নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাপপু১১১

পাপপু১১১ › বিস্তারিত পোস্টঃ

সময়ের খেলা

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

সময় বড়ই নিষ্ঠুর। সময় একবার চলে গেলে আর ফিরে আসেনা। প্রত্যেক মূর্হুত একবারের জন্যই আসে,তা কখনোই ফিরে আসেনা। ছোট্ট বেলাকে খুবই অনুভব করি,এই অনুভূতির কোন ভাষা নেই। খুব কষ্ট লাগে যখন ভাবি আর ফিরে পাবো না শৈশব, আরোও কষ্ট লাগে যখন ভাবি আর ফিরে পাবো না কৈশর। আব্বুর হাতে শুয়ে থাকতে খুব ইচ্ছে করে,আম্মুর কোলে উঠতে খুব ইচ্ছে করে, কিন্তু তা অসম্ভব। ইসকুল ফাঁকি দিয়ে খেলাধূলা করার মজা কোনদিনই পাবো না। যতই ইচ্ছা করুক না কেন শৈশব আর ফিরে আসবে না। বন্ধুদের খুবই মিস করি। সব বন্ধুরা মিলে পুকুরে গোসল করতাম ঘণ্টার পর ঘন্টা হাজার চেষ্টা করলেও আর ওইদিন গুলো আর পাবো না। সময় বড়ই নিষ্ঠুর, হারানো সময় ফিরে পাওয়া অসম্ভব। চুরি করে প্রেয়সীর সাথে দেখা করার যে ভয়ংকর মজা ছিল তা বিয়ের পর অসম্ভব। জীবন বড়ই অদ্ভুত। আমরা শুধু ভবিষ্যতের পিছে ছুটতেছি, ছোট বেলায় ভাবতাম কবে বড় হবো আর এখন ভাবি কখন ধনি হবো। বাস্তবতা হচ্ছে যে সময়টা চলে যাচ্ছে সেটা আর ফিরে পাওয়া যাবে না। হয়তো এখনকার সময়টাকে ১০ বছর পর খুব অনুভব করব। শৈশব, কৈশরের হারিয়ে গেছে, যৌবন ও হারানোর পথে। হয়তো খুব ভালো থাকবো কিন্তু দিনগুলো আর ফিরে পাবো না। সময় কে যদি ধরে রাখা যেত তাহলে কতইনা ভাল হতো!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩

আখেনাটেন বলেছেন: ভালোই শুরু করেছিলেন। চুইংগামের মতো টেনে লেখাটাকে আর একটু লম্বা করতে পারলেন না। :P

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: হে ঈশ্বর !
আমি বৃহৎ হৃদয়ের ক্ষুদ্র মানুষকে ভালোবাসতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.