নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য এক পৃথিবী সম্ভব......

আমি কি রকম ভাবে বেঁচে আছি, তুইএসে দেখে যা নিখিলেষ....

বিপদ সংকেত!

কেউ জানেনা আমার কেন এমন হলো! কেন আমার দিন কাটেনা, রাত কাটেনা, রাত কাটেতো ভোর দেখিনা।

বিপদ সংকেত! › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মৃত্যুর পরিসংখ্যান-

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭



৬ কোটি ২০ লক্ষ লোক দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গিয়েছিল (সম্ভবত) । যাদের ভিতর ২ কোটি ৫০ লক্ষ লোক ছিল সৈনিক আর ৩ কোটি ৭০ লক্ষ লোক ছিল সাধারন মানুয । এই আন্দাজটা নানা লোকের মতে বেশ কিছু কমবেশীও হতে পারে ।



মৃতের ভিতরে প্রায় ৮০ % ছিল মিত্র শক্তির আর ২০ % ছিল অক্ষ শক্তির ।

মিত্র শক্তির প্রায় ১ কোটি ৭০ লক্ষ সৈনিক নিহত হয়েছিল যাদের মধ্যে ১ কোটি ছিল সোভিয়েত ইউনিয়নের আর ৪০ লক্ষ ছিল চিনের ।



অক্ষশক্তির ৮০ লক্ষ সৈনিক নিহত হয়েছিল যাদের ভিতরে জার্মান ছিল ৫০ লক্ষ ।



আজ অবধি সোভিয়েত ইউনিয়নেরই যুদ্ধে সবথেকে বেশী লোক নিহত হয়েছে । সোভিয়েত ইউনিয়নের মোট ২ কোটি ৩০ লক্ষ মানুষ নিহত হয় যাদের ভিতরে ১ কোটি ২০ লক্ষ সাধারন মানুষ ছিল । এই মৃত দের মধ্যে সোভিয়েত কিছু নিজের দেশের মানুযকেই হত্যা করেছিল সে হিসাবও আছে ।

সোভিয়েত ইউনিয়ন আর চিনের মৃতের সংখ্যা নিয়ে অনেক তর্ক আছে । কারন এগুলি ঠিক ভাবে লিপিবদ্ধ হয়নি । কেউ কেউ চিনের মৃত্যু সংখ্যা দ্বিগুন বলেও মনে করেন ।



এই যুদ্ধে ভারতের প্রায় ৮৭ হাজার সৈন্যের মৃত্যু হয় যাদের মধ্যে প্রায় ২৬০০ জন ছিল আজাদ হিন্দ ফৌজের সেনা । যুদ্ধ সংক্রান্ত কারনে ১৯৪৩ সালে বাংলায় দেখা দেয় মন্বন্তর যাতে ৩৫ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছিল ।



নাৎসিরা প্রায় ৯০ লক্ষ মানুষকে হত্যা করেছিল যাদের ভিতরে দুই তৃতীয়াংশ ছিল ইহুদি ।

১৯৩৭ সালে চিনের নানকিং এ জাপানিরা প্রায় ৩ লক্ষ চিনাকে হত্যা করেছিল ।



যুদ্ধের প্রায় শেষে আমেরিকা জাপানে পরমানু বোমা ফেলে । তাতে হিরোশিমাতে ১ লক্ষ ৪০ হাজার ও নাগাসাকিতে ৭৪ হাজার লোকের মৃত্যু হয় ।



হিরোশিমাতে প্রায় ২ হাজার জাপানী আমেরিকান আর ১১ জন আমেরিকান যুদ্ধবন্দীরও মৃত্যু হয়েছিল ।

মৃতদের মধ্যে ২২ হাজার কোরিয়ানও ছিল যাদের ভিতর ২০ হাজার নিহত হয় হিরোশিমাতে আর ২ হাজার নাগাসাকিতে ।

যুদ্ধ শেষ হবার পরে যুদ্ধাপরাধীদের বিচার হয় । কিন্তু দুঃখের বিষয় মিত্রশক্তির কোনো যুদ্ধাপরাধীর বিচার আজও হয়নি ।



আরো জানতে দেখুন Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: নাৎসিরা প্রায় ৯০ লক্ষ মানুষকে হত্যা করেছিল যাদের ভিতরে দুই তৃতীয়াংশ ছিল ইহুদি ।

আহারে.....

আর কয়দিন সময় পাইলে বাকিগুলারে মাইরা সাফা করতে পারত। তাইলে এই আবালের ইসরাইল হইত না। পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারত।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

রাতুলবিডি২ বলেছেন: নাৎসিরা প্রায় ৯০ লক্ষ মানুষকে হত্যা করেছিল যাদের ভিতরে দুই তৃতীয়াংশ ছিল ইহুদি ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

রিওমারে বলেছেন: ইহুদীদের উপর সবাই এত ক্ষেপা কেন?? :P :P কোরানের ভাস্যমতে ইহুদীরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি।। সুরা বাকারা আয়াত ১১২ হে বনী ঈসরাইল । তোমরা স্মরণ কর আমার সেই অনুগ্রহের কথা যা আমি তোমাদেরকে দিয়েছি । বিশ্ব বাসীর উপর আমি তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছি ।।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

শার্লক বলেছেন: @ রিওমারে এই বনী ইসরাইল তো আর সেই বনী ইসরাইল নেই। যখন থেকে তারা নবীজীকে অস্বীকার করলো তখন থেকেই তারা অভিশপ্ত জাতিতে পরিনত হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.