![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজশাহী নগরের আলুপট্টির মোড়। সন্ধ্যা সাড়ে সাতটা (গতকাল)। টিপটিপ বৃষ্টি। মসজিদ থেকে বের হলেন রাজশাহী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। সঙ্গে চারবারের মতো নির্বাচিত কাউন্সিলর আবদুল হামিদ সরকার। মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বসলেন পাশের এক ব্যবসায়ীর কার্যালয়ে। চায়ের জন্য বললেন।
এই মোড় দিয়ে যাচ্ছিলেন নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন। খায়রুজ্জামান এখানে আছেন শুনে ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকলেন তিনি। খায়রুজ্জামান উঠে দাঁড়ালেন। হাত বাড়িয়ে মোসাদ্দেককে বুকে টেনে নিলেন। নিশ্চুপ দাঁড়িয়ে থাকলেন কাউন্সিলর আবদুল হামিদ ও এই প্রতিবেদক। শুরু হলো আড্ডা। নতুন মেয়রের জন্য চা বলা হলো। মোসাদ্দেক চিনি ছাড়া চা খান। ডায়াবেটিস হয়নি, কিন্তু মৃত্যুর আগে বাবার ডায়াবেটিস ধরা পড়েছিল। তাই চিকিৎসকের পরামর্শে অনেক দিন থেকে মোসাদ্দেক চিনি ছাড়া চা পান করেন। বললেন, ‘এখন অভ্যাস হয়ে গেছে। এতে ভালোও আছি।’
কথায় কথায় নতুন মেয়র মোসাদ্দেক সিটি করপোরেশনের প্রসঙ্গ তুললেন। সাবেক মেয়রের কাছে জানতে চাইলেন কয়টি প্রকল্প চলমান আছে। খায়রুজ্জামান একেক করে প্রকল্পগুলোর নাম বললেন। কোনটির কতটুকু অগ্রগতি, তা-ও বললেন। কীভাবে প্রকল্পগুলো হাতে নিয়েছেন, কীভাবে প্রকল্প পাস করাতে হয় তার দু-একটি কৌশলও বলে দিলেন। কথা চলল দুই মেয়রে—
খায়রুজ্জামান: কাজগুলো বন্ধ করে দিয়ো না। আমি নতুন অনেক কাজ করেছি। মিজানুর রহমান মিনুর আমলের কাজও শেষ করেছি।
মোসাদ্দেক: উন্নয়ন চলমান প্রক্রিয়া। প্রকল্পগুলো জনস্বার্থেই নেওয়া হয়েছিল। প্রকল্পগুলো শেষ করব।...মালোপাড়ার রাস্তাটার কী অবস্থা, ভাই!
—কয়েকটি রিট থাকার কারণে অধিগ্রহণ ঠেকে আছে।
—এই অধিগ্রহণটা আপনি করতে গেলেন কেন?
—(খায়রুজ্জামান হেসে) অধিগ্রহণ না করলে তো উন্নয়নও করা যাবে না।
—উন্নয়ন করে তো ভোট পাওয়া গেল না। নিজে ঠেকে এবার শিখলেন তো। (দুজনই একসঙ্গে হেসে উঠলেন)। লিটন (খায়রুজ্জামান) ভাই, সিটি সেন্টারটা আপনি এনা প্রপার্টিজকে দিয়ে করালেন কেন, নিজে করলেই তো পারতেন।
—নিজের করার মতো তো করপোরেশনের টাকা ছিল না।
—স্বপ্নচূড়া প্লাজাটা সিটি ভবনের পাশে না করে জায়গাটি উন্মুক্ত রাখলে বেশি সুন্দর লাগত না! এই ভবনে সিটি বিশ্ববিদ্যালয় হলে সিটি ভবনের পরিবেশ আর আগের মতো থাকবে না।
—পরে অন্য জায়গায় সরিয়ে নিলেই হবে। ফাঁকা রাখলে ভালো লাগত ঠিক আছে। তবে সিটি ভবনের সামনেও আরও বেশি জায়গা ছাড়া দরকার ছিল। তখন মিজানুর রহমান মিনু সেটা করতে পারেননি। যাই হোক, যে বাণিজ্যিক ভবনগুলো করা হয়েছে তাতে তুমি বসলে (মেয়রের দায়িত্ব নিলে) বুঝতে পারবে সিটি করপোরেশনের অনেক আয় হবে।
—(আরেক কাপ চায়ের ফরমাশ দিলেন মোসাদ্দেক হোসেন) ভাই, মাদক রাজশাহীর অন্যতম সমস্যা। অভিভাবকেরা সচেতন না হলে শুধু প্রশাসন দিয়ে কি ঠেকানো যাবে?
