![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিটার তার বন্ধু ববের সাথে নৌকায় ঘুরতে বের হলো। হঠাৎ প্রচন্ড ঝড় উঠলো। তারা কোনরকমে তীরের কাছে একটা ফার্ম হাউজে এসে উঠলো। দরজায় ধাক্কা দিতে একজন সুন্দরী মহিলা দরজা খুললো। দুই বন্ধু রাতে থাকার জন্য তার কাছে আশ্রয় চাইলো।
'কিছুদিন হলো আমার স্বামী মারা গেছেন।' মহিলা বললো। 'আমি তোমাদের বাড়িতে জায়গা দিলে লোকে নানা কথা বলবে।'
'ঠিক আছে, ম্যাম। আমরা বুঝতে পেরেছি। আমরা আস্তাবলে শুতে পারবো।' পিটার বললো।
মহিলা তাতে রাজি হলেন। এবং দুই বন্ধু আস্তাবলে শুয়ে পড়লো।
পিটার ঘুমিয়ে পড়লে বব মাঝ রাতে মহিলার রুমে গেল। পরে ভোরে আবার এসে পিটারের কাছে শুয়ে পড়লো। পিটার কিছুই টের পেল না।
নয় মাস পর, পিটার সেই বিধবা মহিলার উকিলের কাছ থেকে একটা চিঠি পেলো। বন্ধু ববের কাছে গিয়ে বললো, 'মনে আছে, আমরা কয়েক মাস আগে এক ফার্ম হাউজে এক সুন্দরী বিধবার দেখা পেয়েছিলাম?'
'হ্যাঁ, মনে আছে।'
'তুই কি ঐ রাতে ঘুম থেকে উঠে মহিলার সাথে কিছু করেছিলি?'
'হ্যাঁ, স্বীকার করি, করেছিলাম।'
'তুই কি তখন তাকে নিজের নাম না বলে আমার নাম বলেছিলি?'
'দোস্ত, মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে।' ধরা পড়ে বব বললো।
'না-রে, বরং তোকে ধন্যবাদ জানাতে এসেছি।' পিটার হেসে বললো। 'ঐ বিধবা কয়েকদিন আগে মারা গেছে আর সব সম্পত্তি আমার নামে করে গেছে।'
১০ ই মে, ২০১১ সকাল ১১:১০
অনাগত আর্তনাদ বলেছেন:
২| ১০ ই মে, ২০১১ সকাল ১১:২১
মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: জোশ ত, মজাক পাইসি
১০ ই মে, ২০১১ সকাল ১১:৩১
অনাগত আর্তনাদ বলেছেন: ধইন্যা মজা পাওয়ার জন্য
৩| ১০ ই মে, ২০১১ সকাল ১১:২৯
শায়েরী বলেছেন: Hmm fhunny
১০ ই মে, ২০১১ সকাল ১১:৩৬
অনাগত আর্তনাদ বলেছেন: হুম ধইন্যা
৪| ১০ ই মে, ২০১১ সকাল ১১:২৯
শায়েরী বলেছেন: Hmm Funny
৫| ১০ ই মে, ২০১১ সকাল ১১:২৯
জীবন চন্দ্র বর্মন বলেছেন: অনেক জোস হইছে।
ধন্যবাদ--------
১০ ই মে, ২০১১ সকাল ১১:৩৯
অনাগত আর্তনাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!!
৬| ১০ ই মে, ২০১১ সকাল ১১:৪৯
সমাধানদাতা বলেছেন: জোস
১০ ই মে, ২০১১ দুপুর ১২:১৬
অনাগত আর্তনাদ বলেছেন: আপনার প্রোফাইল ফটু টাও জোস । কিন্তু লোকটারে তো চিনবার পারলাম না । ওসামা নাকি !!!!!! :#>
৭| ১০ ই মে, ২০১১ সকাল ১১:৫৯
সপ্তডিঙা বলেছেন:
১০ ই মে, ২০১১ দুপুর ১২:১৮
অনাগত আর্তনাদ বলেছেন:
৮| ১০ ই মে, ২০১১ দুপুর ১২:২৬
সোনালীডানা বলেছেন:
১০ ই মে, ২০১১ বিকাল ৩:৫৫
অনাগত আর্তনাদ বলেছেন:
৯| ১০ ই মে, ২০১১ বিকাল ৩:০৬
সমাধানদাতা বলেছেন: বুশ+ওসামা+ওবামা=?, আপনিই বলেন
১০ ই মে, ২০১১ বিকাল ৩:৫৪
অনাগত আর্তনাদ বলেছেন: ওবামা বিন লাদেন হবে মনে হয় :#>
১০| ১১ ই মে, ২০১১ দুপুর ২:৪৮
আমি তুমি আমরা বলেছেন: কমন পড়ছে
১০ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৮
অনাগত আর্তনাদ বলেছেন: ও
১১| ১৫ ই মে, ২০১১ সকাল ১১:৩৭
সাইমনরকস বলেছেন: কমন পড়েছে বাট ফানি।
১৫ ই মে, ২০১১ বিকাল ৪:১৯
অনাগত আর্তনাদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১১ সকাল ১১:০৭
ইষ্টিকুটুম বলেছেন: হাহাহা ভালো প্রতিদান; উপযুক্ত শিক্ষা!!