![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কোন বন্ধুত্ব নয়,প্রেম নয়,
বিষাদের কান্না দেখতে চাই।
কালো ডাইরির মলাটে লিখে দিতে চাই-
একসময় তুমি জীবিত ছিলে!
তোমারও অস্তিত্ব ছিল;
ঐ দাঁড়কাকটার মত
অন্ধকার রাতের মত,
এক যন্ত্রণা কাতর নরকের মত;
আর ছিল দূর থেকে চেয়ে থাকা এক মানবিক বেশ্যা!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬
নিতান্ত অদ্ভুত বলেছেন: 'কলঙ্ক' কি খুব খারাপ কিছু? আর অক্ষরের কি দোষ বলেন 'বেশ্যা' লিখলে বেশ্যা, প্রেম লিখলেই প্রেম। দোষ না পেশায় হয় না হয় অক্ষরে, দোষ হয় শুধু চোখের। চোখের দোষেই সবকিছু ম্লান হয়ে যায়!
আপনাকেও অনেক ধন্যবাদ!
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৫
আমিই মিসির আলী বলেছেন: সপ্তাহে পাঁচটি লেখা!!
খুবই ভালো।
কিন্তু মন্তব্য করেছেন ১ টি।
পাইছেন পাঁচটি।
কিছু না দিয়ে কিছু পাওয়া কি ভালো দেখায় মশাই!!!
দিতে শিখুন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৮
নিতান্ত অদ্ভুত বলেছেন: শিখে গেলাম।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৩
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৫০
nilkabba বলেছেন: আজ কোন বন্ধুত্ব নয়, প্রেম নয়,
বিষাদের কান্না দেখতে চাই।
সুন্দর লিখেছেন।
তবে বলবেই চাই,,,,হায়! বিষাদের কান্না সেতো প্রেমের দারিদ্র্যর নাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন: ভাবের প্রগাঢ়তায় মুগ্ধ হলাম যদিবা শেষ অক্ষরটি নিয়ে আপত্তির শেষ নেই! সেই অক্ষরটি ও পেশাটির এই পৃথিবীর সমস্ত কলঙ্ক! মানুষের চন্দ্রঅভিযানও এই অক্ষরটির কাছে ম্লান হয়ে যায়!
ধন্যবাদ কবি!