—কখনোই ঠেকানো যাবে না। ছেলে কখন বাড়ি ফিরছে, কখন ঘুম থেকে উঠছে? মা-বাবাকে খেয়াল রাখতে হবে। ছেলে রাত করে বাড়ি ফিরবে, দুপুর ১২টা পর্যন্ত ঘুমোবে আর মা-বাবা খেয়াল করবেন না; তাহলে তো হবে না।
—ভাই, আপনার মনে আছে না, সন্ধ্যার পরে বাড়ি ফিরলে আন্টির (খালা) কত বকা খেতে হয়েছে।
দুই মেয়র এক জায়গায় বসেছেন, ইতিমধ্যে এ খবর চাউর হয়েছে। দু-একজন করে সমর্থকেরা আসছেন। পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছেন। আড্ডা অন্যদিকে মোড় নিচ্ছে।
এ সময় প্রথম আলোর পক্ষ থেকে নতুন মেয়র মোসাদ্দেক হোসেনের কাছে জানতে চাওয়া হলো—এটা অনেকটা রীতি হয়ে গেছে, আগের জনপ্রতিনিধির স্মৃতিচিহ্ন মুছে দেওয়া। রাজশাহীতে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান নগরের বিন্দুর মোড়কে সুন্দর করে সাজিয়েছেন। মাঝখানে একটা মনুমেন্ট তৈরি করেছেন। নাম পরিবর্তন করে রেখেছেন ‘এ এইচ এম কামারুজ্জামান চত্বর’। আপনি কি এগুলো রাখবেন, না ভেঙে ফেলবেন?
মোসাদ্দেক হোসেন বললেন, ‘না, না; ভেঙে ফেলব কেন! সারা দেশের রাজনৈতিক সংস্কৃতি যা-ই হোক, আমরা রাজশাহীর মানুষ নতুন সংস্কৃতি চালু করব। রাজশাহী আজ যা করবে, কাল তা বাংলাদেশ করবে।’
নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য খায়রুজ্জামান নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাতে যাবেন। এ জন্য একটা আয়োজন করা হয়েছে। তাই সবাইকে ধন্যবাদ দিয়ে উঠে গেলেন তিনি। আস্তে আস্তে ঘর ভরে গেল মোসাদ্দেকের সমর্থকে।
সূত্র
২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৪০
পানকৌড়ি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা রিংকু ভাই ।আপনার বিশ্বাস অটুট থাকুক ।
২| ২১ শে জুন, ২০১৩ সকাল ৯:০১
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম ভালো লাগোল পড়ে আশার আলো দেখলাম
কিন্তু সংদসে যেই চুদুরবুদুর শুরু হইছে
২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৪২
পানকৌড়ি বলেছেন: আসলে পুথিগত দিক থেকে ভুল না হলেও সামাজিকতা বলে একটা কথা আছে ।
৩| ২১ শে জুন, ২০১৩ সকাল ৯:০৩
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম ভালো লাগোল পড়ে ,আশার আলো দেখলাম
কিন্তু সংসদে যেই চুদুরবুদুর শুরু হইছে
৪| ২১ শে জুন, ২০১৩ সকাল ৯:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো সংবাদ ! এখন একসাথে মিলেমিশে চুরি করা শুরু না করলেই হল
ভালো থাকবেন ।
২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৪
পানকৌড়ি বলেছেন: অপূর্ণ দা আপনাকে পেয়ে খুব ভাললাগলো ।
আসলে আপনার আংশকাটা বরাবর থেকেই যায় ।
৫| ২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৭
কলাবাগান১ বলেছেন: "উন্নয়ন করে তো ভোট পাওয়া গেল না। " পুরাতন মেয়রকে বললেন নতুন মেয়র
তার মানে মানুষ উন্নতি চায় না.. চায় শুধু পছন্দের লোক ক্ষমতায় থাকুক
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১৬
পানকৌড়ি বলেছেন: আসলে এখানে জাতীয় ইসু্ গুলি প্রভাব বিস্তার করেছে । তাছাড়া লিটন ভাইয়ের কিছু মেলামেশাগত সমস্যা আছে ।
৬| ২১ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৪
এ্যরন বলেছেন: কলাবাগান১ বলেছেন:তার মানে মানুষ উন্নতি চায় না.. চায় শুধু পছন্দের লোক ক্ষমতায় থাকুক.......... সহমত
২১ শে জুন, ২০১৩ সকাল ১০:২১
পানকৌড়ি বলেছেন: রাজশাহীর লোকজন উন্নয়ন অস্বীকার করেনা । আপনি হয়তো তা জেনে থাকবেন কিন্তু ওইযে উপরের মন্তব্যে যা বললাম ।
৭| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আশা করি সব রাজনীতিবিদ সবই একদিন এই রকম হবে।
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৬
পানকৌড়ি বলেছেন: তাহলে আসলেই দেশটা সোনার বাঙলা হবে ।
৮| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪
ল্যাটিচুড বলেছেন: রাজশাহীর উন্নয়নের রুপকার - মেয়র মিনুর পর, খায়রুজ্জামান লিটন রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র হয়ে অভূতপূর্ব উন্নয়ন করেছেন তা প্রংশসার দাবী রাখে।
