![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতদিন বলেছিলাম ফ্যাশান কিংবা ট্রান্ড এক বৃত্তে ঘুরতে থাকে। বিশ্বাস না হয় ১৯৫০ সাল হতে ২০১৭ সাল অব্দি প্রতেক দশকের ৫ টি করে সিনেমা দেখেন তাহলেই উপলব্ধি করতেন পারবেন কিংবা গত ৫০ বছরের বিখ্যাত ব্যাক্তিদের নিয়ে পর্যালোচনা করলে বুঝতে পারবেন।
এবার আসা যাক আধুনিক জীবনে, আধুনিক জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাল অভিনয় করতে জানা। যে যত অভিনয় করতে জানে সে তত আধুনিক মানুষ। তথা কথিত সামাজিক মানুষদের প্রধাণ চরিত্র নিজে করবে কিন্তু অন্যরা করলে সমস্যা। এক এ অন্যের দোষ দেওয়া ছাড়া আমাদের ভাত হজম হয় না। সু্যোক পেলে আমরা রাস্তার উল্টা পাশ দিয়ে গাড়ি চালাই কিন্তু অন্যরা চালালে গালি দেয়, কিংবা নিজে অফিসে দেরিতে যেতে চায় কিন্তু অন্য কেঊ আসলেই অনেক সমস্যা। এই টাই সামাজিক জীবনের ডুয়ালিটি ।
এই ডুয়ালিটির প্রবণতা এতটাই প্রখর যে, বাড়ির বউ দের জন্য এক নিয়ম আবার মেয়ে দের জন্য অন্য নিয়ম।
আধুনিক জীবনে এ্ই ডুয়ালিটি কম বেশি সবার মধ্যে বিরাজ করে। গরু ব্যবসীয়দের আমরা দালাল বলি আবার চাকরীর অনেক ক্ষেত্রে মিডল ম্যান হতে পারাটা অনেক বড় গৌ্রব এর।
চাইলে হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে। প্রকৃ্তপক্ষে এই ডুয়ালিটি মানব সামাজের সাথে মিশে গেছে, ডুয়ালিটি ছাড়া জীবন ব্যবস্থা অচল হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন ছচ্ছে এই ডুয়ালিটির শেষ কোথায় ??????????
২| ২০ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই মনে হয় অঘোষিত মানব ধর্ম...
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
পাপপু১১১ বলেছেন: আমার ও তাই মনে হয়
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: ঠিক।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৯
নয়ন বিন বাহার বলেছেন: শেষ নেই।