নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিতান্ত অদ্ভুত

নিতান্ত অদ্ভুত › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ ছেলে

০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৩

এই ছেলে তোর নামটা কিরে?
দুপুর রোদে ঠায় দাড়িয়ে!
চোখ দুটো তোর লালচে কেনো?
কি করিস তুই রাত্রি জেগে?

তোর নাকি আজ মনটা খারাপ,
কই ফেলেছিস শুকনো গোলাপ!
কই রেখেছিস ভাবগুলোকে
মুঠোফোনের ব্যর্থ আলাপ?

এই ছেলে তুই বেকার নাকি?
খামোখাই কি আলসে ডাকি!
সামলে রাখিস খুচরোগুলো,
কয় টাকা তোর দোকান বাকি?

এই তোর এত দু:খ কিরে?
চার-পাঁচটা পৃষ্ঠা ছিড়ে ,
মুড়িয়ে রাখিস মনের খবর-
মনটা বড্ড সুখকাতুরে।

এই ছেলে তোর বন্ধু কোথায়?
একলা ঘুরিস হরহামেশাই।
বোতলে পুষিস স্বপ্নগুলো
সুখ খুঁজিস তুই রিজলা পাতায়!

ধোঁয়ার লোভে সন্ধে নামে
বুকপকেট টা ভিজলো ঘামে,
সামলে রাখিস ভালোবাসা-
নাম লিখে দিস চিঠির খামে;
(repost)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

বুরহানউদ্দীন শামস বলেছেন: এই ছেলে তোর বন্ধু কোথায়?
একলা ঘুরিস হরহামেশাই।
বোতলে পুষিস স্বপ্নগুলো
সুখ খুঁজিস তুই রিজলা পাতায়!
.......
ভাই রিজলা পাতা কি...?

কবিতা ভাল লাগল ।
ধন্যবাদ ।

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

নিতান্ত অদ্ভুত বলেছেন: যে পাতা সিগারেটের দকানে কিনতে পাওয়া যায়। রিজলা পাতায় তামাক ভরে খাওয়া হয়। আপনাকেও অনেক ধন্যবাদ।

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৪

ধ্রুবক আলো বলেছেন: দারুন লাগলো ++

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪২

নিতান্ত অদ্ভুত বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: লেখক বলেছেন: যে পাতা সিগারেটের দকানে কিনতে পাওয়া যায়। রিজলা পাতায় তামাক ভরে খাওয়া হয়। আপনাকেও অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই । জানতাম না , জেনে নিলাম আপনার কাছ থেকে ।
আমরা ওটা কেন্দু পাতা বলেই জানি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.