রাজনীতির জটিল হিসাবে মেয়র লিটন পরাজিত হলে ও রাজশাহী সিটির মানুষ লিটনের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করতে এখনো কার্পন্য করছে না। তাই নতুন মেয়র যদি রাজশাহীর উন্নয়নের বিষয়ে বিদায়ী মেয়র লিটনের মত সচেষ্ট না হন, তাহলে আমি নিশ্চিত রাজশাহীবাসি পরবর্তীতে আবারো মেয়র নির্বাচনে অথবা অন্য যে কোন নির্বাচনে খায়রুজ্জামান লিটন কে তাদের পছন্দের নেতা হিসাবে বেছে নিতে কার্পন্য বোধ করবেন না।
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৮
পানকৌড়ি বলেছেন: আপনার সাথে একমত (যদি দল তাকে মনোনয়ন দেয় )
৯| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:১৪
তৌফিক মাসুদ বলেছেন: আমি এই পর্যন্ত যতগুলো শহর দেখেছি তার মধ্যে রাজশাহী শহর সবচেয়ে গোছালো এবং সবকিছু হাতের নাগালে পাওয়া যায়। ছোট শহর, কিন্তু কি নেই সেটাই খুজে পাওয়া মুশকিল।
দলীয় রাজনীতি যাই হউক, আগের দুই মেয়র ( মেয়র মিনু এবং লিটন) যা করেছেন তা সারা দেশের জন্যই অনুকরনীয়। রাজশাহী শহরটা দেখলেই তা বোঝা যায়। এখানে কজ হয়েছে উন্নয়নের লক্ষ্যে, যদিও দুই জনকেই বিতর্ক মুক্ত পাওয়া যায়নি। তবে আমি বলি এটা মন্দের ভাল।
আগামীতে নতুন মেয়র বুলবুল ভাইয়ের জন্য শুভকামনা রইল।
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:২১
পানকৌড়ি বলেছেন: আপনার মুখে রাজশাহীর প্রশ্ংসা শুনে সিনা টানটান হয়ে গেল । আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
১০| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৫
স্বপনবাজ বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: হুম ভালো লাগোল পড়ে ,আশার আলো দেখলাম কিন্তু সংসদে যেই চুদুরবুদুর শুরু হইছে
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৩
পানকৌড়ি বলেছেন: যারা চুদুর বুদুর করতে চাই তারা তা্ই নিয়ে থাকুক । আর যারা সত্যিই দেশপ্রেমিক তারা কথার চাইতে কাজ বেশী করার চেষ্টা করে ।
১১| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৭
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: এই চিন্তা যদি সবার মাঝে থাকে তাইলে মনে হয় সংসদে চুত্মারানিরা থাকবেনা আর কেও ***ুরবুদুর ও করবেনা।
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৬
পানকৌড়ি বলেছেন: আসলে নেতারাই দেশের মুখ উজ্জ্বল করে আবার নেতারাই দেশের অকল্যাণের কারন হয়ে দাড়ায় ।
তবে আলমগীর ভাই আশা ছাড়বেন না ।
১২| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
শাকিলা জান্নাত বলেছেন: নির্বাচনের আগে জনাব মোসাদ্দেকের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। রাস্তায় দেখা হল। বড় ভালই লাগলো।
২২ শে জুন, ২০১৩ ভোর ৬:৫৭
পানকৌড়ি বলেছেন: আসলেই তিনি ভাল মানুষ । তার ক্লিন ইমেজ তাকে বিজয়ী হতে সহযোগীতা করেছে । ধন্যবাদ আপনাকে ।
১৩| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শিরোনামটা পছন্দ হইছে , যদিও আমি রাজশাহীর লোক নই ।
আশা করছি মুখে মধু আর অন্তরে বিষ হবে না । এই রকম বাংলাদেশেরই স্বপ্ন দেখি খুব ।
২২ শে জুন, ২০১৩ সকাল ৭:০০
পানকৌড়ি বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় অধিকাংশ দায়িত্ব কিন্তু আপনারই । মন্ত্রী মহোদয় এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ।
১৪| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:০৩
শাহরিয়ার পলক বলেছেন: ‘রাজশাহী আজ যা করবে, কাল তা বাংলাদেশ করবে’
সেদিনের অপেক্ষায় থাকলাম... ধন্যবাদ আপনাকে কথাগুলোর জন্য।
২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:২১
পানকৌড়ি বলেছেন: ধন্যবাদ আপনাকেও । ইনশাল্লাহ চেষ্টা করে যাবো । আপনাদের সহযোগীতাও একান্তভাবে কাম্য ।
১৫| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২২
নিয়েল হিমু বলেছেন: রাজশাহী আজ যা করবে, কাল তা বাংলাদেশ করবে।’ এটাই কামনা থাকবে ।
২২ শে জুন, ২০১৩ সকাল ৭:০৪
পানকৌড়ি বলেছেন: আপনাদের দোয়া,চেষ্টা,ভালবাসা থাকলে অবশ্যই কামনা পূর্ণ হবে ইনশাল্লাহ ।
১৬| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৬
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++ রাজশাহী এবং প্রিয় বাংলাদেশের জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৬
ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমি ও মনে প্রাণে বিশ্বাস করি....
‘রাজশাহী আজ যা করবে, কাল তা বাংলাদেশ করবে’
বুলবুল ভাই ও লিটন ভাই ২ জন কেই শুভেছা