নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিতান্ত অদ্ভুত

নিতান্ত অদ্ভুত › বিস্তারিত পোস্টঃ

অতন্দ্রিলা

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৫

মনে আছে সেই রাত্রী,
ফিসফিসিয়ে কথা বলা?
"কেমন আছ?
-ভাল আছি।''
[
শব্দ এসে শব্দে লুকায়।
অশ্রুর গায়ে লবন মাখা-
কে মাখালো!!

দীর্ঘশ্বাস কি ভুলেই গেছ?
তোমার ঘুমটা সুখের মতন।
তাইতো শুধু চেয়ে থাকতাম,
হাটুর উপর থুঁতনি রেখে।
ভয়ে ভয়ে হাত-পা নাড়ি
যদি তোমার ঘুম ভেঙে যায়!!

ধর তুমি রাজকুমারী,
আর আমার হাতে সোনার কাঠি।
সোনার কাঠি ডোবার জলে,
যদি তোমার ঘুম ভেঙে যায়!!

ঘুম নিভিয়ে রাত্রী আসে।
"আজকে কিন্তু দেরী হবে-
তুমি আবার রাত জেগো না,
অন্ধকারটা একলা আমার।
হাটুর উপর থুঁতনি রেখে
আমি শুধুই চেয়ে থাকব।
তুমি শুধু মনে করে-
চোখের কোণে কাজল মেখো।
"
ফিসফিসিয়ে শব্দ জমাই,
যদি তোমার ঘুম ভেঙে যায়!!

আজ কি তবে ঘুম পালালো
রাত্রী জাগার সুখ ফুরালো!
সোনার কাঠির জাদুর ছোঁয়ায়,
কেউ কি তোমার ঘুম ভাঙ্গালো?
কেউ কি তোমার ঘুম ভাঙ্গালো!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১২

ছায়াহরিণ বলেছেন: ভালো লাগল ++

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

নিতান্ত অদ্ভুত বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২২

অনুকথা বলেছেন: ভালো লিখেছেন।

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

নিতান্ত অদ্ভুত বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর ...+

২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

নিতান্ত অদ্ভুত বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.