নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

ক্যাটাগরাইজড (অ-কাব্য/ অ-গল্প)

১০ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৩

কেন আমাদের সবাইকে একরকম হতে হবে? কেন আমাদের একই স্রোতে গা ভাসাতে হবে?
আমি কেন আলাদা হতে পারবনা?
কেন আমাকে একা থাকলে একঘরে করে দেয়া হবে?
কেন আমাকে শিখতে হবে অর্থ উপার্জন?
আমি কেন শৈশব থেকেই প্রতিযোগিতায় নামব আমার আমি'র সঙ্গে
আমাকে কেন নকল হাসি হেসে ভাল থাকতে হবে?
কেন আমি কথা বেশি বললে 'বলদা' আর না বললে 'প্রতিবন্ধী' হয়ে যাব?
আমরা কেন সাদা-কালো ছাড়া আর কোন রং থাকতে পারে তা ভাবতেই পারিনা?
কেন আমাদের সবাইকেই সফট-ড্রিংস খেতেই হবে?
আমাকে কেন ১৭,০০০ বন্ধু কিংবা বান্ধবী বানাতে হবে?
কেন আমাকে কৃষি কাজ করলে সমাজের নিচু শ্রেণীতে থাকতে হবে?
কেন আমাকে ট্রেন্ডিং ফলো করতে হবে?
সমাজের সবাই যে গানটির সমালোচনা করবে কেন আমাকেও সেটি অপছন্দ করতে হবে?
আমরাতো মানুষ, কোন প্রোগ্রামড্ রোবট নই বা নই কোন গাছ;
তবে কেন আমাকে একই রকম ভাবতে হবে?
আমি কি করব সেটা জানতে কেন আমায় ভিডিও দেখতে হবে?
ভাল থাকতে কেন আমার মোটিভেশন লাগবে?
কেন আমার সবকিছুকে মেপে আমার অবস্থান নির্ণয় করবে সবাই?
কেন আমার গার্লফ্রেন্ড থাকতেই হবে?
আমি ভাল আছি এটা বোঝাতে হবে কেন?
কাউকে ক্যাটাগরাইজড না করা অবধি কেন আমরা শান্তি পাইনা?






মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ লিখেছেন হে সুপ্রিয়। শুভেচ্ছা ও শুভকামনা জানাই অবিরাম।

২| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৪

প্যারাডাইম বলেছেন: ধন্যবাদ ভাই, আমার করা জীবনের প্রথম ব্লগের প্রথম মন্তব্য আপনার। আচ্ছা ভাই, আমার এই পোষ্টটি আমি কেন কোথাও পাচ্ছিনা? এটি প্রথম পাতাতেও নেই , আবার নির্বাচিত’তেও নেই।

৩| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৩

অনল চৌধুরী বলেছেন: কিছু দিন পরে পাবেন ।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:২৮

প্যারাডাইম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাই।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার ভাবনা চিন্তা অত্যন্ত প্রখর
.......................................................
লিখতে থাকুন, আরও সাহস সন্চয় হবে ।
যতোবেশী লিখবেন ততদ্রুত প্রথম পাতায় আসার
সুযোগ থাকবে ।

১৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:০০

প্যারাডাইম বলেছেন: অনেক ধন্যবাদ , ভাই। অনেক ভাল লাগছে!

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৬

কবিতা ক্থ্য বলেছেন: শুভ কামনা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

প্যারাডাইম বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই আমার।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০০

কবিতা ক্থ্য বলেছেন: নিজের আলোচনা/ সমালোচনা করা অনেক বড় গুন।
সবাই পারে না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৩

প্যারাডাইম বলেছেন: আপনি খুবই ভাল মনের একজন মানুষ বলে আমার মনে হয়।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১১

কবিতা ক্থ্য বলেছেন: রাজিব এ খান,
আমি দ্বিতীয় টা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৮

প্যারাডাইম বলেছেন: বাচঁলাম, আমি আপনাকে আমার মেইল থেকে পত্র দিয়েছি। আর আপনার মেইল মুছে দিলাম।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১২

কবিতা ক্থ্য বলেছেন: পারলে মেইলটা মুছে দিয়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.