![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ নয়, তবে সাধারনের কাছাকাছি একজন। সাদা কাগজে প্রতিদিন কালো কালির আচর টানি.।.।
গল্প প্রধান ও তারকা সমৃদ্ধ এই ধারাবাহিকের আরেকটি বড় চমক হলো এর শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা। এই দুই শিল্পীর দ্বৈত কণ্ঠে এই প্রথম কোনো নাটকে শীর্ষ সংগীতে অংশ নেয়া। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। ধারাবাহিকে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, বন্যা মির্জা, পারভীন সুলতানা দিতি, মৌসুমী নাগ, বাঁধন, নওশীন, স্বাগতা, কল্যাণ, নিলয়, রওনক হাসান, লায়লা হাসান, ডলি জহুর, চিত্রলেখা গুহ, কে এস ফিরোজ প্রমুখ।
১ম পর্বের লিঙ্ক
২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
সরদার হারুন বলেছেন: আমার মতামতের উপর কোন উত্তর লেখক লিখেননি কেন ?
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৬
সরদার হারুন বলেছেন: আজীবন নাটক পাগল ছিলেম আমি ।মঞ্জ নাটক করতাম ,দেখতাম ।
সেই থিয়েটার,যাত্রা, সিনেমা আজ আর নেই ।T.V .নাটক দেখতাম সপ্তাহে একদিন ১ ঘন্টার ।
যখন দেখলাম নাটকের নামে কতগুলি পারফরমার কে এনে যারযার
গ্রামের ভাষায় সংলাপ বলতে বলা হচ্ছে
,(নাটক হলো সমাজের মানুষের
প্রতিদিনের প্রতিচ্ছবি)
তখন নাটকের উপর থেকে মন উঠে গেল ।
নাট্যকার,পরিচালকেরা নিজেরাও জানে যে তারা যা পরিবেশন করছেন
তাতে কতগুলি হাসির খোরাক হচ্ছে হচ্ছে মাত্র। ছেলে ভোলানো নাটক আর কি ।
++++++++++++++++++++++++++