নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন জীবনের জন্য

সুখ নাইরে পাগল . . .

পানকৌড়ি

পানকৌড়ি › বিস্তারিত পোস্টঃ

ডোরেমন বাংলায় রূপান্তরের দাবি

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৯









জাপানের টেলিভিশন চ্যানেল টিভি আশাহির কাছে প্রতিদিন বাংলাদেশ থেকে অনুরোধ যাচ্ছে। অসংখ্য মানুষ অনুরোধ করছে তাদের কাছে। তারা হিন্দি ভাষার কার্টুন ‘ডোরেমন’ বাংলায় রূপান্তরিত করার অনুরোধ করছেন। শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই কার্টুনটি ভাষার প্রতি হুমকি- এমন আশঙ্কায় সরকার এর সমপ্রচার বন্ধ করে দেয়। কিন্তু অনেক শিশু এতে এত আসক্ত হয়ে পড়েছে যে, তারা রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। তারা অভিভাবকদের কাছে অনুনয় করছে ডোরেমন দেখার। কিন্তু এর সমপ্রচার বন্ধ হওয়ায় অভিভাবকরা পড়েছেন বিপাকে। ফলে তাদের অনেকেই ওই টেলিভিশন চ্যানেলের কাছে অনুরোধ পাঠাচ্ছেন যেন

ডোরেমন বাংলায় রূপান্তর করা হয়।



এ কার্টুনটি শিশুদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠার প্রেক্ষিতে আশঙ্কা করা হয় এতে শিশুদের নিজস্ব বাংলা ভাষা শিক্ষা বন্ধ হয়ে যাবে। জাপানের অনলাইন আশাহি’তে প্রকাশিত এক রিপোর্টে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে ওই কার্টুনটির সমপ্রচার বন্ধ রয়েছে ফেব্রুয়ারি থেকে। টিভি আশাহি করপোরেশন এই কার্টুন নির্মাতা ও পরিবেশক। তারা জাপানে টাইম-ট্রাভেলিং রোবট ডোরেমনকে নিয়ে নির্মাণ করে এই কার্টুন। ২০০৫ সালে ভারতের একটি স্যাটেলাইট টেলিভিশন হিন্দি ভাষায় রূপান্তর করে সমপ্রচার করা শুরু করে ডোরেমন। তা পরে বাংলাদেশের একটি টেলিভিশন স্টেশন লুফে নেয়। তারা বাংলায় রূপান্তর না করেই তা সমপ্রচার করা শুরু করে। নিজের ভাষায় রূপান্তরিত না হওয়া সত্ত্বেও এটি সারা দেশে শিশুদের কাছে রাতারাতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। জনগণের প্রতিবাদের পরে এ বিষয়টিতে শাসক দলের এমপিরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, এই কার্টুন সমপ্রচার অব্যাহত থাকলে নিজস্ব ভাষা বিপন্ন হতে পারে। এ অবস্থায় সরকার সব টেলিভিশন স্টেশনকে নোটিশ করে, ভারতের অননুমোদিত টেলিভিশন প্রোগ্রাম যেন কোন স্যাটেলাইট চ্যানেল প্রচার না করে। টিভি আশাহি বলেছে, এর পরে তারা বাংলাদেশ থেকে অসংখ্য অনুরোধ পেয়েছেন। তাতে ডোরেমনকে বাংলা ভাষায় রূপান্তর করতে অনুরোধ জানানো হয়েছে।





সূত্র : মানবজমিন

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৩

সিম্ফনি007 বলেছেন: আমিও একমত। যত দোষ শিশুদের। আমি এই কার্টুনটি দেখতাম, শিক্ষনিয় অনেক কিছুই এর মধ্যে আছে। অথচ এক শ্রেনীর অভিবাক শিশুদের পেছনে উঠেপরে লেগেছে (মহিলা অভিবাবক)। যখন শিশুরা কার্টুন দেখে তখন তারা ইন্ডিয়ান উদ্ভট সব কাহিনির সিরিয়াল দেখতে পারেনা বলেই ডোরেমন খারাপ। আমাদের দেশেতো অনেক চ্যানেল আছে, তরা ইচ্ছা করেলেই বাংলায় ডোরেমন ডাবিং করতে পারেন।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

পানকৌড়ি বলেছেন: আসলে আমাদের দেশে মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলার প্রবণতা বেশী । কার্টুনটা হিন্দি হোয়াতে যত আপত্তি । বাঙলা করতে পারিনি তাই হিন্দিতো দেখতে দিবনা ।

২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

সিম্ফনি007 বলেছেন: ভাই কারো কাছে কি অনলাইনে ডোরেমন দেখার যদি কোন লিংক আছে ? থাকলে দিবেন প্লিজ।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

পানকৌড়ি বলেছেন: আপাতত: লিংক নাই । পেলে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ।

৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

মদন বলেছেন: ১০০০০০০০০০০০০০০০০০০০০% একমত

৪| ১৩ ই মে, ২০১৩ রাত ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: এটা বন্ধের অনুরোধ করে পোস্ট পড়েছিলাম বোধ হয় সামুতে।এখন আবার বাংলায় ডাব করে প্রচারের দাবী।ব্যপারটা কেমন হয়ে গেল না।

৫| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: বাংলায় ডাবিং হোক।

৬| ১৭ ই মে, ২০১৩ সকাল ১১:৪৮

হেনরি রাইডার হেগার্ড বলেছেন: ডোরেমন আমি নিজেও ইনজয় করেছি :| :| :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.