নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উড়াধুড়া

লক্ষ্য দু'টা- শান্তি বিনষ্ট না করা, আর পৃথিবীটা ঘুরে দেখা

পাখিরা৮৬

শততম এভারেস্ট জয়ী বাংলাদেশি হতে চাই........

পাখিরা৮৬ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ-ভারত ম্যাচ তদন্তের দাবি!

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০

তিন বলে মাত্র ২ রান প্রয়োজন। টানা দুই বলে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ উইকেট দিয়ে এলেন। শেষ বলে রান আউট। ভারতের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হারল ১ রানে! মাশরাফিদের এ হার মেনে নেয়াই কঠিন। অনেকে চাপকে দায়ী করতে পারেন। কিন্তু পাকিস্তানের সাবেক স্পিনার তৌসিফ আহমেদের মনে সন্দেহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের এ ম্যাচটি নিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটকে (আকসু) তদন্তের দাবি জানালেন তিনি।
৫৭ বছর বয়সী এ সাবেক খেলোয়াড় জিও সুপার চ্যানেলকে সন্দেহের কথা জানান, ‘ম্যাচটি যেভাবে শেষ হয়েছে তা আমার কাছে ঠিক মনে হয়নি। আমি মনে করি এনিয়ে আইসিসির কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।’ টানা তিন বলে ৩টি উইকেট হারানো মানতে পারছেন না তৌসিফ, ‘বাংলাদেশ এখন আর অনভিজ্ঞ দল নয়। ব্যাটিং ক্রিজে তাদের অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল। আমি বুঝতে পারছি না কীভাবে তারা প্রথমে ম্যাচ টাইয়ের কথা না ভেবে বড় শট খেলার চেষ্টা করল।’ অভিজ্ঞতা বিবেচনা করে এ ম্যাচকে সন্দেহের তালিকায় ফেলছেন পাকিস্তানের হয়ে ৩৪ টেস্ট ও ৭০ ওয়ানডে খেলা সাবেক স্পিনার, ‘কী বলব জানি না। তবে খুব ভালো হয় যদি আইসিসি এ ম্যাচকে নিয়ে ভাবে এবং তদন্ত করে। দেখুন প্রত্যেকে জানে আজকাল ক্রিকেট ম্যাচে কত কিছু হয়। তাই এ ম্যাচ নিয়ে তদন্ত করলে খারাপ হবে না।’ আগুনে কী ঘি ঢাললেন তৌসিফ, নাকি কাটা ঘায়ে নুনের ছিটা!
সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দু।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

এসব চলবে না..... বলেছেন: তৌসিফ যেই দেশের মানুষ সেই দেশের জাতীয় পশুর নাম হইতাছে "মারখোর ছাগল"
আমি নিশ্চিত তৌসিফ ও তাই। বাংলাদেশের খেলোয়াড়েরা ফাইক্কাদের মত লোভী খাডাশ না যে তাগো প্লেয়ারগো মত দুই চার দিন পর পর ম্যাচ পাতানের অভিযোগে ব্যান খাইবো। শালা আবালের দল।

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৬

বিজন রয় বলেছেন: কেন?

৩| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

নীল আকাশ বলেছেন: অন্য কোনো ভাবে নিয়েন না। খেলা টা যদি পাকিস্তান বনাম অন্য কোনো দেশ হতো তাহলে আমরা কি বলতাম। সারা বিশ্ব কি বলতো ? নিরপেক্ষ ভাবে চিন্তা করে বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.