নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য কিছু করতে চাই

মোঃরাশেদুজ্জামান রাশেদ

ভালবাসি মাকে আর দেশটাকে। \nবিশ্বাস করি, \"সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।\"ধর্মভীরু তবে ধর্মান্ধ নই। দেশ আর মানুষের কল্যাণে ভালো কিছু করার স্বপ্ন দেখি আর চাই স্বপ্নের সফল বাস্তবায়ন।

মোঃরাশেদুজ্জামান রাশেদ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষন হওয়া যেন নারীর-ই দোষ

১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৩


ঘটনাকাল ২০০৮।
এগারো বছরের শিশু আসমাকে হাসপাতালে নিয়ে আসে তাঁর দাদী।

সমস্যাঃ মেয়েটি হটাৎ করে মুটিয়ে যাচ্ছে, সমবয়সীদের সাথে আগের মত খেলতে চায় না,
চুপচাপ শুয়ে বসে থাকতে চায়...
ডাক্তাররা পরীক্ষা করে পাঠিয়ে দিলেন গাইনী বিভাগে...নিশ্চিত হওয়া গেল শিশু আসমার দেহে আরেকটি শিশুর অস্তিত্ব...ঘটনা শুনে তাঁর দাদীর
মুর্ছা যাবার উপক্রম...এও কি সম্ভব!!!
হুম, এ অসম্ভবকে সম্ভব করেছে তাঁর এক দাদা...অবুঝ আসমা সব কিছুই গোপন রেখেছিল...আসমা তখন বোঝেনি কি ভয়ঙ্কর এক
পরিনতি অপেক্ষা করছিল তাঁর জন্য!

ঘটনাকাল ২০১৪।
সোনারগাঁয়ের মেয়ে শিউলি...জন্মগতভাবেই বাক
প্রতিবন্ধী সে...এলাকার বখাটে ছেলেটির রোষানলে পড়ে সে...ধর্ষিত হয়...মুখে বলার ক্ষমতা আল্লাহ্
তাঁকে দেন নি...বুঝিয়ে বলার ক্ষমতাও কেড়ে নেয় বখাটের হুমকি...সর্বশেষ, শারীরিক পরিবর্তন দেখা দিলে সে ডাক্তারের শরনাপন্ন হয়...ততোদিনে ৭ মাসের অন্ত্বসত্তা শিউলি।

---শুধু আসমা,শিউলি নয়... প্রতিদিনই এমন অনেক আসমা/শিউলির গল্প পত্রিকায় আসে; যারা কোন না ভাবে এই আসমা ও শিউলির মতো ধর্ষিত হয়েছে। কিন্তু আমাদের এই সমাজ, এ রকম ধর্ষনের ঘটনার পর প্রথমেই আঙুল তোলে সেই ধর্ষিতার উপর ; যেন ধর্ষন হওয়াটা তার-ই দোষ। প্রশ্ন উঠে তার চরিত্র নিয়ে, প্রশ্ন ওঠে তার পোষাক নিয়ে,প্রশ্ন ওঠে তার মা-বাবা নিয়ে। কেউ যেন ধর্ষকের দোষ দিতেই চায় না।
কিন্তু একবার ভেবে দেখেছেন কি? আপনার সেই ধর্ষকের পক্ষে পক্ষপাতীত্ব এ রকম অপরাধকে কতটা প্রচ্ছায় দিতে পারে বা সেই ধর্ষিতার কাছেই এটা কতবড় কষ্টের হতে পারে???

আমি জানি, সকলে আমার সাথে একমত হবেন না, অনেকে ঘুরে উল্টে সেই আছমা এবং শিউলিদেরই দোষ দিতে চাইবেন। যারা এই আসমা এবং শিউলিদের দোষ দিতে চান তাদের জন্য আমি কয়েকটা প্রশ্ন রেখে যাচ্ছি; আশা করছি প্রশ্ন গুলোর উত্তর দিবেন।
প্রশ্নঃ-১:
আসমার শারীরিক গঠন কি সেই পরিমানে হয়েছে যা দেখে একজন পুরুষ যৌন উত্তেজনা পেতে পারেন?
প্রশ্ন-২:
যৌন আবেদন দিতে পারে এমন পোশাক
কি শিশু আসমা/ প্রতিবন্ধী শিউলি পরে থাকত?
প্রশ্ন-৩:
শিশু আসমা/প্রতিবন্ধী শিউলির মধ্যে কি অতি আধুনিকতা/উগ্রতা ছিল?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

আলম দীপ্র বলেছেন: আমি আপনার সাথে একমত ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

আজকের বাকের ভাই বলেছেন: দোষ আসমা বা শিউলীর নয়। কিন্তু দোষ সেই সকল নারীর যারা নিজ যৌবন দেখিয়ে বাড়ায় আর পরুষত্ব নামক জানোয়ারটিকে জাগিয়ে তোলে। দোষ সেই সকল বিচারকের যারা ধর্ষকের মতো পাপীকে কয়েক মাসের জেল বা নুণতম শাস্তিও দেয় না। আজ যদি বিচারক ধর্ষনের শাস্তি ফাসি দিত, তবে সামনে বিবস্ত্র নারী দেখলেও দুরে থাকত।

কী বলবেন, বাসায় হিন্দী গানের গরম ভিডিও দেখে, রাস্তায় সুন্দরী রমনী দেখে যখন কেউ নিজেকে সামলে উঠতে পারে না তখনই আসমা ও শিউলীর মতো নারীরা ধর্ষিত হয়। আর কিছুই নয়, ধর্ষনের একমাত্র শাস্তি ফাসি হলেই দেখবেন সব ঠান্ডা।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: আমিও আপনার সাথে একমত ধর্ষনের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করা উচিত।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

নিলু বলেছেন: বেশীর ভাগ ক্ষেত্রে সাক্ষী পাওয়া কঠিন এবং সহযোগিতার অভাব রয়েছে সমাজে

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২

গোধুলী রঙ বলেছেন: ভাই, সহজ একখান কথা কই, ধর্ষন একটা অপরাধ, যে ধর্ষন করে সে অপরাধী। তবে একথা স্মরন রাখা জরুরী- লোকালয়ে দুর্যোগ এলে দেবালয়ও বাদ যায় না।

৩ বছরের কন্যা শিশু ধর্ষন হলো এইটা যেমন ঐ কন্যাটার দোষ না, তেমনি ধর্ষক, সমাজ থেকে ধর্ষক হবার মত উপাদান খুজে পাবার দায় টা ঐ ধর্ষকের পুরোপুরি নয় বলেই বোধ করি।

টিভি সিনেমায় ইন্টারনেট মোবাইলে যত যৌন উত্তেজক উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে তাতে কিছু স্ক্রু ঢিলা আপদ যে সেক্সুয়াল ফ্যান্টাসিতে ভুগবে আর রাস্তায় নেমে সেটা যদি এপ্লাই করে তাহলে দোষটা সলে কার!! আপনি সমাজ থেকে ভাইরাস দূর করার কথা বলবেন না কিন্তু ভাইরাস আক্রান্তকে গাইলাবেন- কি লাভ হচ্ছে মাথায় ঢুকে না।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: আসলে এটা আমাদের সমাজের একটা ব্যর্থতা। এই সব মানুষের মাঝে যতদিন পর্যন্ত চেতনা জাগবে না ততদিন পর্যন্ত আপনি-আমি যত কথা বলিনা কেন, তাতে কোন লাভ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.