নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথোপকথন

বুলবুল আহমেদ পান্না

যদি ভাবো কিনছো আমায়, ভুল ভেবেছো......

বুলবুল আহমেদ পান্না › বিস্তারিত পোস্টঃ

হায় বাংলা বানানরীতি.........:( (কি কহিব দুঃখের কথা:|)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০২

প্রতিদিনকার মতো আজ সকালেও চরম ব্যস্ততা নিয়ে কর্মক্ষেত্রে যাবার জন্য তৈরি হচ্ছিলাম আমি আর আমার বউ। এম্নিতেই, কোন কারন ছাড়াই বাসার টিভিটা চলছিলো। চ্যানেল আই (channel I;))। কি একটা অনুষ্ঠান যেন হচ্ছিলো (ফেব্রুয়ারি উপলক্ষ্যে) কিন্তু আসলে দেখছিলাম না কিছুই।

মোজা পায়ে দিতে দিতে হঠাৎ কানে আসলো এরকম কিছু কথা...

-- "দর্শকমণ্ডলী, এখন আমরা এখানকার (জায়গাটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান) উপস্থিত লোকজনকে কিছু বাংলা শব্দের বানান জিজ্ঞেস করবো এবং সঠিক উত্তর দাতার জন্য আছে পুরস্কার"



আমি মোটামুটি একধরনের আগ্রহ নিয়ে তাকালাম টিভির দিকে।

প্রথমেই এক লাল জামা পরিহিতা, পা নাচাতে মহাব্যস্ত সুন্দরী তরুণী......B-)। তার কাছে জানতে চাওয়া হলো "ঋণী" বানান কি? তো, সেই বঙ্গ ললনা খুব ভাব নিয়ে বললেন-

"দেখি ট্রাই!:| করে"। অতঃপর তিনি ব্যাপক হাসি হেসে ট্রাই!:| করলেন- "ঋণী বানান... উমম.... 'ঋ'...'ণ' " আবার হাসি। উপস্থাপক বললেন, "আপনি সিউর!":|। ললনা বললেন- "জ্বি.... হি হি..."



(আমার ভ্রু স্বাভাবিকভাবেই খানিক কুচকে গেছে ততক্ষণে)/:)



উপস্থাপক- "কিন্তু 'ঋ' আর 'ণ' তে তো 'ঋণ' হয়"

ললনা- "ওহ.... সরি! সরি! 'ণ' র পরে 'ি'... না না 'ী' হিহিহি...."

এরপর উপস্থাপক মহোদয় উক্ত ললনার বাম পার্শ্বে দণ্ডায়মান সফেদ পোশাক পরিহিতা অপর একজন প্রায় সুন্দরী ললনাকে জিজ্ঞাসিলেন- "উনি (১ম জন) কি ঋণী বানান সঠিক বলেছেন?"

২য় ললনা- "ঠিক বলতে পারবোনা... (এবং হাসি.....)":|



এবার উপস্থাপক তাহার চ্যানেল আই সুলভ হাসি হেসে ১ম ললনাকেই পুরস্কার বিজয়িনী ঘোষনা করলেন। ১ম ললনা বিজয়োল্লাসে ইয়াহ্হু...... :P ধ্বণি সমেত নিজেই করতালিতে মুখর হলেন।

টেলিভিশন ক্যামেরা এগিয়ে চললো...........;)



এইবার আমি নিজে ক্লিষ্ট হাসি হাসলাম পুরোপুরি কুঞ্চিত ভ্রু এবং বক্ষে কিঞ্চিত ব্যথা সমেত।/:)



কিন্তু যাত্রা তো কেবল শুরু....

হা ভগবান..... এরপর যে আরও "কত কিছু আইলো গ্যালো, বুঝলাম না তার ালও"



তবে, আমি আর চাইনা, সত্যিই চাইনা এই পুরো পাঁচালী আপনাদের সামনে বর্ণনা করতে।:-/ কেননা, তাতে আসলে দুইটা কাজ হবে-

১। ঘটনা বর্ণনা করতে করতে অত্র পোস্টে আমার ব্যবহৃত ভাষার শ্রী এত হ্রাস পাবে আর এত বেশি বিষোদগার উদগীরিত হবে যে তাতে করে হয়তো আবার আমাকে 'সাধারণ' হতে হবে।:((

২। যে কয়টা বাংলা শব্দের বানান আমি এখনও পর্যন্ত ঠিকঠাক জানি সেগুলোও হয়তো শীঘ্র বিস্মৃত হবো চরম হতাশায়।:|



তবে আপনাদেরকে সামান্য ধারণা দিতে চাই 'অতঃপর' সংক্রান্তে। যতদূর মনে আছে, যে শব্দগুলোর বানান এরপরও জনাব উপস্থাপক বিভিন্ন জনের কাছে শুধাইলেন সেগুলো হচ্ছে-



- অপরিণামদর্শী (একজনও সঠিক বানান পারে নাই)X(

- ছিদ্রান্বেষী (কেউ পারে নাই, একজন সুন্দরী তো আবার বুক্কাপানো হাসি দিয়া কৈল, "এক্সকিউজ মি, আমি এই শব্দ এর আগে কখনও শুনিই নাই" )X(

