![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় দেওয়ার মতো আমার কোন বিশেষ পরিচয় নেই। আমি নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদাবাদ গ্রামের সন্তান।
আমাদের পথ কি তবে বেকে গেছে?
ক্ষীণ হয়ে গেছে সব আলো?
নাকি নিভেই গেছে? সেই নক্ষত্রের মতো-
যে নক্ষত্রটা আলো দিতে দিতে নিভে গেছে,
এই পাতা ঝড়া শীতের শেষে,
বসন্ত আসার কয়েকটা দিন আগে;
অথচ এই বসন্তে-
আমাদের একসাথে চলার কথা ছিলো,
সেদিকে, যেদিকে আমাদের ভবিষ্যত।
সেই নক্ষত্র আমাদের পথ দেখাতো।
কিন্তু, সেটাই যে নিভে গেছে,
তবে কি তুমি চাওনি বেচে থাকুক-
ঐ নক্ষত্রের আলো! নাকি আমিও চাইনি?
তাই কি নক্ষত্রটা বিদায় নিয়েছে? নিরবে!
আমরা তবে চলেই গেছি, আলাদা পথে?
যে পথ সোজা চলে গেছে, দুই দিকে-
আমরাও চলে যাচ্ছি, পৃথিবীর দুই মেরুতে,
বিচ্ছিন্ন হয়ে গেছি, একে অপরের থেকে।
অথচ, আমরা চাইতাম একই পথ,
মৃত্যুর পরেও! তবে কি ফুরিয়ে এসেছে?
আমাদের দুজনের প্রবল আকর্ষণ,
একে অপরকে পাওয়ার প্রবল আকাঙ্খা।
তার মানে সত্যিই বলেছিলো কেউ একজন,
সবকিছু পাওয়া হয়ে গেলেই-
হারিয়ে যায় প্রবল ভালোবাসাগুলো।
-পাপেল মাহমুদ
১৫০২১৮
©somewhere in net ltd.