নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মনের শাব্দিক প্রকাশ।

প্যারাডাইম

সুখ ব্যাপারটি খুবই আপেক্ষিক, আর সেই সুযোগে আমিও সুখী।

প্যারাডাইম › বিস্তারিত পোস্টঃ

THeory Of Relativity অথবা মৃত্যুর আর কত দেরি, পাঞ্জেরী!

১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:০৭

বয়স বাড়ছে, বড় হচ্ছি; সেটা কোন সমস্যা নয়, বয়স বাড়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি???
কয়েকদিন আগেই তো হ্যাপি নিউ ইয়ার বললাম, খুব কষ্ট হয়েছিল ২০১৯ সালকে বিদায় জানাতে। এখন আবার তারিখ লিখতে গিয়ে ২০২১ রাখতে হবে সাথে। এতটা মানতে পারিনা। দুই-তিন দিন পর পর ই যেন বছর টা শেষ হয়ে যাচ্ছে।
একটা সময় ছিল, যখন ১ বছর পরে আব্বু একটা জিনিস কিনে দিবে ভেবে ১ বছর শেষ হবার অপেক্ষায় থাকতাম, শেষ ই হতনা। ক্লাস ১ থেকে ২ তে উঠতে যেন ৩-৪ বছর সময় পার হয়ে যেত। আর এখন একেক টা ইয়ার শেষ হয় এক-দের মাসে, কিংবা হয়ত তারও কম সময়ে।
মানুষ কখনো বুঝতনা- সে বড় হচ্ছে , যদিনা তার ছোটরা তাকে ভাইয়া, মামা, বাবা, একটা সময় দাদা না ডাকত।
আমাদের আব্বুকে জিজ্ঞেস করেন, দেখবেন সে বলবে ''এইত আমার স্পস্ট মনে আছে কয়েকদিন আগেই আমার বাবার হাত ধরে আমি প্রথম স্কুলে গিয়েছিলাম।''!!!
Pathetic না?
আজকে সকালে ঘুমের মাঝে শুনলাম আম্মুর সাথে আমার ছোট বোনের কথোপকথন , আমার বোন নাকি এই জানুয়ারিতে ক্লাস ৭ এ উঠবে, ইয়েএএএ।
তখন আমি ভাবি, আমিও না ক্লাস সেভেন এ ছিলাম এই কয়েকদিন আগে??? দিনগুলো তো চোখে ভাসছে। তখনই এই বোধটা হয় যে,বড় হয়ে গেছি।
ভালো লাগেনা, বিশ্বাস কর , ভাল লাগেনা। আমি বড় হতে চাইনা। আক্ষরিক অর্থেই চাইনা।
একটা সময় বুঝতে পারি, যেভাবে দিনগুলো যাচ্ছে, তাতে করে আর ২ বছর(শৈশবের হিসাবে) পরেই হয়ত মারা যাব, তার পরের জগত টা কি? জানতে ইচ্ছে হয়না, আদতে ভাবতে ইচ্ছেই করেনা। এত ভেবে কি হবে? সময় কে কি বেধে রাখতে পারব???
মাঝে মাঝে তাই নামাজ পড়তে তীব্র ইচ্ছে হয়, পড়ি। আল্লাহর কাছে বলতে ইচ্ছে হয়, আল্লাহ আমাকে বড় করোনা , দয়া করো আমায়; তুমি চাইলেতো সব ই পারো।
কিন্তু হায়! আমার ফরিয়াদ কে শুনবে?
মৃত্যুর আর কত দেরি, পাঞ্জেরী!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি বড় হতে চাইনা। আক্ষরিক অর্থেই চাইনা।
..........................................................................
ষ্টপ ওয়াচ দেখেছেন ?
"টাইম এনড টাইড
ওয়েট ফর নান "


১৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৮

প্যারাডাইম বলেছেন: আমরা মানুষ, পৃথিবীর সর্ব-ক্ষমতাময় প্রাণী। সবার উপর আমাদের কর্তৃত্ব চললে, সময়ের বেলা কেন নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.