![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ নয়, তবে সাধারনের কাছাকাছি একজন। সাদা কাগজে প্রতিদিন কালো কালির আচর টানি.।.।
এ পর্যন্ত ইউটিউব থেকে ইনকাম করার অনেক পোষ্ট করা হয়েছে। কিন্তু আমি আজকে যা বলব এর আগে কেউ তা বলেনি। এর আগে কেউ ইউটিউব নিয়ে এত খোলামেলা ভাবে বলেনি। বলেনি কিভাবে আয় করা যা ইউটিউব থেকে। আমরা হয়ত বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু লেখা পেয়েছি ইউটিউব থেকে ইনকাম করার, কিন্তু এটাই ইউটিউব থেকে ইনকাম করার মেগা টিউন।
এই ই বুক এ ইউটিউব থেকে কিভাবে আয় করবেন তা শুরু থেকে ধাপে ধাপে শেখানো হয়েছে। কিভাবে ভিডিও তৈরি করবেন, কিভাবে অডিও তৈরি করবেন, কখন ভিডিও আপলোড করলে বেশি উপকৃত হবেন, কিভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবেন, কিভাবে আপনার ভিডিওটির ভিউয়ার বাড়াবেন, সব আলাদা আলাদা ভাবে বোঝানো হয়েছে এই বইটিতে।
বইটিতে আমি চেষ্টা করেছি সব নিজের মত করে গুছিয়ে লেখার। যাতে করে যে কেউ বইটি পড়লে ইউটিউবে কিছু একটা করতে পারবে।
ডাউনলোড
বইটি অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বইটি সবার উপকারের জন্য লেখা।
২| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৩
কাহাফ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২৫
ফয়সাল খালাসী বলেছেন: ভালই গুছিয়ে লিখেছেন। তবে সবকিছুই বেশী সংক্ষিপ্ত হয়ে গেছে। আর টাকা আয় করার মুল বিষয়টি (monetize) সম্পর্কে কিছুই লেখেননি। আমি যতদূর জানি স্বাভাবিক monetization নিয়মে বাংলাদেশ সাপোর্ট করে না। কিভাবে অন্য উপায়ে বাংলাদেশী চ্যানেলের monetization করা যায় সেই সম্পর্কে লিখা উচিৎ ছিল।
যাইহোক বইটি বেশ পরিশ্রম করে লিখেছেন বলে মাত্র একটা + দিলাম।