- অকুতোভয় (কেউ পারে নাই)X(

আরও দুইটা শব্দ ছিল, এখন ঠিক মনে নাই। তবে ওই দুইটাও কেউ পারে নাই।/:)



এরপর আর কি.... যথারীতি বউ আইসা ধমক দিলো "সকাল বেলা টিভির সাম্নে বইয়া কি যোগাসন কর্তেছো নাকি....???" অতঃপর বউয়ের দিকে তাকাইয়া আমিও একখান চ্যানেলাই হাসি হাসনের টেরাই নিলাম। কিন্তু তাতে বিশেষ কুনো কামৈলো না.........:P



জামাজুতা পিন্ধা গেটের বাইরে আইসা শুনি মোড়ের দুকানে জটিল এক্খান গান বাজ্তিছে-



মাচাক্কালী.....মাচাক্কালী........

হেয়... মাচাক্কালী.....মাচাক্কালী........B-)









মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৪

ভেংচুক বলেছেন: ইয়ে মানে, ছবিডা কি আপনার?

বড়ই মনোহর

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ........

মনোহর বানান ঠিক আছে। ;)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৮

ভেংচুক বলেছেন: মুচ ডা ফালাইয়া দেন

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: মুচ্ফালাইলে আমি কি পামু?

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৮

কৌশিক বলেছেন: হিরো ভাই, বানান লইয়া মুর্খতা আছে আমার (কোটেড ফ্রম ভাস্করদা)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫

বুলবুল আহমেদ পান্না বলেছেন: বানান যে আমিও খুব ভালো জানি তা না কৌশিক ভাই, কিন্তু ওই াগীগুলার ঢংঢাং দেইখ্যা কিরাম জানি লাগ্তিছিলো........

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৩

গিফার বলেছেন: হু মুচ টা ফেলায়া দিলে ভালো লাগবে....;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৮

বুলবুল আহমেদ পান্না বলেছেন: সইত্য.........???
আপ্নে আবার ফান্ফুন কর্তেছেন্নাতো?

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪

বৃত্তবন্দী বলেছেন: ঐমিয়া প্রোপিক চেন্জ করেন। ১নংটা দেন। মিয়া ফান কর্ছি আর ঐটাই টাঙ্গায়া দিলেন

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: আমি বুকা সুকা লুক...... ফান্ফুন বুঝি কম..... :(

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪

ওমর হাসান আল জাহিদ বলেছেন: বাংলা ভাষার ব্যাপারে আর কি-বা বলব! আমাদের যা ভাষাজ্ঞান!

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হুমমম.......

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৭

লেখাজোকা শামীম বলেছেন: তৈরী > তৈরি
কারন > কারণ
মন্ডলী > মণ্ডলী
ফেব্রুয়ারী > ফেব্রুয়ারি
ব্যাস্ত > ব্যস্ত
দন্ডায়মান > দণ্ডায়মান
বিজয়ীনি > বিজয়িনী
কিষ্ট > ক্লিষ্ট
ব্যাথা > ব্যথা
ধারনা > ধারণা
অপরিনামদর্শী > অপরিণামদর্শী

আপনার এই বানানগুলো ভুল। ভুল করা তেমন কঠিন কোন কাজ না। মানুষমাত্রই ভুল করে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২

বুলবুল আহমেদ পান্না বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শামীম ভাই, আমার ভুলগুলো ধরিয়ে দেবার জন্য। আমিও চেষ্টা করবো এরপর থেকে আর ভুল না করতে।

আসলে আমি কিন্তু বলিনাই যে ভুল করাটা অপরাধ বিশেষ, কিন্তু অনুষ্ঠানটাতে যে ঢংঢাং শুরু হৈছিলো সেইটা রীতিমত ন্যাক্কারজনক (এই বানানটা ঠিক হৈল কিনা বুজজ্তাছিনা:()

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৩

বুলবুল আহমেদ পান্না বলেছেন: শামীম ভাই আমার ভুলগুলো ঠিক করার চেষ্টা করলাম। দয়া করে যদি আবার দেখে দিতেন....

তবে "ণ্ড" এই বস্তুটা তো আমি টাইপই করতে পারতেছিনা.....:(

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২২

ভেংচুক বলেছেন: লেখাজোকা শামীম ভাইরে পিলাচ

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩

বুলবুল আহমেদ পান্না বলেছেন: অবশ্যই

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪

মহলদার বলেছেন: সাধারণ মানুষের কথা আর কি বলব, মাঝে মাঝে টিভি চ্যানেলগুলোর অনেক প্রোগ্রামেই ভুল বানান দেখা যায়। তারা আবার বানান নিয়ে অনুষ্ঠান বানায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৪

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ.........

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭

ভেংচুক বলেছেন: হে হে হে

পুরা বুল্ড

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১

বুলবুল আহমেদ পান্না বলেছেন: মানে কি?

