নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভারচুয়াল

ককককককক

ভারচুয়াল › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন রইল জাতির কাছে

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

অনেক আগে একটা গল্প শুনেছিলাম

গল্পটা হলে এক লোক জাহান্নামে গিয়েছে। জাহান্নামে গিয়ে দেখে অনেক গুলো কূপ । সব গুলোতে মানুষ ভর্তি ।

তার মধ্যে ভাগ করা যেমন এক কুপে আমেরিকান লোকজন এ ভরা, আর এক কুপে ব্রিটিশরা , আর এক কুপে ইয়াহুদিরা, আর এক কুপে রাশিয়ানরা, এইভাবে অনেক কূপ।

তো লোকটি ঘুরে ঘুরে দেখছিল জাহান্নামীদের কাজকর্ম।

সে দেখল আমেরিকানরা যে কুপে সেই কুপে সবচে বেশি ফেরেশতা হাতে ইয়া বড় ডাণ্ডা নিয়ে দাড়িয়ে আছে। কূপ থেকে যারা উপরে উঠে চলে আশার চেষ্টা করছে তাদের ডাণ্ডা দিয়ে পিটিয়ে আবার নিচে নামিয়ে দিচ্ছে। কিন্তু আমেরিকারনা খুব চেতনায় উজ্জীবিত হয়ে একজন পরে গেলেও আর আর একজনকে সবাই মিলে উপরে উঠানোর জন্য চেষ্টা করে জাচ্ছে ।

এবার সে আসলো ব্রিটিশদের কুপের কাছে। সেখানেও এসে সে জা দেখল তা হলে একজন ফেরেশতাদের লাঠির বারি খেয়ে পরে গেলেও অন্যরা সবাই মিলে তাকে আবার উঠানোর চেষ্টা করছে।

এই ভাবে সে সব গুলো কুপের কাছে গেল এবং একি চিত্র দেখতে পেল।

শেসে সে যখন বাংলাদেশিদের কুপের কাছে গেল , সে দেখতে পেল এই কূপ পাহারা দেওয়ার জন্য কোন ফেরেশতা নাই। যারা আছে তারাও পরে পরে ঘুমাচ্ছে।

পরে সে ঘুমন্ত ফেরেশতাকে ডেকে বলল তুমি যে ঘুমাচ্ছ , কূপ থেকে যদি কেউ উঠে চলে যায় , তখন তুমি কি জবাব দিবা?

ফেরেশতা জবাব দিল যা তার সারমর্ম হল , এরা হল বাংলাদেশী, এরা কখনো এই কূপ থেকে বের হতে পারবে না। কারণ আপনি কুপে চেয়ে দেখেন, এরা একজন কূপ থেকে উঠার চেষ্টা করলে অন্যরা সবাই মিলে তাকে নামানোর জন্য উঠেপড়ে লেগে যায়। যতক্ষণ সবাই মলে তাকে না নামাতে পারে সেই প্রজন্ত তারা হাল ছারে না।
এরা একজনের ভালো আর একজন দেখতে পারে না । তাই তারা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট। আমাদের কিছু করতে হয়ে না।

এটা হল একটা গল্প

কথাটা কিন্তু সত্য । এই বাংলির ক্ষতি করার জন্য অন্য কারো দরকার নাই। ইতিহাস বলে এই দেশের ক্ষতি আমরা যতটুকু করেছি তা হয়ত অন্য কেউ এত করে নাই।

আমরা একটা কিছু করলে তাকে কিভাবে নষ্ট বা ক্ষতি করা যায়, তা সারা দিন-রাত্রি চিন্তা করি।
কিন্তু সে একটা কিছু করেছে আমিও ভালো কিছু একটা করি এই চিন্তা আসে বলে আমার মনে হয় না ।
কিভাবে অন্যকে বাঁশ দেওয়া যায় এই চিন্তা করি আমরা বাঙ্গালীরা ।

কিন্তু এইভাবে আর কতদিন? আমাদের সবাব কি আর চেঞ্জ হবে না ?

আমরা কবে মানুষ হব? কবে আমরা নিজের সাথে সাথে অন্নের ভালটা নিয়ে চিন্তা করবো? কবে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা মানুষ হয়েছি? কবে........................?

প্রশ্ন রইল জাতির কাছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.