![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিউশনি করার সুবাদে অনেক সময় স্টুডেন্টদের সাথে গল্প করা হয় বিভিন্ন বিষয় নিয়ে।যদি কখনো জিজ্ঞেস করা হয়,"তোমাদের ফ্যামিলি মেম্বার কতজন? " উত্তরের সংখ্যায় এরা বাসায় থাকা বৃদ্ধ দাদা/দাদীদের অন্তর্ভুক্ত করে না বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে কি মানুষ বৃদ্ধ হলে পরিবারহীন হয়ে পরে? জয়েন্ট ফ্যামিলি এখন আর তেমন একটা চোখে পড়ে না,সবাই নিউক্লিয়ার ফ্যমিলিতে সুখ খুঁজে ফিরি। একটা ফ্যামিলি ভেঙে যখন তিন ছেলের তিনটা ফ্যামিলি হয় তখন বিপদ হয় বৃদ্ধ দুজনের। ছেলেরা ৪ মাস করে হিসেব করে দেয়।এই ৪মাস মা থাকবে আমার কাছে, বাবা থাকবে তোর কাছে। পরের চারমাস বাবা আমার, মা তোর। এই কঠিন সমীকরণে পরে মানুষ দুজন আর কোন ফ্যমিলি মেম্বার হয়ে উঠতে পারেনা, শুধু ৪ মাসের অতিথি হিসেবেই থেকে যায়। এমনও হয় বছর চলে যায় কিন্তু দুজন মানুষের আর একই ঘরে, একই ছাদের নিচে থাকার সুযোগ হয় না। গ্রামের অবস্থা শহরের চেয়ে তুলনামূলক ভালো।মাত্র কয়েকদিন আগেই বিশ্ব বৃদ্ধ নির্যাতন দিবস গেল।আসুন নিজের পরিবারের বৃদ্ধ মানুষটাকে একটু সময় দেই,নিশ্চিত করি সে কোনভাবে মানসিক নির্যাতনের স্বিকার যেন না হয়।আজকের তরুনরাইতো আগামী দিনের বৃদ্ধ। পৃথিবী সবকিছু সুন্দরভাবে ফিরিয়ে দেয় হোক সেটা ভালো অথবা মন্দ।
©somewhere in net ltd.