![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নিরাপদ ব্লগ রিডার/ কমেন্টার।
সৌদি শ্রম মন্ত্রণালয় কতৃক ঘোষিত প্রবাসীদের এমপ্লয়মেন্ট ষ্ট্যাটাস সংশোধন ও দেশে প্রত্যাবর্তন সংক্রান্ত তথ্যাদি
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি আরবের সকল কোম্পানি, কফিল এবং শ্রমিকদের দ্রুত ০৬ এপ্রিল ২০১৩ইং এর পূর্বের ইকামা সংক্রান্ত / চাকুরি-পেশা সংক্রান্ত / সমস্যাবলি সমাধানের জন্য পরামর্শ দেয়া হয়েছে। এই সুযোগ আগামি ০৩ জুলাই ২০১৩ ইংরেজি পর্যন্ত বলবৎ থাকবে।
আগামি ০৩ জুলাই ২০১৩ ইংরেজি এর পর সৌদি আরবে অবস্থানরত অবৈধ শ্রমিক, ফ্রি ভিসায় কর্মরত শ্রমিক, কোম্পানি, কফিলদের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করা হবে। তাই সংশ্লিষ্ট সকল প্রবাসী কর্মীদের সৌদি সরকারের সীমিত সময়ের জন্য ঘোষিত এই সুযোগ গ্রহনের জন্য অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশে ফেরৎ যাওয়ার জন্য ( Final Exit ) প্রদত্ত সুবিধাদিঃ
১। যাদের পাসপোর্ট নেই, তারা দূতাবাস থেকে আঊটপাস সংগ্রহ করবেন। যাদের বৈধ পাসপোর্ট নিজের কাছে আছে তাদের আঊটপাস সংগ্রহের প্রয়োজন নেই।
২। পুরাতন ইকামার ফটোকপি অথবা পাসপোর্টের যে পাতায় ভিসা আছে সেই পাতার ফটোকপি এবং সৌদি আরবে প্রবেশ করার সময় এয়ার পোর্ট থেকে পাসপোর্টে যে ইমিগ্রেশন এন্ট্রি নম্বর (৯ ডিজিটের) দেয়া হয় সেই এন্টি নম্বর কাগজে লিখে বা ফটোকপি করে পাসপোর্ট/ আউটপাসের সাথে সংযুক্ত করে একটি প্লাষ্টিক ফাইলে নিয়ে সফর জেলে (ইদারাতুল ওয়াফিদিন) এ জমা দিতে হবে।
০৩। যাদের ফিংগার প্রিন্ট (হাতের ছাপ) জাওয়াত (ইমিগ্রেশন) অফিসে নেই এবং যাদের ফিংগার প্রিন্ট রয়েছে উভয় পক্ষকেই সফর জেলে উপরোক্ত ১ ও ২ নং কাগজ পত্র একটি মজবুত প্লাষ্টিক ফাইলে সাথে নিয়ে গিয়ে ফিংগার প্রিন্ট প্রদান করতে হবে।
০৪। উপরোক্ত কার্যক্রম শেষ হলে সফর জেল (ইদারাতুল ওফাফিদিন) পাসপোর্ট/আউটপাসে Final Exit ভিসা প্রদান করবে।
০৫। অতঃপর বিমান টিকেট নিজে ক্রয় করে দেশে যেতে পারবেন। তবে Final Exit ভিসা লাগানোর পর দেশে না গেলে জরিমানা ও শাস্তির সম্মূখিন হতে হবে।
উল্লেখ্য যে, সফর জেলে (ইদারাতুল ওয়াফিদিন) যে ফিংগার প্রিন্ট নেয়া হবে সেটা (বাসমাহ তা’রিফি) শুধু মাত্র রেকর্ড সংরক্ষনের জন্য যাতে করে যারা এই বিশেষ ক্ষমায় দেশে ফিরে যাবেন তারা পরবর্তিতে নতুন ভিসা পেলে সৌদি আরবে আসতে পারেন।
***সতর্কবানীঃ অন্য কোন ব্যক্তির ইকামার ফটোকপি/নম্বর অথবা অন্য লোকের পাসপোর্ট নিয়ে সফর জেলে (ইদারাতুল ওফাফিদিন) এ Final Exit লাগানোর নিমিত্ত না যাওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো। এই ধরনের জালিয়াতি ধরা পড়লে জেল জরিমানাসহ কঠোর শাস্তি প্রদান করবে।
২| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:১১
মধুমিতা বলেছেন: তথ্যগুলো অনেকের কাজে লাগবে।
৩| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:০১
মোঃমোজাম হক বলেছেন: আপনি কিন্তু আসল কথাই লিখেননি।
বর্তমানে আকামা ট্রান্সফার,প্রফেশন চেঞ্জ সহ অনেক কিছুই ওপেন হয়েছে।আমাদের এখানে হাজার হাজার প্রবাসিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
আগামীকাল আমাদের পূর্বাঞ্চলে মাননীয় রাষ্ট্রদুত ভিজিটে আসছেন এই ব্যাপারে আমাদের প্রবাসিদের সঙ্গে মতবিনিময় এবং সব কিছু খুলে বলতে।
আমি সেখানে যাচ্ছি।আশা রাখছি আমি আপনাদের আরো বিষদ জানাতে পারবো।
ধন্যবাদ
৪| ১৬ ই মে, ২০১৩ রাত ১২:১৪
ইকবাল পারভেজ বলেছেন: যাদের আকামার মেয়াদ শেষ, মালিকের সাথে যোগাযুগ নাই তাদের কি হবে?
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ রাত ৮:২৫
শিপন মোল্লা বলেছেন: ধন্যবাদ অনেকের কাজে আসবে আপনার এই পোস্ট।