নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

০পন্ডিতমশাই

বাংলাদেশ চিরজীবি হউক

০পন্ডিতমশাই › বিস্তারিত পোস্টঃ

রাতে আসারাম বাবুর শুরু হত একান্ত নারীসঙ্গ !

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৩

ভারতের কথিত গডম্যান বাপুর বিপদ বাড়ালেন তারই একান্ত ঘনিষ্ঠ সহযোগী। আসারাম বাপুর আরও এক কীর্তির খবর ফাঁস করলেন তাঁর ঘনিষ্ঠ এক শিষ্য। পুলিশের জেরার মুখে আসারামের সেই শিষ্য বলেন, রাত ৮টার পর মহিলাদের সঙ্গে একান্তে সাক্ষাত্ করতেন। আসারামের কীর্তিকে ধামাচাপা দিতে তার শিষ্যরা রাজস্থান পুলিশকে ঘুষ দিতে চেয়েছিল এমন খবরও প্রকাশিত হয়।

এদিকে, মশার কামড়ে জেলের ভিতর আসা রামের ঘুম ঠিকমত হচ্ছে না বলেতার শিষ্যরা অভিযোগ করলেন। প্রসঙ্গত, স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় যোধপুরের পুলিশ। এক নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত এই জনপ্রিয়

ধর্মগুরুকে শনিবার রাতে তার আশ্রম থেকে গ্রেফতার করে পুলিশ। আগামি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আশারামকে জেল হেফাজতে থাকতে হবে।

প্রসঙ্গত, ১৬ বছরের একটি মেয়ে ২০ অগস্ট অভিযোগ করে, গত ১৫ আগস্টআসারাম বাপু তার যোধপুরের আশ্রমে তার উপর যৌন নির্যাতন চালিয়েছে।

অভিযোগ উড়িয়ে আসা রামের ছেলে জানান, ওই কিশোরী মানসিক ভারসাম্যহীন। পরে ঘটনার প্রতিকারের দাবিতে সরব হয় মহিলাও সামাজিক সংগঠনগুলি। এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে আসা রামের স্নায়ুর লড়াই। শনিবার মাঝরাতে আশারামকে তার আশ্রম থেকে গ্রেফতার করা হয়। সূত্র: সংবাদসংস্থা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.