নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিতান্ত অদ্ভুত

নিতান্ত অদ্ভুত › বিস্তারিত পোস্টঃ

ছেলেটা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১

এই ছেলে তোর নামটা কিরে?
দুপুর রোদে ঠায় দাড়িয়ে!
চোখ দুটো তোর লালচে কেনো?
কি করিস তুই রাত্রি জেগে?

তোর নাকি আজ মনটা খারাপ,
কই ফেলেছিস শুকনো গোলাপ!
কই রেখেছিস ভাবগুলোকে
মুঠোফোনের ব্যর্থ আলাপ ?

এই ছেলে তুই বেকার নাকি!
নাকি দিচ্ছিস কাজের ফাঁকি
সামলে রাখিস খুচরোগুলো,
কয় টাকা তোর দোকান বাকি?

এই তোর এত দু:খ কিরে?
চার-পাঁচটা পৃষ্ঠা ছিড়ে ,
আগলে রাখিস মনের খবর-
শত কাটা-ছেড়ার ভিড়ে।

এই ছেলে তোর বন্ধু কোথায়?
চুপটি কেন একলা বাসায়!
বোতলে পুষিস স্বপ্নগুলো
সুখ খুজিস তুই রিজলা পাতায়।

ধোঁয়ার লোভে সন্ধে নামে
বুকপকেট টা ভিজলো ঘামে,
সামলে রাখিস ভালোবাসা-
নাম লিখে দিস চিঠির খামে;

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৫

এম এ কাশেম বলেছেন: খুব ভাল লিখেছেন,
শুভেচ্ছা জানবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৪

নিতান্ত অদ্ভুত বলেছেন: ধন্যবাদ।।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০০

ফরিদ আহমাদ বলেছেন: তোর নাকি আজ মনটা খারাপ,
কই ফেলেছিস শুকনো গোলাপ!
কই রেখেছিস ভাবগুলোকে
মুঠোফোনের ব্যর্থ আলাপ ?

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

মেহেদী রবিন বলেছেন: ভালো লিখেছেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৪

নিতান্ত অদ্ভুত বলেছেন: ধন্যবাদ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৬

নিতান্ত অদ্ভুত বলেছেন: আপনাকেও অনেক অনেক ঈদের শুভেচ্ছা।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫০

ভ্রমরের ডানা বলেছেন: ভাবনা গুলো খুব সুন্দর!

কবিতা ভাল হয়েছে!

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগে গেল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.