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৭

নির্বাসন বলেছেন: মাচাক্কালী.....মাচাক্কালী........
হেয়... মাচাক্কালী.....মাচাক্কালী.......হা হা হা...জটিল গান।
আপনারে কিন্তু ভাই এক্কেবারে ছারুখ খানের লাহান লাগতাচে...
আমার খালি ন আর ণ এ সমস্যা হয়...আর গুলা মোটামুটি পারি।
আপনার কি অবস্থা?

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭

বুলবুল আহমেদ পান্না বলেছেন: অবস্থা ভালা নারে ভাইডি.........

(৭ নং কমেন্ট দ্রষ্টব্য) :(

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১

হাসান মাহবুব বলেছেন: মুচডা ফালায়া দিয়া দাঁড়ি রাহেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ.....
তারপর কৈবেন, দাড়ি ফালাইয়া চুল রাহেন.......
তারপরে আবার হয়ত কৈবেন চুল ফালাইয়া ......ল রাহেন..... ;)

তহন আমি কুন্ডা থুইয়া কুন্ডা রাহুম???

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪০

লেখাজোকা শামীম বলেছেন: আসল কথাটা বলি। আমি এক সময় বাংলা শেখার জন্য গো ধরলাম। সেটা আমার কিশোর বয়সের কথা। সেই সময় হাতের কাছে পেলাম শরৎচন্দ্র রচনাবলী। একটি সাদা খাতায় প্রতিদিন শরৎচন্দ্র রচনাবলী দেখে লিখতাম। প্রায় ৩ মাস পর খেয়াল করলাম আমার বানান প্রায় বিশুদ্ধ।
তারপরও খুঁতখুঁতানি গেল না। খোঁজ খবর নিয়া কিছু বই কিনলাম। যেমন - বাংলা লেখার নিয়মকানুন, বাংলা বানান অভিধান, কী লিখবেন কেন লিখবেন, এভাবে বাংলা লিখুন, লেখাজোকা ইত্যাদি নামের ডজনখানেক বই। আর বাংলা ব্যাকরণ তো ছিলই। বাংলাদেশ ও কোলকাতা থেকে প্রকাশিত বইয়ে বানানের নিয়মকানুনের মধ্যে ফারাক আছে। এটা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। তবে সব বিভ্রান্তির শেষ হয় আমাদের বাংলা একাডেমি থেকে প্রকাশিত বানান অভিধান দেখে নিলে। এখন পর্যন্ত এটা অনুসরণ করাই যুক্তিযুক্ত।
যাই হোক, তারপরও আমার খুঁতখুঁতানি না যাওয়াতে একটি প্রেসে সেই ছাত্র অবস্থায় চাকুরি নিলাম। প্রুফ রিডারের চাকুরি। আমার জীবনের প্রথম চাকুরি। প্রায় ২ বছর করলাম সেই চাকুরি। বাস্তবে বানান ঠিক করতে করতে শিখে গেলাম শুদ্ধ বানান।
বানান শেখার পর আমি শুদ্ধ বানান কর্মশালাও করেছিলাম। সেই কর্মশালায় প্রায় ১০০ প্রশিক্ষণার্থীকে শুদ্ধ বাংলা বানান শিখেছিলাম মাত্র ৭ দিনে।
অনেক কাঠখড় পোড়াতে হয়েছে শুদ্ধ বানান শেখার জন্য। তারপরও ভুল হয়ে যায়। ভুল মানুষেরই হয়।
তবে সবচেয়ে দুঃখ পাই, যখন দেখি টেলিভিশনের স্ক্রিনে ক্রলিং করতে থাকা নিউজ আপডেটে ভুল বানানে ভরপুর। এসব প্রতিষ্ঠানে যারা চাকুরি করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি - তারা শুদ্ধ বাংলা বানান জানেন না। না জানা কোন অপরাধ নয়, অপরাধ হল শেখার চেষ্টা না করা এবং দিনের পর দিন ভুলের মধ্যে বসবাস করা।
ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৫

বুলবুল আহমেদ পান্না বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শামীম ভাই।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪২

লেখাজোকা শামীম বলেছেন: মুর্ধন্য ণ + ড = ণ্ড

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: ণ্ড
ণ্ড
ণ্ড

...... পারছি...... :)

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১২

ইসানুর বলেছেন: শামীম ভাইরে পিলাচ

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: অবশ্যই পিলাচ :)

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১

এমআ০০৭ বলেছেন: ভেংচুক বলেছেন: লেখাজোকা শামীম ভাইরে পিলাচ

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬

বুলবুল আহমেদ পান্না বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই পিলাচ :)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭

ভাঙ্গা পেন্সিল বলেছেন: বানান শুদ্ধ হোক আর না হোক, এখনকার যা অবস্থা দেখা যাচ্ছে...বাংলা বলছে , আমি তাতেই ঢের খুশি!

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪

বুলবুল আহমেদ পান্না বলেছেন: মন্দ বলেন নাই.....:(

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৭

জ্যাক দ্য রিপার বলেছেন: মাচাক্কালি মাডাক্কালি:)

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২১

বুলবুল আহমেদ পান্না বলেছেন: Click This Link

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: কি অবস্থা :P

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০১

বুলবুল আহমেদ পান্না বলেছেন: যিণারেলাবস্থা.............

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.