![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচিত হওয়ার মতো কোন পরিচয় এখনো নেই আমার ঝুলিতে, তাই পরিচয় পর্বটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত।
ইচ্ছে করে পথ হারিয়ে, প্রান্তরেতে ছুটি,
বিকেলের এই শান্ত রোদে করি লুটোপুটি।
ইচ্ছে করে বকুল গাছে ফুলটি হয়ে দুলতে,
ইচ্ছে করে গায়ের পথে, নগ্ন পায়ে চলতে।
ইচ্ছে করে উড়ে বেড়াই, হয়ে রঙ্গিন ঘুড়ি,
ফুলে, ফুলে ভরে উঠি হয়ে ফুলের ঝুড়ি।
ইচ্ছে করে পাখির মত, হাওয়ায় চলি ভেসে,
ডানা মেলে উড়ে চলি, নীল আকাশের দেশে।
ইচ্ছে করে ধানের মাঠে পাকা ধান হতে,
গোলা ভরে চাষীর মুখে হাসি টা ফুটাতে।
ছোট্ট বুকে এত ইচ্ছে কোথায় আমি রাখি?
শেষ ইচ্ছে দেশের মাটিতে মুদবো দুটি আখিঁ।
©somewhere in net ltd.