ার করলাম। আপনার সিদান্ত আপনি নিন।
আপনার অনাগত সন্তানের জন্য শুভ কামনা রইল।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

পাখিরা৮৬ বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৩

পাকাচুল বলেছেন: আমার ছেলে জন্মের আগে যে ডাক্তারকে দেখাতাম, উনি বলতো, নরমাল ডেলিভারী করাবে, যদি সমস্যা না হয়। কিন্তু শেষ সময়ে এসে উনি বললেন, কখন না কখন পেইন উঠবে, ঐ সময় আমি যদি এভেইলেবল না থাকি, ব্ল্যা, ব্ল্যা এই সব বলা শুরু করলো। বললো, ৫০,০০০ টাকা রেডি রেখে হাসপাতালে এপয়েন্টমেন্ট নিয়ে নিতে, উনি সিজারই করাবে, নরমাল ডেলিভারীর জন্য উনার সময় নাই। পরে আর ঐ ডাক্তারের কাছে যাই নাই।

আদ্ব-দীনে গিয়েছিলাম। তাদেরকে বলা হলো, নরমাল ডেলিভারী চাই, যদি সিচুয়েশন ডিমান্ড করে, সিজারে আমার আপত্তি নাই। তারা একদিন অবজার্বেশনে রেখে নরমাল ডেলিভারী করাল। নরমাল বা সিজারে এখানে ডাক্তারের পার্সোনাল/ ফিনান্সিয়াল গেইন নাই। তাই রোগীর জন্য যেটা সুবিধাজনক, সেটাই করায় এখানে। অহরহ নরমাল ডেলিভারী হচ্ছে এখানে।

পেশেন্টকে ২ রাত থাকতে হয়েছিল, টোটাল সাড়ে ৬হাজার টাকা বিল দিতে হয়েছিল, আল্ট্রসনোগ্রাম, বাচ্চার রক্ত পরীক্ষা, রুম ভাড়া, ওটি খরচ সব নিয়ে।

আমি কোন সমস্যা মনে করি নাই। তবে আপনি যদি স্কয়ার কিংবা এপোলোর মত পরিষ্কার পরিচ্ছন্নতা খুজেন, তবে হয়ত আপনার ভালো নাও লাগতে পারে।

এভারেজ মানের একটা হাসপাতাল, তবে অনেক প্রাইভেট ক্লিনিক থেকে বেশি পরিচ্ছন্ন।

৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৫

বিজন রয় বলেছেন: আপনি নিজে সেখানে গিয়ে খোঁজ নেন।
তাহলে সবকিছু ভালভাবে জানতে পারবেন।

ব্লগে কি আর সেভাবে জানা যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.