![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সব ভুলই হবে,
ভুল শব্দে ভরবে শহর।
ফুটপাতটা থাকবে ফাঁকা,
ব্যস্ত রবে রাতের প্রহর।
শেয়ালগুলো থাকবে উপোষ,
স্লোগান হবে হুক্কা-হুয়া।
চাঁদ লুকাবে ছাদের আড়াল,
ট্র্যাফিক জ্যামে কাকতাড়ুয়া।
একদিন সব ভুলই হবে,
রিক্সাগুলোয় বাজবে বাঁশি।
আকাশ থেকে ঝরবে তারা,
টাকার দামে বিকবে হাসি।
ছেঁড়া ঘুড়ি ঝুলবে তাঁরে,
স্বপ্ন দেখা থাকবে মানা।
সেদিন ঘরে একটা ছেলে,
গুনবে বসে সর্ষে দানা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪
নিতান্ত অদ্ভুত বলেছেন: যত সুন্দরই হোক ভুল কিন্তু প্রতিদিন হওয়া চলবে না। ভুলটা আবার কোন একদিনই হবে। আবার কোন একদিন কাকতাড়ুয়াটা মাঠ ছেড়ে শাহাবাগের মোড়ে এসে দাঁড়াবে, শেয়ালের সাথে চিৎকার করে স্লোগান ধরবে, তারাগুলো ল্যাম্পপোস্টের ভিতরে ঢুকে বসে থাকবে। তারপরের দিন আবার সব ঠিকঠাক। ভুল প্রতিদিন হবে না।
ভাগ্যিস এমন ভুল মাঝেমধ্যেই হয়, তাই জগৎ এত সুন্দর!!!!!!!!!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪
ধ্রুবক আলো বলেছেন: চাঁদ লুকাবে ছাদের আড়াল,
ট্র্যাফিক জ্যামে কাকতাড়ুয়া।
+++
দারুন লিখেছেন খুব ভালো লাগলো... অভিনন্দন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭
নিতান্ত অদ্ভুত বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর!
সেদিন ঘরে একটা ছেলে,
গুনবে বসে সর্ষে দানা। - ভাল লেগেছে।
@শায়মা,
ভুল আছে বলেই জগৎ এত সুন্দর! - সত্যিই কি তাই?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
নিতান্ত অদ্ভুত বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।।
প্রশ্নঃ ভুল না থাকলে জগৎটা কেমন হত?
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭
লুসিফার ০১ বলেছেন: লেখা ভালো ছিলো!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
নিতান্ত অদ্ভুত বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০
বর্ষন হোমস বলেছেন:
মানুষ মাত্রই ভুল।হা হা হা হা
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০
শায়মা বলেছেন: হা হা ঠিক ঠিক ভাইয়া........
ভুল আছে বলেই মাঝে মাঝে ভুলের উল্টো শুদ্ধটার মজা পাওয়া যায় অনেক অনেক বেশিই!!!!!!!!!
খায়রুলভাইয়া
খায়রুল আহসান বলেছেন:
@শায়মা,
ভুল আছে বলেই জগৎ এত সুন্দর! - সত্যিই কি তাই?
হুম ভাইয়া তেমনই ভুল আছেই বটে, সেই ভুলের নাম মধুর ভুল হা হা হা
দিলাম তাকে হাস্নাহেনার হাসি
জ্যোস্নারাতে চন্দ্রতারা ফুল
শাল পিয়ালের আকুল করা ঘ্রানে
হঠাৎ করা একটি মধুর ভুল.......
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩
নিতান্ত অদ্ভুত বলেছেন: মধুর ভুলে পাপ হয় না জানি,
তাইতো ছাদে নিত্য যাওয়া -আসা
জ্যোস্নারাতে শাল পিয়ালের ঘ্রানে
একটি রাতের মিথ্যে ভালোবাসা।।:p
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫
শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!
আমি তো অবাক এবং অবাক!!!!!!!!!!!
ভালোই তো ধাঁধার উত্তর মিলিয়ে দিলে!!!!!!!!!!
যাইহোক,
ছাদে তোমার গাছগাছালি বুঝি?
শালপিয়ালের ঝোঁপঝাড়েদের পাশে
তাহার সাথে তোমার হলো দেখা
একটি ছুটির দিনের অবকাশে!
ভুল করে কি বললে ভালোবাসি?
না হয় তবে মিথ্যে কেনো বলো?
মধুর ভুলে নেই কোনো দোষ পাপ
ফুল হয়ে যাক ভুলগুলো আজ সব .......
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০
শায়মা বলেছেন: একদিন কেনো?
এখনও সব ভুলই আছে ভাইয়া!!!!!
ভুল আছে বলেই জগৎ এত সুন্দর!!!!!!!!!